নাঈমুল হাসান, টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জমিতে একটি স্কুলের পরিচালনা নিয়ে দ্বন্দ্বে বন্ধ রয়েছে পাঠদান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ফেরদৌসী বেগম নামে এক নারী। তিনি নিজেকে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক দাবি করেন। অন্যদিকে প্রতিপক্ষও তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।
জানা যায়, গাজীপুরা খরতৈইল শরিফ মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নে প্রায় বিশ বছর আগে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের সংগঠনকে একটি বিদেশি সংস্থা এক কোটি টাকা অনুদান দেয়। অনুদানের ৩৫ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় সংগঠনটি ৩৩ শতাংশ জমি ক্রয় করে। পরে ২০০৮ সালে ওই জমিতে গার্মেন্টস শ্রমিকদের ঝরে পড়া শিশুদের স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন তৎকালীন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌসী বেগম। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে ওই সংগঠনের টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম ও সাধারণ সম্পাদক হাসেম স্কুলটি দখল করে নিয়েছেন বলে অভিযোগ ফেরদৌসী বেগমের। স্কুলটির প্রধান ফটকে দোকান তুলে তাঁরা ভাড়া দিয়েছেন এবং শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেন। এ জটিলতায় প্রতিষ্ঠানটিতে আসেননি কোনো শিক্ষক। স্কুলটির পাঠদান বন্ধ থাকায় ১২৩ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তা মধ্যে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, স্কুলটি দখলের ঘটনা স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়েছে। সব স্কুল খুলে দিলেও আমাদের বাচ্চারা এখনো স্কুলে যেতে পারছে না। আর এ অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব নয়।
ফেরদৌসী বেগম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ও আমার আর্থিক সহায়তায় স্কুলটি পরিচালনা হতো। স্কুল খোলার আগেই তাসলিমা, সোলেমান খান ও হাসেম স্কুলটির জমি দখল করে দোকান ভাড়া দিয়েছে। শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে। আমাকে স্কুলে প্রবেশ করতে দিচ্ছে না।’
টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি। ফেরদৌসী বেগমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সম্পত্তিতে গড়ে ওঠা স্কুল পরিচালনার দায়িত্ব এখন আমাদের। আমরা স্কুল দখল করিনি। উল্টো ফেরদৌসী বেগম স্কুলটিতে থাকা ৬টি সেলাই মেশিন চুরি করেছেন। আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিল আমজাদ হোসেন বলেন, ‘এ বিষয়টি সমাধানের জন্য একাধিকবার সালিসের আয়োজন করা হয়।’
টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। জেনে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ বলেন, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।’
গাজীপুরের টঙ্গীতে সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জমিতে একটি স্কুলের পরিচালনা নিয়ে দ্বন্দ্বে বন্ধ রয়েছে পাঠদান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ফেরদৌসী বেগম নামে এক নারী। তিনি নিজেকে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক দাবি করেন। অন্যদিকে প্রতিপক্ষও তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।
জানা যায়, গাজীপুরা খরতৈইল শরিফ মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নে প্রায় বিশ বছর আগে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের সংগঠনকে একটি বিদেশি সংস্থা এক কোটি টাকা অনুদান দেয়। অনুদানের ৩৫ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় সংগঠনটি ৩৩ শতাংশ জমি ক্রয় করে। পরে ২০০৮ সালে ওই জমিতে গার্মেন্টস শ্রমিকদের ঝরে পড়া শিশুদের স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন তৎকালীন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌসী বেগম। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে ওই সংগঠনের টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম ও সাধারণ সম্পাদক হাসেম স্কুলটি দখল করে নিয়েছেন বলে অভিযোগ ফেরদৌসী বেগমের। স্কুলটির প্রধান ফটকে দোকান তুলে তাঁরা ভাড়া দিয়েছেন এবং শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেন। এ জটিলতায় প্রতিষ্ঠানটিতে আসেননি কোনো শিক্ষক। স্কুলটির পাঠদান বন্ধ থাকায় ১২৩ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তা মধ্যে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, স্কুলটি দখলের ঘটনা স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়েছে। সব স্কুল খুলে দিলেও আমাদের বাচ্চারা এখনো স্কুলে যেতে পারছে না। আর এ অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব নয়।
ফেরদৌসী বেগম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ও আমার আর্থিক সহায়তায় স্কুলটি পরিচালনা হতো। স্কুল খোলার আগেই তাসলিমা, সোলেমান খান ও হাসেম স্কুলটির জমি দখল করে দোকান ভাড়া দিয়েছে। শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে। আমাকে স্কুলে প্রবেশ করতে দিচ্ছে না।’
টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি। ফেরদৌসী বেগমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সম্পত্তিতে গড়ে ওঠা স্কুল পরিচালনার দায়িত্ব এখন আমাদের। আমরা স্কুল দখল করিনি। উল্টো ফেরদৌসী বেগম স্কুলটিতে থাকা ৬টি সেলাই মেশিন চুরি করেছেন। আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিল আমজাদ হোসেন বলেন, ‘এ বিষয়টি সমাধানের জন্য একাধিকবার সালিসের আয়োজন করা হয়।’
টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। জেনে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ বলেন, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে