বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন গানের খবর দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও আসিফ গাইবেন নতুন দুটি গান। দ্বৈতকণ্ঠের গান দুটির একটি বাংলা, অন্যটি হিন্দি। শুদ্ধভাবে হিন্দি গানটি গাওয়ার জন্য মুম্বাইয়ে গিয়ে ভয়েস ট্রেনিংয়ের কথা জানান আসিফ।
শ্রেয়া ঘোষালের সঙ্গে নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ভক্ত আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। তিন মাস ধরে শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’
আসিফ জানান, প্রথমে রেকর্ড হবে হিন্দি গানটি। রবি বাসনেতের লেখা এই গানটি কম্পোজিশন করবেন রাজিব রায় চৌধুরী ও মনোতোষ দেঘরিয়া। ফ্রান্সের বিলিভ মিউজিকের ব্যানারে আসিফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
২৪ নভেম্বর ভারতের মুম্বাইয়ে গানটিতে ভয়েস দেবেন শ্রেয়া ঘোষাল। তবে অসুস্থতার কারণে এখনো আসিফের ভয়েস রেকর্ডিংয়ের তারিখ চূড়ান্ত করা যায়নি। আসিফ জানিয়েছেন, সুস্থ হলেই কণ্ঠ দিতে মুম্বাই যাবেন তিনি।
এর আগে ২০০৩ সালে ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম করেছিলেন আসিফ আকবর। অ্যালবামটি বেশ সাড়া ফেলেছিল। এবারও ভালো কিছু হবে বলে প্রত্যাশা আসিফের।
নতুন গানের খবর দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও আসিফ গাইবেন নতুন দুটি গান। দ্বৈতকণ্ঠের গান দুটির একটি বাংলা, অন্যটি হিন্দি। শুদ্ধভাবে হিন্দি গানটি গাওয়ার জন্য মুম্বাইয়ে গিয়ে ভয়েস ট্রেনিংয়ের কথা জানান আসিফ।
শ্রেয়া ঘোষালের সঙ্গে নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ভক্ত আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। তিন মাস ধরে শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’
আসিফ জানান, প্রথমে রেকর্ড হবে হিন্দি গানটি। রবি বাসনেতের লেখা এই গানটি কম্পোজিশন করবেন রাজিব রায় চৌধুরী ও মনোতোষ দেঘরিয়া। ফ্রান্সের বিলিভ মিউজিকের ব্যানারে আসিফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
২৪ নভেম্বর ভারতের মুম্বাইয়ে গানটিতে ভয়েস দেবেন শ্রেয়া ঘোষাল। তবে অসুস্থতার কারণে এখনো আসিফের ভয়েস রেকর্ডিংয়ের তারিখ চূড়ান্ত করা যায়নি। আসিফ জানিয়েছেন, সুস্থ হলেই কণ্ঠ দিতে মুম্বাই যাবেন তিনি।
এর আগে ২০০৩ সালে ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ‘মিলন’ নামে একটি ডুয়েট অ্যালবাম করেছিলেন আসিফ আকবর। অ্যালবামটি বেশ সাড়া ফেলেছিল। এবারও ভালো কিছু হবে বলে প্রত্যাশা আসিফের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে