স্বপ্না রেজা
ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির তিন দিনের প্রাক্বিবাহ অনুষ্ঠান, অনুষ্ঠানের খরচ এবং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে মূলধারার মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে বেশ সক্রিয় ও তৎপর হতে দেখা গেল। ঘুম হারাম করা এই তৎপরতা ভারতের চেয়ে যেন বাংলাদেশে একটু বেশি মনে হলো। ভারতের এই ব্যবসায়ী তাঁর ছেলের প্রাক্বিবাহ অনুষ্ঠানে কী পরিমাণ টাকা খরচ করলেন, সেই টাকা দিয়ে কত মানুষের কত কী উপকার হতো, আর এত্তো এত্তো অতিথির আমন্ত্রণ জানানোর দরকারই বা ছিল কী, গোটা বলিউডকে তুলে এনে যেন শিল্পীদের আম্বানির পরিবারের চাকর বানিয়ে ছেড়েছে, শিল্পীরা কে কী পেলেন নেচেগেয়ে, আবার শিল্পীরাই বা কে কী দিলেন এমন নানান ধরনের সংবাদ পরিবেশন ও বিশ্লেষণে সব ধরনের মিডিয়া সরব হয়ে উঠল। শুধু তা-ই নয়, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বিল গেটস ও মার্ক জাকারবার্গের আগমনও সমালোচনার ঝুলিতে জায়গা পেয়েছে। জায়গা পেয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকেই। এতে সমালোচনাকারীদের চক্ষু স্থির, কী সাংঘাতিক বিষয়! এসব আলোচনার সূত্র ধরে নীতা আম্বানির একটা নেকলেস কোন কোন দেশের জিডিপি থেকে বেশি, সেটাও উঠে এসেছে।
একজন মুকেশ আম্বানির অনেক সম্পদ, ধনদৌলত, অর্থবিত্ত আছে। তিনি বিশ্বসেরা একজন ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, যেটা বিশ্বের কমবেশি সবাই জানে। তার সম্পদ লুকিয়ে রাখা, গোপন করার কখনো কোনো প্রয়োজন পড়ে না। ব্যবসায়ী বাবা মুকেশ আম্বানি সেসব থেকে তাঁর ছেলে অনন্ত আম্বানির বিয়েতে কিংবা অন্য কোনো কাজে খরচ করবেন, তাতে কার কী? কারও তো কোনো কিছু এসে যাওয়ার কথা নয় এ বিষয়ে, তাই না? বাবা তো তাঁর ছেলের বিয়েতেই খরচ করছেন। অন্যের টাকা ছিনিয়ে নিয়ে কিংবা চুরি করে তো করছেন না। আবার বারো শ কোটি টাকা খরচ করবেন, নাকি বারো হাজার কোটি টাকা খরচ করবেন, কিংবা মাত্র বারো হাজার টাকা খরচ করে ছেলের বিয়ে দেবেন অথবা কোনো অর্থই ব্যয় করবেন না—এটা সম্পূর্ণ মুকেশ আম্বানির ইচ্ছা, সক্ষমতা ও সামর্থ্যের বিষয়। ভারতের একজন ব্যবসায়ীর ছেলের বিয়ের বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার অতি অর্থহীন গল্পচারিতা, বাড়াবাড়ি ছিল দৃষ্টিকটু এবং সুস্থ সাংবাদিকতার বিপরীত। হতাশ হতে হয় বৈকি।
আইনের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, কোটি কোটি টাকার ঋণখেলাপি, কর ফাঁকি, উৎপাদিত দ্রব্যের গুণগতমান সুরক্ষিত না করে অবৈধভাবে টাকা কামাই করার মানসিকতা, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারসহ নানান ধরনের অপকর্মের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার কোটিপতি পয়দা হচ্ছে। কোটিপতির সংখ্যা বাড়ছে। অতিমারি করোনার সময়ও বিত্তবানদের বিত্ত বেড়েছে, অর্থসম্পদ বেড়েছে, অন্যদিকে একশ্রেণির মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং নিম্নবিত্ত থেকে দরিদ্র, অতিদরিদ্র হয়েছে। গবেষণা হলে এই ওঠানামার সঠিক চিত্র ও কারণ জানা সম্ভব হতো। মিডিয়াকে এসব বিষয়ে খুব একটা তৎপর হতে দেখা যায় না। তৎপর হলে এক অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে আম্বানির পরিবার সম্পর্কে যে পরিমাণ তথ্য জানা গেছে, তার অর্ধেক তথ্য জানা সম্ভব হতো বাংলাদেশের শীর্ষস্থানীয় বিত্তবান ও তাদের পরিবার সম্পর্কে। এটা তো বলাই যায় যে, আজ মুকেশ আম্বানি পরিবারের খবর সেইভাবে প্রচারে আধিক্য পাচ্ছে বলে তাঁর অর্থনৈতিক অবস্থাটা সাধারণ মানুষ বিস্ময়কর দৃষ্টিতে অনুধাবন করতে চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা কীভাবে তাঁদের সন্তানদের বিয়ে দেন বা দিচ্ছেন, কারা আমন্ত্রিত হন সেই সব অনুষ্ঠানে, কে কী উপহার দেন বা নাচগান করেন—এ বিষয়গুলো কিন্তু আসে না। একজন বলছিলেন, মিডিয়ার মালিকেরাই তো এ দেশের বড় বড় সাংবাদিক। আর প্রকৃত সাংবাদিকেরা হলেন তাদের হুকুম মানা কর্মচারী। তাঁর অভিমত, কোটিপতিদের তালিকা বিশ্লেষণ করলে ‘ব্যবসায়িক সাংবাদিক’দের সংখ্যা কম হবে না।
না, ভাবার কোনো অবকাশ নেই যে এই লেখা ভারতের মুকেশ আম্বানির গুণগান গাওয়ার জন্য লেখা। মোটেও তা নয়। এই লেখাটা এ দেশের জনগণকে অনধিকারচর্চা থেকে নিরুৎসাহিত করা এবং রাষ্ট্রের প্রতি মিডিয়ার দায় ও দায়িত্ব কেমন হওয়া দরকার, তার জবাব খোঁজা। আমাদের দেশের সাংবাদিকেরা কী কখনো এ দেশের কোনো গ্রুপ অব কোম্পানির মালিক তাঁর ছেলে বা মেয়ের বিয়েতে কত টাকা খরচ করেছেন, কারা কারা দাওয়াত পেয়েছেন, কারা নাচগান করেছেন ইত্যাদি বিষয়ে লাগাতার সংবাদ পরিবেশন করেছেন? কিংবা এক ব্যক্তি অগোচরে কীভাবে হাজার কোটির মালিক হয়ে যাচ্ছেন, কী ভয়াবহ অপরাধ করে যাচ্ছেন, আইন ভঙ্গ করে চলেছেন, তারও তো লাগাতার অনুসন্ধানী সংবাদ পরিবেশন নেই! কারণ সম্ভবত একটা, প্রায় সব কটি গ্রুপ অব কোম্পানির একটা করে সংবাদপত্র কিংবা চ্যানেল রয়েছে, যা নিজেদের কার্যকলাপকে রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে প্রস্তুত থাকে। বাজারে একটা কথার প্রচলন রয়েছে যে, সাংবাদিকদের অনেকেই পকেটজাত হন মোটা অর্থের বিনিময়ে। হোক সেটা ব্যক্তি-গোষ্ঠীর গুণগানে অথবা নিন্দা প্রচারে।
বিল গেটস বা মার্ক জাকারবার্গকে ছেলের বিয়ের অজুহাতে একজন মুকেশ আম্বানি ভারতে আনতে পেরেছেন, এতে কিন্তু ভারতবাসী গর্ববোধ করেছে। মোটেও বিরক্ত হয়নি। কেউ কেউ বলছেন, মিস্টার আম্বানির এটা একটা নেহাত বাণিজ্যিক আচরণ। নিশ্চয়ই এর আড়ালে বড় কোনো উদ্দেশ্য রয়েছে। বড়লোকের তো বড় উদ্দেশ্য থাকেই, তাই না? আর থাকলে আমাদের দেশের মানুষের সমস্যা কোথায়? উপরন্তু এখানকার মিডিয়া তো বড় ব্যবসায়ীদের বড় ও ভালো কোনো পরামর্শ দিতে পারেন, যেন এ দেশে বিল গেটস বা জাকারবার্গের মতো বিশ্বখ্যাত মানুষের আগমন ঘটতে পারে। আর তাতে বাণিজ্যের কোনো জানালা খোলার আভাস পাওয়া যেতে পারে।
মুকেশ আম্বানি গোটা বলিউড, ক্রিকেট খেলোয়াড়সহ প্রায় সব পেশার প্রতিষ্ঠিতজনদের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কেউ এমন কাজ কখনো করেছেন কি না বা করার মানসিকতা রাখেন কি না, কার পক্ষে জোর দিয়ে তা বলা সম্ভব? কারও কারও অভিমত, বাংলাদেশের ব্যবসায়ীরা স্থানীয় চলচ্চিত্রের সঙ্গে খুব একটা পরিচিত নন। তাঁদের পছন্দ ও আগ্রহের তালিকায় হয় হলিউড কিংবা বলিউড। বাংলাদেশের চলচ্চিত্র ও মঞ্চশিল্পী, চারুশিল্পী কিংবা ফুটবল ও ক্রিকেট খেলেয়াড়দের এ দেশের বড় বড় ব্যবসায়ীরা খুব একটা চেনেন না। চিনলেও তা হাতে গোনা। ভারতে একটা বিষয় লক্ষণীয়, দেশের স্বার্থে ও কল্যাণে ভারতের সব শ্রেণির মানুষ এক কাতারে শামিল হয়। রাজনৈতিক মতাদর্শে ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্নতা থাকলেও রাষ্ট্রের স্বার্থে এক হয়।
ভারত বা যেকোনো রাষ্ট্রের দেশপ্রেম, ভালো কিছু আমাদের মিডিয়া যতটা না কৌতূহল, উৎসাহ নিয়ে প্রচার করে, তার চেয়ে বেশি উৎসাহ ও কৌতূহল বোধ করে নেতিবাচক ও অর্থহীন সংবাদ পরিবেশনে। একজন মুকেশ আম্বানি শুধু নিজের দেশই নয়, বিশ্বকে আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন, তাঁর সামর্থ্য আকাশচুম্বী হয়েছে, তাঁর কৌশল ও কারণগুলো অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে আসুক মিডিয়ার বদৌলতে।
শেষ করছি অনন্ত আম্বানির কথা দিয়ে। তাঁর ৩ হাজার একরের বন ও হাতির পুনর্বাসন কেন্দ্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, সৃষ্টিকর্তা তাঁকে পশুসেবার সক্ষমতা ও সামর্থ্য দিয়েছেন।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির তিন দিনের প্রাক্বিবাহ অনুষ্ঠান, অনুষ্ঠানের খরচ এবং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে মূলধারার মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে বেশ সক্রিয় ও তৎপর হতে দেখা গেল। ঘুম হারাম করা এই তৎপরতা ভারতের চেয়ে যেন বাংলাদেশে একটু বেশি মনে হলো। ভারতের এই ব্যবসায়ী তাঁর ছেলের প্রাক্বিবাহ অনুষ্ঠানে কী পরিমাণ টাকা খরচ করলেন, সেই টাকা দিয়ে কত মানুষের কত কী উপকার হতো, আর এত্তো এত্তো অতিথির আমন্ত্রণ জানানোর দরকারই বা ছিল কী, গোটা বলিউডকে তুলে এনে যেন শিল্পীদের আম্বানির পরিবারের চাকর বানিয়ে ছেড়েছে, শিল্পীরা কে কী পেলেন নেচেগেয়ে, আবার শিল্পীরাই বা কে কী দিলেন এমন নানান ধরনের সংবাদ পরিবেশন ও বিশ্লেষণে সব ধরনের মিডিয়া সরব হয়ে উঠল। শুধু তা-ই নয়, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বিল গেটস ও মার্ক জাকারবার্গের আগমনও সমালোচনার ঝুলিতে জায়গা পেয়েছে। জায়গা পেয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকেই। এতে সমালোচনাকারীদের চক্ষু স্থির, কী সাংঘাতিক বিষয়! এসব আলোচনার সূত্র ধরে নীতা আম্বানির একটা নেকলেস কোন কোন দেশের জিডিপি থেকে বেশি, সেটাও উঠে এসেছে।
একজন মুকেশ আম্বানির অনেক সম্পদ, ধনদৌলত, অর্থবিত্ত আছে। তিনি বিশ্বসেরা একজন ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, যেটা বিশ্বের কমবেশি সবাই জানে। তার সম্পদ লুকিয়ে রাখা, গোপন করার কখনো কোনো প্রয়োজন পড়ে না। ব্যবসায়ী বাবা মুকেশ আম্বানি সেসব থেকে তাঁর ছেলে অনন্ত আম্বানির বিয়েতে কিংবা অন্য কোনো কাজে খরচ করবেন, তাতে কার কী? কারও তো কোনো কিছু এসে যাওয়ার কথা নয় এ বিষয়ে, তাই না? বাবা তো তাঁর ছেলের বিয়েতেই খরচ করছেন। অন্যের টাকা ছিনিয়ে নিয়ে কিংবা চুরি করে তো করছেন না। আবার বারো শ কোটি টাকা খরচ করবেন, নাকি বারো হাজার কোটি টাকা খরচ করবেন, কিংবা মাত্র বারো হাজার টাকা খরচ করে ছেলের বিয়ে দেবেন অথবা কোনো অর্থই ব্যয় করবেন না—এটা সম্পূর্ণ মুকেশ আম্বানির ইচ্ছা, সক্ষমতা ও সামর্থ্যের বিষয়। ভারতের একজন ব্যবসায়ীর ছেলের বিয়ের বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার অতি অর্থহীন গল্পচারিতা, বাড়াবাড়ি ছিল দৃষ্টিকটু এবং সুস্থ সাংবাদিকতার বিপরীত। হতাশ হতে হয় বৈকি।
আইনের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, কোটি কোটি টাকার ঋণখেলাপি, কর ফাঁকি, উৎপাদিত দ্রব্যের গুণগতমান সুরক্ষিত না করে অবৈধভাবে টাকা কামাই করার মানসিকতা, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারসহ নানান ধরনের অপকর্মের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার কোটিপতি পয়দা হচ্ছে। কোটিপতির সংখ্যা বাড়ছে। অতিমারি করোনার সময়ও বিত্তবানদের বিত্ত বেড়েছে, অর্থসম্পদ বেড়েছে, অন্যদিকে একশ্রেণির মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং নিম্নবিত্ত থেকে দরিদ্র, অতিদরিদ্র হয়েছে। গবেষণা হলে এই ওঠানামার সঠিক চিত্র ও কারণ জানা সম্ভব হতো। মিডিয়াকে এসব বিষয়ে খুব একটা তৎপর হতে দেখা যায় না। তৎপর হলে এক অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে আম্বানির পরিবার সম্পর্কে যে পরিমাণ তথ্য জানা গেছে, তার অর্ধেক তথ্য জানা সম্ভব হতো বাংলাদেশের শীর্ষস্থানীয় বিত্তবান ও তাদের পরিবার সম্পর্কে। এটা তো বলাই যায় যে, আজ মুকেশ আম্বানি পরিবারের খবর সেইভাবে প্রচারে আধিক্য পাচ্ছে বলে তাঁর অর্থনৈতিক অবস্থাটা সাধারণ মানুষ বিস্ময়কর দৃষ্টিতে অনুধাবন করতে চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা কীভাবে তাঁদের সন্তানদের বিয়ে দেন বা দিচ্ছেন, কারা আমন্ত্রিত হন সেই সব অনুষ্ঠানে, কে কী উপহার দেন বা নাচগান করেন—এ বিষয়গুলো কিন্তু আসে না। একজন বলছিলেন, মিডিয়ার মালিকেরাই তো এ দেশের বড় বড় সাংবাদিক। আর প্রকৃত সাংবাদিকেরা হলেন তাদের হুকুম মানা কর্মচারী। তাঁর অভিমত, কোটিপতিদের তালিকা বিশ্লেষণ করলে ‘ব্যবসায়িক সাংবাদিক’দের সংখ্যা কম হবে না।
না, ভাবার কোনো অবকাশ নেই যে এই লেখা ভারতের মুকেশ আম্বানির গুণগান গাওয়ার জন্য লেখা। মোটেও তা নয়। এই লেখাটা এ দেশের জনগণকে অনধিকারচর্চা থেকে নিরুৎসাহিত করা এবং রাষ্ট্রের প্রতি মিডিয়ার দায় ও দায়িত্ব কেমন হওয়া দরকার, তার জবাব খোঁজা। আমাদের দেশের সাংবাদিকেরা কী কখনো এ দেশের কোনো গ্রুপ অব কোম্পানির মালিক তাঁর ছেলে বা মেয়ের বিয়েতে কত টাকা খরচ করেছেন, কারা কারা দাওয়াত পেয়েছেন, কারা নাচগান করেছেন ইত্যাদি বিষয়ে লাগাতার সংবাদ পরিবেশন করেছেন? কিংবা এক ব্যক্তি অগোচরে কীভাবে হাজার কোটির মালিক হয়ে যাচ্ছেন, কী ভয়াবহ অপরাধ করে যাচ্ছেন, আইন ভঙ্গ করে চলেছেন, তারও তো লাগাতার অনুসন্ধানী সংবাদ পরিবেশন নেই! কারণ সম্ভবত একটা, প্রায় সব কটি গ্রুপ অব কোম্পানির একটা করে সংবাদপত্র কিংবা চ্যানেল রয়েছে, যা নিজেদের কার্যকলাপকে রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে প্রস্তুত থাকে। বাজারে একটা কথার প্রচলন রয়েছে যে, সাংবাদিকদের অনেকেই পকেটজাত হন মোটা অর্থের বিনিময়ে। হোক সেটা ব্যক্তি-গোষ্ঠীর গুণগানে অথবা নিন্দা প্রচারে।
বিল গেটস বা মার্ক জাকারবার্গকে ছেলের বিয়ের অজুহাতে একজন মুকেশ আম্বানি ভারতে আনতে পেরেছেন, এতে কিন্তু ভারতবাসী গর্ববোধ করেছে। মোটেও বিরক্ত হয়নি। কেউ কেউ বলছেন, মিস্টার আম্বানির এটা একটা নেহাত বাণিজ্যিক আচরণ। নিশ্চয়ই এর আড়ালে বড় কোনো উদ্দেশ্য রয়েছে। বড়লোকের তো বড় উদ্দেশ্য থাকেই, তাই না? আর থাকলে আমাদের দেশের মানুষের সমস্যা কোথায়? উপরন্তু এখানকার মিডিয়া তো বড় ব্যবসায়ীদের বড় ও ভালো কোনো পরামর্শ দিতে পারেন, যেন এ দেশে বিল গেটস বা জাকারবার্গের মতো বিশ্বখ্যাত মানুষের আগমন ঘটতে পারে। আর তাতে বাণিজ্যের কোনো জানালা খোলার আভাস পাওয়া যেতে পারে।
মুকেশ আম্বানি গোটা বলিউড, ক্রিকেট খেলোয়াড়সহ প্রায় সব পেশার প্রতিষ্ঠিতজনদের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কেউ এমন কাজ কখনো করেছেন কি না বা করার মানসিকতা রাখেন কি না, কার পক্ষে জোর দিয়ে তা বলা সম্ভব? কারও কারও অভিমত, বাংলাদেশের ব্যবসায়ীরা স্থানীয় চলচ্চিত্রের সঙ্গে খুব একটা পরিচিত নন। তাঁদের পছন্দ ও আগ্রহের তালিকায় হয় হলিউড কিংবা বলিউড। বাংলাদেশের চলচ্চিত্র ও মঞ্চশিল্পী, চারুশিল্পী কিংবা ফুটবল ও ক্রিকেট খেলেয়াড়দের এ দেশের বড় বড় ব্যবসায়ীরা খুব একটা চেনেন না। চিনলেও তা হাতে গোনা। ভারতে একটা বিষয় লক্ষণীয়, দেশের স্বার্থে ও কল্যাণে ভারতের সব শ্রেণির মানুষ এক কাতারে শামিল হয়। রাজনৈতিক মতাদর্শে ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্নতা থাকলেও রাষ্ট্রের স্বার্থে এক হয়।
ভারত বা যেকোনো রাষ্ট্রের দেশপ্রেম, ভালো কিছু আমাদের মিডিয়া যতটা না কৌতূহল, উৎসাহ নিয়ে প্রচার করে, তার চেয়ে বেশি উৎসাহ ও কৌতূহল বোধ করে নেতিবাচক ও অর্থহীন সংবাদ পরিবেশনে। একজন মুকেশ আম্বানি শুধু নিজের দেশই নয়, বিশ্বকে আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন, তাঁর সামর্থ্য আকাশচুম্বী হয়েছে, তাঁর কৌশল ও কারণগুলো অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে আসুক মিডিয়ার বদৌলতে।
শেষ করছি অনন্ত আম্বানির কথা দিয়ে। তাঁর ৩ হাজার একরের বন ও হাতির পুনর্বাসন কেন্দ্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, সৃষ্টিকর্তা তাঁকে পশুসেবার সক্ষমতা ও সামর্থ্য দিয়েছেন।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে