যৌথ সাইক্লিং অভিযান টিমের ভারতে প্রবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৮: ৩৬

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের যৌথ সাইক্লিং অভিযানের একটি দল ভারতে প্রবেশ করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষে আনুষ্ঠানিকভাবে তাঁরা ভারতে প্রবেশ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্য এবং ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের যৌথ সাইক্লিং দলটি পৌঁছালে ভারতের কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদীসহ সেনাবাহিনীর চৌকস দল তাঁদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।

এর আগে দর্শনা চেকপোস্টে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মহতাসিম হায়দার চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল ফরহাদ, লেফটেন্যান্ট কর্নেল সোহেল ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তার, ভারতীয় সেনাবাহিনী দলটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদী ও বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী।

জানা গেছে, ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে। গতকাল দর্শনা বন্দর দিয়ে ভারত প্রবেশ করে কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় যাবে দলটি। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। প্রতিবছর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং হয়। করোনা সংক্রমণের মধ্যে গত বছর বন্ধ ছিল।

সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মহতাসিম হায়দার চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যৌথ সাইক্লিং অভিযানের মাধ্যমে দুই দেশের সুসম্পর্ক দৃঢ় হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত