আজকের পত্রিকা ডেস্ক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি বান্দরবান ও রাঙামাটিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শাপলা ঘুরে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কাটার পরে আলোচনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহসভাপতি কংজরী চৌধুরী, সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ।
দীঘিনালা সকাল ১০টার দিকে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মোনাজাত, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী কার্যালয় থেকে শুরু করে দীঘিনালার মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করে আবারও দলীয় অফিসে ফিরে আসে।
এ সময় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিজ সীমা দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, প্রচার সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল, মেরুং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম লাকী প্রমুখ।
রামগড় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টার দিকে রামগড় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর মেয়র ও পৌর আ. লীগের সভাপতি রফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুকসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মহালছড়ি সকাল ৮টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল এক শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, চিন্তা হরণ শর্মা, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানিকছড়ি মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিততে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ গৃহীত কর্মসূচি পালন করেন।
এ সময় দলের সিনিয়র সহসভাপতি মো. শফিকুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেয় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলীম উদ্দিন রুবেল প্রমুখ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি বান্দরবান ও রাঙামাটিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শাপলা ঘুরে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কাটার পরে আলোচনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহসভাপতি কংজরী চৌধুরী, সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ।
দীঘিনালা সকাল ১০টার দিকে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মোনাজাত, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী কার্যালয় থেকে শুরু করে দীঘিনালার মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করে আবারও দলীয় অফিসে ফিরে আসে।
এ সময় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিজ সীমা দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, প্রচার সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল, মেরুং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম লাকী প্রমুখ।
রামগড় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টার দিকে রামগড় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর মেয়র ও পৌর আ. লীগের সভাপতি রফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুকসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মহালছড়ি সকাল ৮টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল এক শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, চিন্তা হরণ শর্মা, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানিকছড়ি মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিততে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ গৃহীত কর্মসূচি পালন করেন।
এ সময় দলের সিনিয়র সহসভাপতি মো. শফিকুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেয় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলীম উদ্দিন রুবেল প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে