রানা আব্বাস, দুবাই থেকে
মাহমুদউল্লাহ-মুশফিক-নাঈমরা উড়িয়ে উড়িয়ে মারছেন; আর ঝড়ে পড়া আম কুড়ানোর মতো লং অন-লং অফের সীমানা থেকে বল কুড়িয়ে নেটে ফেরত পাঠাচ্ছেন দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন, নির্বাচক হাবিবুল বাশার আর কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।
গতকাল বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল আবুধাবিতে। পরে সিদ্ধান্ত বদলে অনুশীলন হয়েছে আইসিসির একাডেমি মাঠে। আবুধাবিতে অনুশীলন করতে না যাওয়ার মূল কারণ, দুবাইয়ে বাংলাদেশের টিম হোটেল থেকে আবুধাবি যাওয়া আসায় পাঁচ ঘণ্টারও বেশি বাসভ্রমণ। ভ্রমণ আর অনুশীলন মিলিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টার ধকল সামলে আবার একই দূরত্বে আগামীকাল ম্যাচ খেলতে হবে। খেলোয়াড়দের ক্লান্তি আর অতিরিক্ত বাসভ্রমণে পিঠের ব্যথার আশঙ্কায় ভেন্যুতে আর অনুশীলন করতে যায়নি বাংলাদেশ। তবে আইসিসি একডেমি মাঠে যতটুকু অনুশীলন করেছে, তাতেই দুঃসংবাদ পেয়েছে দল। তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তাঁর সর্বশেষ অবস্থা আজ সকালে জানা যাবে।
এতে গতকাল আবুধাবির উইকেট সম্পর্কে বাংলাদেশের খুব একটা ধারণা পাওয়ার সুযোগ ছিল না। আজ বুধবার একবারে ম্যাচ খেলতে গিয়েই উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন মাহমুদউল্লাহরা। আবুধাবির উইকেট সম্পর্কে না স্পষ্ট ধারণা না নিয়ে খেলাটা একটু কঠিন হবে না? অনুশীলনের ফাঁকে দলের এক খেলোয়াড়ের কাছে জানতে চাইলে তাঁর উত্তর, ‘বেশি জানলে-বুঝলেই সমস্যা! কম জেনে-বুঝে বরং বেশি ভালো করা যায়!’ কাছেই থাকা টিম ম্যানেজমেন্টের এক সদস্য অবশ্য বললেন, ‘এমনি তো জানিই, মাঠ অনেক বড়। আবুধাবির উইকেটও সাধারণত ভালো হয়। ১৭০-১৮০ রানের উইকেট।’
বড় মাঠে খেলা, অথচ বাংলাদেশ গতকাল অনুশীলন করেছে তুলনামূলক ছোট মাঠে। নেটে ব্যাটাররা শট খেললেই তাই সীমানার ওপারে ধুমধাম বল এসে পড়ছে! শিষ্যদের ‘হার্ড হিটিং’য়ে গিবসনকে তাই খুব ব্যস্ত থাকতে হলো বল কুড়ানোর কাজে! অনুশীলনে যেভাবে মারছেন ব্যাটাররা, ম্যাচে কাজটা ঠিকঠাক করতে পারলেই হয়! কথাটা শুনে গিবসন মৃদু হাসলেন। অনুশীলনের আগে অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই ক্যারিবীয় কোচ সুপার টুয়েলভের চ্যালেঞ্জগুলো নিয়ে বলেছেন, ‘আমরা এখানে এসেছি ভালো করতে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলকেই হারানো সম্ভব। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতায় প্রতিটি দলকে আমরা হারাতে পারি। একটু স্নায়ুচাপ আছে, তবে এখানো দুর্দান্ত কিছু করতেই এসেছি। শুধু টুর্নামেন্টে সংখ্যা হতে নয়, আমরা এখানে এসেছি প্রতিটি দলকে হারাতে। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা।’
নিজেদের সেই ‘দিন’টা কি আজ আবুধাবিতে দেখা যাবে? যে প্রতিপক্ষের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে কখনো তাদের মুখোমুখি হননি মাহমুদউল্লাহরা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ইংলিশদের বিপক্ষে কখনো না খেলা হলেও প্রতিপক্ষ তো একেবারে অজানা নয়। টুর্নামেন্টে ইংল্যান্ডের শুরুটাও হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে ম্যাচটা তারা জিতেছে ৬ উইকেটে। এ ম্যাচে ক্যারিবীয়দের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে যে ৪ উইকেট হারাতে হয়েছিল—এ থেকে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন গিবসন।
শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে একজন পেসার বসিয়ে একজন বাড়তি বাঁহাতি স্পিনারকে (নাসুম আহমেদ) খেলিয়েছিল বাংলাদেশ। আজ ইংল্যান্ডের বিপক্ষেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এ ম্যাচেও বোলিংয়ে পরিবর্তনে আসার সম্ভাবনা বেশি। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে গতকাল অনুশীলনে যেভাবে ব্যস্ত দেখা গেছে, আজ তিনি একাদশে সুযোগ পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। একাদশে পরিবর্তন নিয়ে বাংলাদেশ পেস বোলিং কোচ গতকাল এতটুকুই বলেছেন, ‘আগে কন্ডিশন দেখতে হবে। মোস্তাফিজের স্কিল, কাটার আছে। পেস বোলিং আক্রমণে গভীরতা বাড়াতে সাইফউদ্দিন আছে। তাসকিনের গতি আছে। গতি ও বাঁহাতি বৈচিত্র্য হিসেবে শরিফুলও আছে।’
টি-টোয়েন্টি সংস্করণে আগে কখনো দুই দলের খেলা না হলেও জস বাটলার যথেষ্ট শক্ত প্রতিপক্ষই মানছেন বাংলাদেশকে। বলেছেন, ‘মনে হচ্ছে, কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দেবে তারা।’
বাটলার যাই বলুন, লঙ্কানদের বিপক্ষে পরাজয়ের স্বাদ ভুলতে মাহমুদউল্লাহর দল আজ কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটিই দেখার।
মাহমুদউল্লাহ-মুশফিক-নাঈমরা উড়িয়ে উড়িয়ে মারছেন; আর ঝড়ে পড়া আম কুড়ানোর মতো লং অন-লং অফের সীমানা থেকে বল কুড়িয়ে নেটে ফেরত পাঠাচ্ছেন দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন, নির্বাচক হাবিবুল বাশার আর কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।
গতকাল বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল আবুধাবিতে। পরে সিদ্ধান্ত বদলে অনুশীলন হয়েছে আইসিসির একাডেমি মাঠে। আবুধাবিতে অনুশীলন করতে না যাওয়ার মূল কারণ, দুবাইয়ে বাংলাদেশের টিম হোটেল থেকে আবুধাবি যাওয়া আসায় পাঁচ ঘণ্টারও বেশি বাসভ্রমণ। ভ্রমণ আর অনুশীলন মিলিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টার ধকল সামলে আবার একই দূরত্বে আগামীকাল ম্যাচ খেলতে হবে। খেলোয়াড়দের ক্লান্তি আর অতিরিক্ত বাসভ্রমণে পিঠের ব্যথার আশঙ্কায় ভেন্যুতে আর অনুশীলন করতে যায়নি বাংলাদেশ। তবে আইসিসি একডেমি মাঠে যতটুকু অনুশীলন করেছে, তাতেই দুঃসংবাদ পেয়েছে দল। তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তাঁর সর্বশেষ অবস্থা আজ সকালে জানা যাবে।
এতে গতকাল আবুধাবির উইকেট সম্পর্কে বাংলাদেশের খুব একটা ধারণা পাওয়ার সুযোগ ছিল না। আজ বুধবার একবারে ম্যাচ খেলতে গিয়েই উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন মাহমুদউল্লাহরা। আবুধাবির উইকেট সম্পর্কে না স্পষ্ট ধারণা না নিয়ে খেলাটা একটু কঠিন হবে না? অনুশীলনের ফাঁকে দলের এক খেলোয়াড়ের কাছে জানতে চাইলে তাঁর উত্তর, ‘বেশি জানলে-বুঝলেই সমস্যা! কম জেনে-বুঝে বরং বেশি ভালো করা যায়!’ কাছেই থাকা টিম ম্যানেজমেন্টের এক সদস্য অবশ্য বললেন, ‘এমনি তো জানিই, মাঠ অনেক বড়। আবুধাবির উইকেটও সাধারণত ভালো হয়। ১৭০-১৮০ রানের উইকেট।’
বড় মাঠে খেলা, অথচ বাংলাদেশ গতকাল অনুশীলন করেছে তুলনামূলক ছোট মাঠে। নেটে ব্যাটাররা শট খেললেই তাই সীমানার ওপারে ধুমধাম বল এসে পড়ছে! শিষ্যদের ‘হার্ড হিটিং’য়ে গিবসনকে তাই খুব ব্যস্ত থাকতে হলো বল কুড়ানোর কাজে! অনুশীলনে যেভাবে মারছেন ব্যাটাররা, ম্যাচে কাজটা ঠিকঠাক করতে পারলেই হয়! কথাটা শুনে গিবসন মৃদু হাসলেন। অনুশীলনের আগে অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই ক্যারিবীয় কোচ সুপার টুয়েলভের চ্যালেঞ্জগুলো নিয়ে বলেছেন, ‘আমরা এখানে এসেছি ভালো করতে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলকেই হারানো সম্ভব। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতায় প্রতিটি দলকে আমরা হারাতে পারি। একটু স্নায়ুচাপ আছে, তবে এখানো দুর্দান্ত কিছু করতেই এসেছি। শুধু টুর্নামেন্টে সংখ্যা হতে নয়, আমরা এখানে এসেছি প্রতিটি দলকে হারাতে। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি আমরা।’
নিজেদের সেই ‘দিন’টা কি আজ আবুধাবিতে দেখা যাবে? যে প্রতিপক্ষের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে কখনো তাদের মুখোমুখি হননি মাহমুদউল্লাহরা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ইংলিশদের বিপক্ষে কখনো না খেলা হলেও প্রতিপক্ষ তো একেবারে অজানা নয়। টুর্নামেন্টে ইংল্যান্ডের শুরুটাও হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে ম্যাচটা তারা জিতেছে ৬ উইকেটে। এ ম্যাচে ক্যারিবীয়দের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে যে ৪ উইকেট হারাতে হয়েছিল—এ থেকে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন গিবসন।
শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে একজন পেসার বসিয়ে একজন বাড়তি বাঁহাতি স্পিনারকে (নাসুম আহমেদ) খেলিয়েছিল বাংলাদেশ। আজ ইংল্যান্ডের বিপক্ষেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এ ম্যাচেও বোলিংয়ে পরিবর্তনে আসার সম্ভাবনা বেশি। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে গতকাল অনুশীলনে যেভাবে ব্যস্ত দেখা গেছে, আজ তিনি একাদশে সুযোগ পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। একাদশে পরিবর্তন নিয়ে বাংলাদেশ পেস বোলিং কোচ গতকাল এতটুকুই বলেছেন, ‘আগে কন্ডিশন দেখতে হবে। মোস্তাফিজের স্কিল, কাটার আছে। পেস বোলিং আক্রমণে গভীরতা বাড়াতে সাইফউদ্দিন আছে। তাসকিনের গতি আছে। গতি ও বাঁহাতি বৈচিত্র্য হিসেবে শরিফুলও আছে।’
টি-টোয়েন্টি সংস্করণে আগে কখনো দুই দলের খেলা না হলেও জস বাটলার যথেষ্ট শক্ত প্রতিপক্ষই মানছেন বাংলাদেশকে। বলেছেন, ‘মনে হচ্ছে, কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দেবে তারা।’
বাটলার যাই বলুন, লঙ্কানদের বিপক্ষে পরাজয়ের স্বাদ ভুলতে মাহমুদউল্লাহর দল আজ কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটিই দেখার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে