তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে আগামীকাল বারুহাস ও মাধাইনগর—এ দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট। নির্বাচনী সব প্রচার শেষ হয় গতকাল শনিবার মধ্যরাতে। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী ও ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছেন। এদিকে দুই ইউপির ২০টি কেন্দ্রের মধ্যে ৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
উপজেলার বারুহাস ও মাধাইনগরে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৭৪ এবং সংরক্ষিত নারী আসনে ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, দুই ইউপিতে ২০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে বারুহাস ইউনিয়নে পাঁচটি কেন্দ্র পঁওতা, বস্তুল, মনোহরপুর, কুসুম্বী ও বিনসাড়া এবং মাধাইনগর ইউপিতে চারটি কাস্তা, গুড়মা, পেঙ্গুয়ারী ও ওয়াশীন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, এ দুই ইউপিতে সর্বত্রই রাস্তাঘাট, অলিতে-গলিতে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। হাটবাজারের চা-স্টল, দোকানপাট, এমনকি রাস্তার মোড়ে নির্বাচন নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভোটারদের মুখে এখন শুধুই ভোটের আলোচনা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। স্বাধীনভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কী না—এ নিয়ে তাঁরা শঙ্কায় আছেন। তবে তাঁদের দাবি সুষ্ঠু নির্বাচনের।
বারুহাস ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুর রাজ্জাক বিএসসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করেছি। নৌকা প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়েছেন। এ কারণে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায় ভোটাররা।’
অপর দিকে মাধাইনগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) মো. ছাইদুর রহমান বলেন, ‘এ ইউনিয়নে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনোভাবেই অনিয়ম করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে আগামীকাল বারুহাস ও মাধাইনগর—এ দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট। নির্বাচনী সব প্রচার শেষ হয় গতকাল শনিবার মধ্যরাতে। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী ও ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছেন। এদিকে দুই ইউপির ২০টি কেন্দ্রের মধ্যে ৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
উপজেলার বারুহাস ও মাধাইনগরে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৭৪ এবং সংরক্ষিত নারী আসনে ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, দুই ইউপিতে ২০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে বারুহাস ইউনিয়নে পাঁচটি কেন্দ্র পঁওতা, বস্তুল, মনোহরপুর, কুসুম্বী ও বিনসাড়া এবং মাধাইনগর ইউপিতে চারটি কাস্তা, গুড়মা, পেঙ্গুয়ারী ও ওয়াশীন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, এ দুই ইউপিতে সর্বত্রই রাস্তাঘাট, অলিতে-গলিতে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। হাটবাজারের চা-স্টল, দোকানপাট, এমনকি রাস্তার মোড়ে নির্বাচন নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভোটারদের মুখে এখন শুধুই ভোটের আলোচনা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। স্বাধীনভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কী না—এ নিয়ে তাঁরা শঙ্কায় আছেন। তবে তাঁদের দাবি সুষ্ঠু নির্বাচনের।
বারুহাস ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুর রাজ্জাক বিএসসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করেছি। নৌকা প্রার্থীর সমর্থকেরা আমার সমর্থকদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়েছেন। এ কারণে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চায় ভোটাররা।’
অপর দিকে মাধাইনগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) মো. ছাইদুর রহমান বলেন, ‘এ ইউনিয়নে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনোভাবেই অনিয়ম করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে