বিনোদন ডেস্ক
২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪ তম আসর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুই বছর পর যেন প্রাণ ফিরে পাচ্ছে এই আসর। অধীর আগ্রহে আছেন সিনেমাপ্রেমী প্রতিটি মানুষ। এবারের অস্কারে আলোচিত সিনেমাগুলোর বেশিরভাগই এসেছে বইয়ের পাতা কিংবা সমসাময়িক জীবন থেকে।
থমাস স্যাভেজের উপন্যাস এগিয়ে
সেরা সিনেমা, সেরা পরিচালক, অভিনেতা, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এ বছর সবচেয়ে আলোচিত এই সিনেমাটি মার্কিন লেখক থমাস স্যাভেজের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরী। উপন্যাসটি ১৯৬৭ সালে প্রথম প্রকাশিত হয়। পারিবারিক নির্যাতন, পেশি শক্তির প্রদর্শন, রোমাঞ্চকর দ্বন্দ্ব স্থান পেয়েছে এই উপন্যাসে, যার অনেকটাই ফুটে উঠেছে সিনেমায়। দীর্ঘ এক যুগ পর নির্মাতা জেন কাম্পিওন ফিরেছেন এই সিনেমার মাধ্যমে, আগের যেকোন সিনেমার চেয়ে সমালোচকেরা এই সিনেমাটিকে একটু এগিয়েই রাখছেন। বেনেডিক্ট কাম্বারব্যাচের দুর্দান্ত অভিনয় সিনেমাটির অন্যতম প্রাণ।
হারুকি মুরাকামির গল্প থেকে
বিদেশি ভাষায় এই বছর অস্কার দৌড়ে সবচেয়ে এগিয়ে ‘ড্রাইভ মাই কার’। রিয়ুসুকে হামাগুচি পরিচালিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালকসহ মোট ৪টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে। জাপানি লেখক হারুকি মুরাকামির গল্পগ্রন্থ ‘মেন উইদাউট উইমেন’-এর একটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। তবে পুরোপুরি মুরাকামির গল্পের এডাপশন নয়, গল্পের স্বাধীন এডাপশন বলা যেতে পারে। জাপানি এই লেখকের গল্পে এর আগে ‘বার্নিং’- এর মতো বহুল প্রশংসিত সিনেমা নির্মাণ হয়েছে।
এশীয়দের আছে ‘লুনানা’
প্রথম দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে অস্কারে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে পায়ো দর্জি পরিচালিত ভুটানের সিনেমা ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সিনেমার মতো বাস্তবেই আছে প্রত্যন্ত এক গ্রাম লুনানা, যেখানে পৌছুয়নি বিদ্যুতের আলো। সিনেমার কলাকুশীলব সবাই সেই গ্রামেরই বাসিন্দা, লাইট-ক্যামেরা-অ্যাকশনের মানে তারা জানেন না। তাদের অভিনয়ে তাই কেবল অভিনয়ই নয়, পাওয়া যায় এক সত্য জীবনের গল্প। পরিচালক পায়ো দর্জি সোলার ব্যাটারি দিয়ে শুটিং করে সিনেমাটি বানিয়েছেন। ‘লুনানা’য় রূপকের আড়ালে মুহুর্তে মুহুর্তে এসেছে দারুণ সব প্রসঙ্গ। এসেছে বৈশ্বিক উষ্ণতার প্রসঙ্গ কিংবা শিক্ষাব্যবস্থার হতশ্রী দশা নিয়ে মৃদু পরিহাসও।
রোমিও-জুলিয়েট থেকে অনুপ্রাণিত
‘ওয়েস্ট সাইড স্টোরি’ ষাটের দশকের জনপ্রিয় মিউজিক্যাল সিনেমা। সেই সিনেমাটিই একই নামে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন পরিচালক স্টিফেন স্পিলবার্গ। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র গল্প মূলত রোমিও-জুলিয়েটের। মিউজিক্যাল সিনেমা হলেও অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমার মত বিশাল আয়োজনে তৈরি হয়েছে সিনেমাটি। কলাকুশলীদের অক্লান্ত শ্রম, টিমওয়ার্ক, দক্ষ অভিনয়- সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা।
পরিবেশ নিয়ে নতুন করে ভাবাবে ‘ডোন্ট লুক আপ’
একদিন সকালে ঘুম ভেঙ্গে শুনতে পেলেন- আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কী করবেন আপনি? ‘ডোন্ট লুক আপ’ এর গল্প এমনই এক টালমাটাল সময়ের। সিনেমাটিকে কমেডি, সাইফাই, ফিকশন.. অনেককিছুই বলা হচ্ছে। কিন্তু আদতে এটি পুরোপুরি পলিটিক্যাল থ্রিলার। একটা সংবাদ কিভাবে রাজনীতির মোড়কে পরিবেশিত হয় মানুষের কাছে, কিভাবে রাজনীতি যা খাওয়ায়, সেটাই সোনামুখ করে মানুষ খেয়ে নেয়, সোশ্যাল মিডিয়া কিভাবে ভেতরে ভেতরে অন্তঃসারশূন্য করে দিচ্ছে মানুষকে সেসব নিয়েই এই সিনেমা। হলিউড থেকে হোয়াইট হাউজ- কটাক্ষের হাত থেকে বাদ পড়েনি কিছুই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছে জলবায়ু পরিবর্তন। পরিবেশ রক্ষা, কার্বন নিঃসরণ, গাছ লাগানো, নদী রক্ষা করা, পরিবেশ আন্দোলন-এসব নিয়ে নতুন করে ভাবাবে এই সিনেমা।
পর্দায় উইলিয়াম সিস্টারসের বাবা
ক্যালিফোর্নিয়া, কম্পটনের টেনিস কোটে এক বাবা চেঁচিয়ে যাচ্ছেন। উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তাঁর দুই কন্যাকে। তখন তিনি বাবা নন, একজন কোচ। সবকিছু উপেক্ষা করে লক্ষ্য একটাই কীভাবে দুই মেয়েকে দেশ ও বিশ্বে প্রতিষ্ঠিত করা যায় টেনিস খেলোয়ার হিসেবে। উইলিয়ামস্ সিস্টারস- এর বাবা রিচার্ড উইলিয়ামসের বায়োপিক ‘কিং রিচার্ড’ সিনেমা। রিচার্ডের পরিশ্রমের ফসল টেনিস কোটের বিশ্ব ইতিহাসে দুই রত্ন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়াম আজ লাখো মেয়ের অনুপ্রেরণা। এই সিনেমায় অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেতার শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন উইল স্মিথ। সিনেমায় আমেরিকার বর্ণবাদের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে ভেনাস ও সেরেনা কীভাবে সংকীর্ণতার প্রাচীর ভেঙে এগিয়ে গেলেন সেই গল্প। বায়োপিকে উইলিয়ামস বোনদের নিয়ে তাদের বাবা রিচার্ড উইলিয়ামসের চেষ্টা, একাগ্রতার প্রতিটি দুর্দান্ত ঘটনা আসলে জীবন যুদ্ধ জয়ের ইতিহাস। এই সিনেমায় মূলত জীবন সংগ্রামে হাল না ছাড়ার বার্তাই তুলে ধরা হয়েছে।
ফ্রাঙ্ক হারবার্টের উপন্যাসে ‘ডুন’
গত দুই বছরে ডুন নিয়ে যত জল্পনা-কল্পনা হয়েছে, অন্য কোনো সিনেমা নিয়ে তা হয়নি। ফ্র্যাঙ্ক হারবার্টের সায়েন্স ফিকশন উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। বলা হতো এ গল্প থেকে সিনেমা তৈরি করা সম্ভব না। ১৯৮৪ সালে ডেভিড লিঞ্চ সিনেমা নির্মাণ করেছিলেন কিন্ত তা ব্যবসা সফল হয়নি। তবে দেনি ভিলেনোভের সিনেমাটি সে ধারণাকে ভুল প্রমাণ করেছে। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ডুন’ সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ভিজুয়াল ও সাউন্ড ইফেক্টের কারণে। সিনেমাটি টেকনিক্যাল ক্যাটাগরির প্রতিটি ক্যাটাগরিসহ অস্কারের ১০টি শাখায় মনোনয়ন পেয়েছে। প্রডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, কস্টিউম, এডিটিং, মেকআপ ও হেয়ার স্টাইলিং, সাউন্ড, ভিজুয়াল ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড স্কোর; এ আট শাখায় অস্কার জয়ের সম্ভাবনা রয়েছে ‘ডুন’-এর। জিতে গেলে ১৯৭২ সালের ‘ক্যাবারে’ সিনেমার রেকর্ড স্পর্শ করবে।
২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪ তম আসর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুই বছর পর যেন প্রাণ ফিরে পাচ্ছে এই আসর। অধীর আগ্রহে আছেন সিনেমাপ্রেমী প্রতিটি মানুষ। এবারের অস্কারে আলোচিত সিনেমাগুলোর বেশিরভাগই এসেছে বইয়ের পাতা কিংবা সমসাময়িক জীবন থেকে।
থমাস স্যাভেজের উপন্যাস এগিয়ে
সেরা সিনেমা, সেরা পরিচালক, অভিনেতা, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এ বছর সবচেয়ে আলোচিত এই সিনেমাটি মার্কিন লেখক থমাস স্যাভেজের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরী। উপন্যাসটি ১৯৬৭ সালে প্রথম প্রকাশিত হয়। পারিবারিক নির্যাতন, পেশি শক্তির প্রদর্শন, রোমাঞ্চকর দ্বন্দ্ব স্থান পেয়েছে এই উপন্যাসে, যার অনেকটাই ফুটে উঠেছে সিনেমায়। দীর্ঘ এক যুগ পর নির্মাতা জেন কাম্পিওন ফিরেছেন এই সিনেমার মাধ্যমে, আগের যেকোন সিনেমার চেয়ে সমালোচকেরা এই সিনেমাটিকে একটু এগিয়েই রাখছেন। বেনেডিক্ট কাম্বারব্যাচের দুর্দান্ত অভিনয় সিনেমাটির অন্যতম প্রাণ।
হারুকি মুরাকামির গল্প থেকে
বিদেশি ভাষায় এই বছর অস্কার দৌড়ে সবচেয়ে এগিয়ে ‘ড্রাইভ মাই কার’। রিয়ুসুকে হামাগুচি পরিচালিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালকসহ মোট ৪টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে। জাপানি লেখক হারুকি মুরাকামির গল্পগ্রন্থ ‘মেন উইদাউট উইমেন’-এর একটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। তবে পুরোপুরি মুরাকামির গল্পের এডাপশন নয়, গল্পের স্বাধীন এডাপশন বলা যেতে পারে। জাপানি এই লেখকের গল্পে এর আগে ‘বার্নিং’- এর মতো বহুল প্রশংসিত সিনেমা নির্মাণ হয়েছে।
এশীয়দের আছে ‘লুনানা’
প্রথম দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে অস্কারে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে পায়ো দর্জি পরিচালিত ভুটানের সিনেমা ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সিনেমার মতো বাস্তবেই আছে প্রত্যন্ত এক গ্রাম লুনানা, যেখানে পৌছুয়নি বিদ্যুতের আলো। সিনেমার কলাকুশীলব সবাই সেই গ্রামেরই বাসিন্দা, লাইট-ক্যামেরা-অ্যাকশনের মানে তারা জানেন না। তাদের অভিনয়ে তাই কেবল অভিনয়ই নয়, পাওয়া যায় এক সত্য জীবনের গল্প। পরিচালক পায়ো দর্জি সোলার ব্যাটারি দিয়ে শুটিং করে সিনেমাটি বানিয়েছেন। ‘লুনানা’য় রূপকের আড়ালে মুহুর্তে মুহুর্তে এসেছে দারুণ সব প্রসঙ্গ। এসেছে বৈশ্বিক উষ্ণতার প্রসঙ্গ কিংবা শিক্ষাব্যবস্থার হতশ্রী দশা নিয়ে মৃদু পরিহাসও।
রোমিও-জুলিয়েট থেকে অনুপ্রাণিত
‘ওয়েস্ট সাইড স্টোরি’ ষাটের দশকের জনপ্রিয় মিউজিক্যাল সিনেমা। সেই সিনেমাটিই একই নামে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন পরিচালক স্টিফেন স্পিলবার্গ। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র গল্প মূলত রোমিও-জুলিয়েটের। মিউজিক্যাল সিনেমা হলেও অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমার মত বিশাল আয়োজনে তৈরি হয়েছে সিনেমাটি। কলাকুশলীদের অক্লান্ত শ্রম, টিমওয়ার্ক, দক্ষ অভিনয়- সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা।
পরিবেশ নিয়ে নতুন করে ভাবাবে ‘ডোন্ট লুক আপ’
একদিন সকালে ঘুম ভেঙ্গে শুনতে পেলেন- আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কী করবেন আপনি? ‘ডোন্ট লুক আপ’ এর গল্প এমনই এক টালমাটাল সময়ের। সিনেমাটিকে কমেডি, সাইফাই, ফিকশন.. অনেককিছুই বলা হচ্ছে। কিন্তু আদতে এটি পুরোপুরি পলিটিক্যাল থ্রিলার। একটা সংবাদ কিভাবে রাজনীতির মোড়কে পরিবেশিত হয় মানুষের কাছে, কিভাবে রাজনীতি যা খাওয়ায়, সেটাই সোনামুখ করে মানুষ খেয়ে নেয়, সোশ্যাল মিডিয়া কিভাবে ভেতরে ভেতরে অন্তঃসারশূন্য করে দিচ্ছে মানুষকে সেসব নিয়েই এই সিনেমা। হলিউড থেকে হোয়াইট হাউজ- কটাক্ষের হাত থেকে বাদ পড়েনি কিছুই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছে জলবায়ু পরিবর্তন। পরিবেশ রক্ষা, কার্বন নিঃসরণ, গাছ লাগানো, নদী রক্ষা করা, পরিবেশ আন্দোলন-এসব নিয়ে নতুন করে ভাবাবে এই সিনেমা।
পর্দায় উইলিয়াম সিস্টারসের বাবা
ক্যালিফোর্নিয়া, কম্পটনের টেনিস কোটে এক বাবা চেঁচিয়ে যাচ্ছেন। উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তাঁর দুই কন্যাকে। তখন তিনি বাবা নন, একজন কোচ। সবকিছু উপেক্ষা করে লক্ষ্য একটাই কীভাবে দুই মেয়েকে দেশ ও বিশ্বে প্রতিষ্ঠিত করা যায় টেনিস খেলোয়ার হিসেবে। উইলিয়ামস্ সিস্টারস- এর বাবা রিচার্ড উইলিয়ামসের বায়োপিক ‘কিং রিচার্ড’ সিনেমা। রিচার্ডের পরিশ্রমের ফসল টেনিস কোটের বিশ্ব ইতিহাসে দুই রত্ন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়াম আজ লাখো মেয়ের অনুপ্রেরণা। এই সিনেমায় অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেতার শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন উইল স্মিথ। সিনেমায় আমেরিকার বর্ণবাদের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে ভেনাস ও সেরেনা কীভাবে সংকীর্ণতার প্রাচীর ভেঙে এগিয়ে গেলেন সেই গল্প। বায়োপিকে উইলিয়ামস বোনদের নিয়ে তাদের বাবা রিচার্ড উইলিয়ামসের চেষ্টা, একাগ্রতার প্রতিটি দুর্দান্ত ঘটনা আসলে জীবন যুদ্ধ জয়ের ইতিহাস। এই সিনেমায় মূলত জীবন সংগ্রামে হাল না ছাড়ার বার্তাই তুলে ধরা হয়েছে।
ফ্রাঙ্ক হারবার্টের উপন্যাসে ‘ডুন’
গত দুই বছরে ডুন নিয়ে যত জল্পনা-কল্পনা হয়েছে, অন্য কোনো সিনেমা নিয়ে তা হয়নি। ফ্র্যাঙ্ক হারবার্টের সায়েন্স ফিকশন উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। বলা হতো এ গল্প থেকে সিনেমা তৈরি করা সম্ভব না। ১৯৮৪ সালে ডেভিড লিঞ্চ সিনেমা নির্মাণ করেছিলেন কিন্ত তা ব্যবসা সফল হয়নি। তবে দেনি ভিলেনোভের সিনেমাটি সে ধারণাকে ভুল প্রমাণ করেছে। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ডুন’ সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ভিজুয়াল ও সাউন্ড ইফেক্টের কারণে। সিনেমাটি টেকনিক্যাল ক্যাটাগরির প্রতিটি ক্যাটাগরিসহ অস্কারের ১০টি শাখায় মনোনয়ন পেয়েছে। প্রডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, কস্টিউম, এডিটিং, মেকআপ ও হেয়ার স্টাইলিং, সাউন্ড, ভিজুয়াল ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড স্কোর; এ আট শাখায় অস্কার জয়ের সম্ভাবনা রয়েছে ‘ডুন’-এর। জিতে গেলে ১৯৭২ সালের ‘ক্যাবারে’ সিনেমার রেকর্ড স্পর্শ করবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে