বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মা ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন গ্রাম পুলিশ সদস্য জান্নাতুলসহ চারজন। গ্রেপ্তার অন্যরা হলেন জিয়াউল হক (৪০), দুলু মিয়া (৪৮) ও মহির হোসেন (৫০)। এ ঘটনায় অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গ্রেপ্তার-আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য বলে জানা গেছে।
এলাকার ইউপি সদস্য আকমল হোসেন বলেন, এজাহারে নাম ছিল না জিয়াউল হক ও মহির হোসেনের। তাঁদের ওই ঘটনায় গ্রেপ্তারের পর ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই। দিনের বেলায় কেউ কেউ গ্রামে এলেও অপরিচিত কাউকে দেখামাত্রই পালাচ্ছেন। পুলিশের ভয়ে অনেক নারীও রাতে বাড়িতে থাকছেন না এবং অনেকের বোরো ধান পেকে গেলেও তা কাটার জন্য জমিতে যেতে পারছেন না।
এদিকে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বদরগঞ্জ শহরে তাঁর ভাইয়ের বাসায় রেখে আসেন এবং পরে তিনি এলাকার ইউপি সদস্য আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ কারণে তাঁরাও ওই মামলায় ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে। তাই গ্রেপ্তার-আতঙ্কে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদও এলাকা ছেড়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। গতকাল সোমবার তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর দুপুরে তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।
ইউপি সচিব আশিকুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর থেকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসছেন না।’ তবে ইউপি সদস্য আকমল হোসেন এলাকায় রয়েছেন।
আশিকুর রহমান আরও বলেন, ‘মা-মেয়েকে নির্যাতনের দিন আমি এলাকায় ছিলাম না। পরে থানার এসআই মাহাবুবের নির্দেশে মেয়েটির বাড়িতে গিয়ে তাঁকে আপসের কথা বলেছিলাম। এতে দোষের কী।’
তবে এসআই মাহাবুব বলেন, ‘আমি ওই ইউপি সদস্যকে আপসের নির্দেশ দিইনি। যদি আমার নাম বলে থাকেন, তাহলে মিথ্যা বলেছেন সেই ইউপি সদস্য।’
গ্রামের গৃহবধূ ফরিদা বেগম বলেন, ‘মেয়েটিকে গাছে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি। অভিযুক্তদের কঠোর শাস্তি হোক, এটা আমরাও চাই। তবে অযথা যেন নিরীহ মানুষকে হয়রানি করা না হয়।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। যাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের ধরা হচ্ছে।’ তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনের নাম এজাহারে ছিল, শুধু মহিরের নাম ছিল না। কিন্তু মহির মেয়েটিকে নির্যাতন চালিয়েছিলেন, এমন তথ্যপ্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’
গ্রাম পুরুষশূন্যের বিষয়ে ওসি বলেন, যাঁরা গ্রাম ছেড়ে পালিয়েছেন, হয়তো তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। না হলে গ্রাম ছাড়ার কথা নয়। কারণ, ওই ঘটনায় গণগ্রেপ্তার করা হচ্ছে না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদের পরদিন ৪ মে সন্ধ্যায় উপজেলার ওই তরুণী ভ্যানে করে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। এলাকার চার যুবক ভ্যানের অপর এক যাত্রীসহ ওই তরুণীকে রাস্তা থেকে নামিয়ে নেন। এরপর তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তরুণী চিৎকার দিলে ওই চার যুবক তাঁকে চরিত্রহীন অপবাদ দিয়ে গ্রামের একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। সঙ্গে ভ্যানের অপরিচিত যাত্রীকেও বাঁধা হয়। পরে প্রচার চালানো হয়, ওই তরুণী এই ছেলের সঙ্গে দেহব্যবসার উদ্দেশ্যে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। এরপর মেয়েটির ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। মেয়েটিকে উদ্ধারে তাঁর মা এগিয়ে এলে তাঁকেও গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে ভ্যানচালক বাবা সেখানে গেলে তাঁকেও লাঠি দিয়ে পেটানো হয়। পরে গভীর রাতে তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ শহরে ভাইয়ের বাসায় রেখে আসেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী। ঘটনার পরদিন গ্রাম পুলিশের সদস্যসহ ১২ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ওই তরুণীর বাবা।
রংপুরের বদরগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মা ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন গ্রাম পুলিশ সদস্য জান্নাতুলসহ চারজন। গ্রেপ্তার অন্যরা হলেন জিয়াউল হক (৪০), দুলু মিয়া (৪৮) ও মহির হোসেন (৫০)। এ ঘটনায় অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গ্রেপ্তার-আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য বলে জানা গেছে।
এলাকার ইউপি সদস্য আকমল হোসেন বলেন, এজাহারে নাম ছিল না জিয়াউল হক ও মহির হোসেনের। তাঁদের ওই ঘটনায় গ্রেপ্তারের পর ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই। দিনের বেলায় কেউ কেউ গ্রামে এলেও অপরিচিত কাউকে দেখামাত্রই পালাচ্ছেন। পুলিশের ভয়ে অনেক নারীও রাতে বাড়িতে থাকছেন না এবং অনেকের বোরো ধান পেকে গেলেও তা কাটার জন্য জমিতে যেতে পারছেন না।
এদিকে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বদরগঞ্জ শহরে তাঁর ভাইয়ের বাসায় রেখে আসেন এবং পরে তিনি এলাকার ইউপি সদস্য আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ কারণে তাঁরাও ওই মামলায় ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে। তাই গ্রেপ্তার-আতঙ্কে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদও এলাকা ছেড়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। গতকাল সোমবার তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর দুপুরে তাঁর বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।
ইউপি সচিব আশিকুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর থেকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসছেন না।’ তবে ইউপি সদস্য আকমল হোসেন এলাকায় রয়েছেন।
আশিকুর রহমান আরও বলেন, ‘মা-মেয়েকে নির্যাতনের দিন আমি এলাকায় ছিলাম না। পরে থানার এসআই মাহাবুবের নির্দেশে মেয়েটির বাড়িতে গিয়ে তাঁকে আপসের কথা বলেছিলাম। এতে দোষের কী।’
তবে এসআই মাহাবুব বলেন, ‘আমি ওই ইউপি সদস্যকে আপসের নির্দেশ দিইনি। যদি আমার নাম বলে থাকেন, তাহলে মিথ্যা বলেছেন সেই ইউপি সদস্য।’
গ্রামের গৃহবধূ ফরিদা বেগম বলেন, ‘মেয়েটিকে গাছে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি। অভিযুক্তদের কঠোর শাস্তি হোক, এটা আমরাও চাই। তবে অযথা যেন নিরীহ মানুষকে হয়রানি করা না হয়।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। যাঁরা নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের ধরা হচ্ছে।’ তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনের নাম এজাহারে ছিল, শুধু মহিরের নাম ছিল না। কিন্তু মহির মেয়েটিকে নির্যাতন চালিয়েছিলেন, এমন তথ্যপ্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’
গ্রাম পুরুষশূন্যের বিষয়ে ওসি বলেন, যাঁরা গ্রাম ছেড়ে পালিয়েছেন, হয়তো তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। না হলে গ্রাম ছাড়ার কথা নয়। কারণ, ওই ঘটনায় গণগ্রেপ্তার করা হচ্ছে না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদের পরদিন ৪ মে সন্ধ্যায় উপজেলার ওই তরুণী ভ্যানে করে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। এলাকার চার যুবক ভ্যানের অপর এক যাত্রীসহ ওই তরুণীকে রাস্তা থেকে নামিয়ে নেন। এরপর তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তরুণী চিৎকার দিলে ওই চার যুবক তাঁকে চরিত্রহীন অপবাদ দিয়ে গ্রামের একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। সঙ্গে ভ্যানের অপরিচিত যাত্রীকেও বাঁধা হয়। পরে প্রচার চালানো হয়, ওই তরুণী এই ছেলের সঙ্গে দেহব্যবসার উদ্দেশ্যে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। এরপর মেয়েটির ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। মেয়েটিকে উদ্ধারে তাঁর মা এগিয়ে এলে তাঁকেও গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে ভ্যানচালক বাবা সেখানে গেলে তাঁকেও লাঠি দিয়ে পেটানো হয়। পরে গভীর রাতে তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ শহরে ভাইয়ের বাসায় রেখে আসেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী। ঘটনার পরদিন গ্রাম পুলিশের সদস্যসহ ১২ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ওই তরুণীর বাবা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে