জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়কে যানজটমুক্ত করতে এগিয়ে এসেছে পৌর কর্তৃপক্ষ। সে জন্য শেখেরভিটা এলাকায় অটো রিকশার স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন নির্ধারিত স্থান থেকে সিএনজিতে উঠতে হবে যাত্রীদের। শহরে যত্রতত্র দেখা যাবে না সিএনজি। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড তৈরির এই উদ্যোগ নেন।
জানা গেছে, পৌর শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড়ের দুই পাশে যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীসহ ৪টি উপজেলা থেকে জামালপুর জেলা শহরে আসা সাধারণ মানুষকে। দীর্ঘ সময় যানজটে অতিষ্ঠ হয়ে ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগের শিকার হতে হয় তাদেরকে।
এলাকার প্রভাবশালী একটি চক্র শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে আসছিল।
বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রহস্যজনক কারণে বার বার পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার মোড়ে স্ট্যান্ড সরানো পদক্ষেপ কোনোভাবেই বাস্তবায়ন করা যায়নি। এতে সবচেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের।
জামালপুর শহরের পাঁচটি সংযোগ সড়কের মোড়ে সিএনজি স্ট্যান্ড থাকায় প্রতিটি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। যার ফলে এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।
জামালপুর পৌরসভা জনদুর্ভোগ নিরসনে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে সিএনজি স্ট্যান্ড সরানোর উদ্যোগ নেওয়ায় যানজট থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। এ ছাড়া সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা যানজট মুক্ত হবে।
শহরের নয়াপাড়া এলাকার সাল্লাউদ্দিন বলেন, গত ১০-১২ বছর ধরে এই এলাকাটিতে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড গরমে আটকে থাকতে হয় তাদেরকে। এর আগে পাঁচ রাস্তার মোড়কে যানজট নিরসনে প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।
মোড়ের চারপাশে সিএনজি স্ট্যান্ড বসিয়ে জন সাধারণের চলাচলে দুর্ভোগ তৈরি করা হয়েছিল। এখান থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ পৌর কর্তৃপক্ষের একটি দৃষ্টান্ত স্থাপন বলে মনে করছেন। আশেক মাহমুদ কলেজের ছাত্র আলী নূর বলেন, আমরা কলেজে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতাম। এখন অনেক সুবিধা হবে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘ দিন পর পৌরসভার মেয়রের পাঁচরাস্তার মোড় থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। শহরের এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে চলাচল করা যেত না। রোগী নিয়ে এই সড়ক ব্যবহার করলেই মহাবিপদে পড়তে হয়েছে। জেলার ৪টি উপজেলার মানুষের শহরে প্রবেশে মুখ এই মোড়। এখানে একটি মহলের ছত্রচ্ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি করা হয়েছিল। এ নিয়ে জেলার সর্বোচ্চ ফোরামে দাবি করা হলেও কোনো কাজ হয়নি।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার নাগরিক সুবিধা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শুধু পাঁচরাস্তার মোড় নয় শহরের কয়েকটি স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ড আমার নজরে এসেছে।
এদের কারণে শহরে যানজটে নাকাল হতে হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার মোড়ে মোড়ে সব স্ট্যান্ড সরিয়ে দেওয়া হবে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি স্ট্যান্ডে অবস্থান করবে এবং বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। কোনোভাবেই সিএনজি শহরে আসতে পারবে না। পৌরবাসী এবং শহরে আসা সাধারণ মানুষ এখন যানজট থেকে অনেকটা মুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়কে যানজটমুক্ত করতে এগিয়ে এসেছে পৌর কর্তৃপক্ষ। সে জন্য শেখেরভিটা এলাকায় অটো রিকশার স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন নির্ধারিত স্থান থেকে সিএনজিতে উঠতে হবে যাত্রীদের। শহরে যত্রতত্র দেখা যাবে না সিএনজি। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড তৈরির এই উদ্যোগ নেন।
জানা গেছে, পৌর শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড়ের দুই পাশে যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীসহ ৪টি উপজেলা থেকে জামালপুর জেলা শহরে আসা সাধারণ মানুষকে। দীর্ঘ সময় যানজটে অতিষ্ঠ হয়ে ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগের শিকার হতে হয় তাদেরকে।
এলাকার প্রভাবশালী একটি চক্র শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে আসছিল।
বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রহস্যজনক কারণে বার বার পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার মোড়ে স্ট্যান্ড সরানো পদক্ষেপ কোনোভাবেই বাস্তবায়ন করা যায়নি। এতে সবচেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের।
জামালপুর শহরের পাঁচটি সংযোগ সড়কের মোড়ে সিএনজি স্ট্যান্ড থাকায় প্রতিটি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। যার ফলে এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।
জামালপুর পৌরসভা জনদুর্ভোগ নিরসনে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে সিএনজি স্ট্যান্ড সরানোর উদ্যোগ নেওয়ায় যানজট থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। এ ছাড়া সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা যানজট মুক্ত হবে।
শহরের নয়াপাড়া এলাকার সাল্লাউদ্দিন বলেন, গত ১০-১২ বছর ধরে এই এলাকাটিতে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড গরমে আটকে থাকতে হয় তাদেরকে। এর আগে পাঁচ রাস্তার মোড়কে যানজট নিরসনে প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।
মোড়ের চারপাশে সিএনজি স্ট্যান্ড বসিয়ে জন সাধারণের চলাচলে দুর্ভোগ তৈরি করা হয়েছিল। এখান থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ পৌর কর্তৃপক্ষের একটি দৃষ্টান্ত স্থাপন বলে মনে করছেন। আশেক মাহমুদ কলেজের ছাত্র আলী নূর বলেন, আমরা কলেজে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতাম। এখন অনেক সুবিধা হবে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘ দিন পর পৌরসভার মেয়রের পাঁচরাস্তার মোড় থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। শহরের এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে চলাচল করা যেত না। রোগী নিয়ে এই সড়ক ব্যবহার করলেই মহাবিপদে পড়তে হয়েছে। জেলার ৪টি উপজেলার মানুষের শহরে প্রবেশে মুখ এই মোড়। এখানে একটি মহলের ছত্রচ্ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি করা হয়েছিল। এ নিয়ে জেলার সর্বোচ্চ ফোরামে দাবি করা হলেও কোনো কাজ হয়নি।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার নাগরিক সুবিধা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শুধু পাঁচরাস্তার মোড় নয় শহরের কয়েকটি স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ড আমার নজরে এসেছে।
এদের কারণে শহরে যানজটে নাকাল হতে হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার মোড়ে মোড়ে সব স্ট্যান্ড সরিয়ে দেওয়া হবে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি স্ট্যান্ডে অবস্থান করবে এবং বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। কোনোভাবেই সিএনজি শহরে আসতে পারবে না। পৌরবাসী এবং শহরে আসা সাধারণ মানুষ এখন যানজট থেকে অনেকটা মুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে