রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন থামছেই না। এসব ঘটনায় আইনের আশ্রয় নিয়ে বাদীপক্ষের পরিবার উল্টো বিপাকে পড়েছে। মামলা তুলে নিতে আসামিপক্ষ নানা হুমকি দিচ্ছে। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের সংখ্যা অনেক।
স্বামীর অ্যাসিড হামলার শিকার হন রাজশাহীর গোদাগাড়ীর একটি গ্রামের এক তরুণী (১৯)। তাঁর মা বলেন, ‘আমার মেয়ে গত বছরের ২ অক্টোবর জামাতার অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়। এখনো সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। আমরা টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছি না। এরই মধ্যে মামলা চালাতে গেলেও প্রতিদিন আদালতের বারান্দায় টাকা খরচ হচ্ছে। আবার মামলার আসামিরা কোর্টে এসে প্রকাশ্যেই আমার পরিবারকে হুমকি দিচ্ছে। ভয়ে আমরা ঠিকমতো বাড়িতেও থাকতে পারছি না। তাহলে আমরা এখন কোথায় যাব?’
গত ২১ জুলাই বাড়ির পাশে আমগাছে ঝুলছিল গোদাগাড়ীর কাঁকনহাট এলাকার গৃহবধূ ফাতেমা খাতুনের লাশ। তাঁর সারা শরীর কাদামাখা ছিল। কিন্তু পায়ের তালুতে কোনো কাদা ছিল না। ফাতেমার শিশুসন্তান সাক্ষী দিয়েছিল, তার মাকে হত্যা করে লাশ আমগাছে ঝুলিয়ে রাখে তার বাবা, দাদা ও চাচা। কিন্তু এ ঘটনার পর থানা-পুলিশ মামলা গ্রহণ করে আত্মহত্যা প্ররোচনার ঘটনায়। এ মামলার অন্যতম আসামি ফাতেমার স্বামী মোতালেব এখনো জেলহাজতে। কিন্তু তার পরিবারের সদস্যরা এখন মামলা তুলে নিতে মা-বোনদের নানাভাবে হুমকি দিচ্ছে।
ফাতেমার বোন সুলনেহার অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা যেন এ নিয়ে মুখ না খুলি, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ওই ঘটনায় হত্যা মামলা করতে চাই। আমার বোনের হত্যাকারীর বিচার চাই। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে এখন বাড়িতেই টেকা দায় হয়ে যাচ্ছে।’
এদিকে পুঠিয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীর এক নারীকে ধর্ষণের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা সুমনুজ্জামান সুমনের পরিবার থেকে ওই নারীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ বলেন, ‘মেয়েটি এখন খুব অসহায় হয়ে আছে। এমনকি তাঁর বাড়িতেও আশ্রয় হারিয়েছে। এখন মেয়েটি যাবে কোথায়?’ এ ছাড়া নগরীর লক্ষ্মীপুরে সম্প্রতি সাত বছরের এক শিশু নিপীড়নের শিকার হওয়ার কথা তুলে ধরে রাশেদ ইবনে ওবায়েদ বলেন, ‘এ ঘটনার আসামি একজন যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। এখন তার পরিবারের পক্ষ থেকে মামলাটি তুলে নিতে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম বিপাকে আছেন শিশুটির পরিবারের সদস্যরা।’
ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি চারটি সংস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক ও নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন।
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন থামছেই না। এসব ঘটনায় আইনের আশ্রয় নিয়ে বাদীপক্ষের পরিবার উল্টো বিপাকে পড়েছে। মামলা তুলে নিতে আসামিপক্ষ নানা হুমকি দিচ্ছে। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের সংখ্যা অনেক।
স্বামীর অ্যাসিড হামলার শিকার হন রাজশাহীর গোদাগাড়ীর একটি গ্রামের এক তরুণী (১৯)। তাঁর মা বলেন, ‘আমার মেয়ে গত বছরের ২ অক্টোবর জামাতার অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়। এখনো সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। আমরা টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছি না। এরই মধ্যে মামলা চালাতে গেলেও প্রতিদিন আদালতের বারান্দায় টাকা খরচ হচ্ছে। আবার মামলার আসামিরা কোর্টে এসে প্রকাশ্যেই আমার পরিবারকে হুমকি দিচ্ছে। ভয়ে আমরা ঠিকমতো বাড়িতেও থাকতে পারছি না। তাহলে আমরা এখন কোথায় যাব?’
গত ২১ জুলাই বাড়ির পাশে আমগাছে ঝুলছিল গোদাগাড়ীর কাঁকনহাট এলাকার গৃহবধূ ফাতেমা খাতুনের লাশ। তাঁর সারা শরীর কাদামাখা ছিল। কিন্তু পায়ের তালুতে কোনো কাদা ছিল না। ফাতেমার শিশুসন্তান সাক্ষী দিয়েছিল, তার মাকে হত্যা করে লাশ আমগাছে ঝুলিয়ে রাখে তার বাবা, দাদা ও চাচা। কিন্তু এ ঘটনার পর থানা-পুলিশ মামলা গ্রহণ করে আত্মহত্যা প্ররোচনার ঘটনায়। এ মামলার অন্যতম আসামি ফাতেমার স্বামী মোতালেব এখনো জেলহাজতে। কিন্তু তার পরিবারের সদস্যরা এখন মামলা তুলে নিতে মা-বোনদের নানাভাবে হুমকি দিচ্ছে।
ফাতেমার বোন সুলনেহার অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা যেন এ নিয়ে মুখ না খুলি, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ওই ঘটনায় হত্যা মামলা করতে চাই। আমার বোনের হত্যাকারীর বিচার চাই। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে এখন বাড়িতেই টেকা দায় হয়ে যাচ্ছে।’
এদিকে পুঠিয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীর এক নারীকে ধর্ষণের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা সুমনুজ্জামান সুমনের পরিবার থেকে ওই নারীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ বলেন, ‘মেয়েটি এখন খুব অসহায় হয়ে আছে। এমনকি তাঁর বাড়িতেও আশ্রয় হারিয়েছে। এখন মেয়েটি যাবে কোথায়?’ এ ছাড়া নগরীর লক্ষ্মীপুরে সম্প্রতি সাত বছরের এক শিশু নিপীড়নের শিকার হওয়ার কথা তুলে ধরে রাশেদ ইবনে ওবায়েদ বলেন, ‘এ ঘটনার আসামি একজন যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। এখন তার পরিবারের পক্ষ থেকে মামলাটি তুলে নিতে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে চরম বিপাকে আছেন শিশুটির পরিবারের সদস্যরা।’
ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি চারটি সংস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক ও নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে