বিনোদন প্রতিবেদক, ঢাকা
চারজন বাউলের গান নিয়ে নিজেদের নতুন অ্যালবাম সাজিয়েছে ব্যান্ড লালন। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে স্থান পেয়েছে ফকির লালন শাহ, রাধারমণ দত্ত, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের গান। ১৭ অক্টোবর লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ পাবে বাউলস অব বেঙ্গল। সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল লালনের অ্যালবাম ‘সাদা কালো’। গত শুক্রবার ব্যান্ড লালন নামের ইউটিউব চ্যানেলে পেয়েছে বাউলস অব বেঙ্গলের প্রথম গান ‘একটা বদ হাওয়া’।
গত এপ্রিলে ড্রামার থিন হান মং তিতি ব্যান্ড লালন ছেড়ে দিলে থমকে যায় দলের কার্যক্রম। লালনের দলনেতাও ছিলেন তিনি। কয়েক মাস পর ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিতি দলে ফিরলে আবার কাজ শুরু করে ব্যান্ডটি। লালন শাহর একটা বদ হাওয়া দিয়েই নতুন করে কার্যক্রম শুরু হয় লালনের।
একটা বদ হাওয়া ছাড়া ফকির লালন শাহর আরও তিনটি গান রয়েছে বাউলস অব বেঙ্গল অ্যালবামে। অন্য তিনটি গান হলো—‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এ ছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন থিন হান মং তিতি, গেয়েছেন নিগার সুলতানা সুমি।
নতুন অ্যালবাম নিয়ে তিতি বলেন, ‘অ্যালবামটি নিজেদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও আত্মসন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। আমাদের বাউল ইতিহাস ৬০০ বছরের বেশি পুরোনো, এর ওপরই আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে। সেই শিকড়ের কাছে আমরা ফিরতে চেয়েছি।’
লালন ব্যান্ডের লাইনআপে আছেন নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।
চারজন বাউলের গান নিয়ে নিজেদের নতুন অ্যালবাম সাজিয়েছে ব্যান্ড লালন। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে স্থান পেয়েছে ফকির লালন শাহ, রাধারমণ দত্ত, বিজয় সরকার ও শাহ আবদুল করিমের গান। ১৭ অক্টোবর লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ পাবে বাউলস অব বেঙ্গল। সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল লালনের অ্যালবাম ‘সাদা কালো’। গত শুক্রবার ব্যান্ড লালন নামের ইউটিউব চ্যানেলে পেয়েছে বাউলস অব বেঙ্গলের প্রথম গান ‘একটা বদ হাওয়া’।
গত এপ্রিলে ড্রামার থিন হান মং তিতি ব্যান্ড লালন ছেড়ে দিলে থমকে যায় দলের কার্যক্রম। লালনের দলনেতাও ছিলেন তিনি। কয়েক মাস পর ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিতি দলে ফিরলে আবার কাজ শুরু করে ব্যান্ডটি। লালন শাহর একটা বদ হাওয়া দিয়েই নতুন করে কার্যক্রম শুরু হয় লালনের।
একটা বদ হাওয়া ছাড়া ফকির লালন শাহর আরও তিনটি গান রয়েছে বাউলস অব বেঙ্গল অ্যালবামে। অন্য তিনটি গান হলো—‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। এর মধ্যে ‘অধর চাঁদ’ গানে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এ ছাড়া শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ ও বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ গান তিনটি রয়েছে অ্যালবামে। গানগুলোর সংগীত আয়োজন করেছেন থিন হান মং তিতি, গেয়েছেন নিগার সুলতানা সুমি।
নতুন অ্যালবাম নিয়ে তিতি বলেন, ‘অ্যালবামটি নিজেদের শিকড়ের প্রতি দায়বদ্ধতা ও আত্মসন্তুষ্টির জন্যই তৈরি করা হয়েছে। আমাদের বাউল ইতিহাস ৬০০ বছরের বেশি পুরোনো, এর ওপরই আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে। সেই শিকড়ের কাছে আমরা ফিরতে চেয়েছি।’
লালন ব্যান্ডের লাইনআপে আছেন নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে