ঢাকার ইতিহাসের সঙ্গেই মিশে আছে ঐতিহাসিক চকবাজার শাহি মসজিদ। ১৬৭৬ সালে মসজিদটি নির্মাণ করেন মোগল সুবেদার নওয়াব শায়েস্তা খাঁ। ৩৪৬ বছরের ব্যবধানে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এর আদি গড়নে তিনটি গম্বুজ ও ছোট-বড় মিলিয়ে ১০টি মিনার ছিল। তবে বিভিন্ন সময়ে সংস্কারের ফলে বর্তমানে এর আদি রূপটি পুরোপুরি বজায় নেই। এই মসজিদই সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত প্রাচীনতম স্থাপনা। প্ল্যাটফর্মটির নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ আছে। এগুলোর মাথার ওপরে খিলান ছাদ রয়েছে, যার ওপরের অংশ অবশ্য সমান্তরাল।
ধারণা করা হয়, প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। মসজিদের ভেতরকার নকশা তিনটি বে-তে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুই পাশের বে ছিল আয়তাকার। তিন বে-র ওপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল, মাঝখানের গম্বুজ ছিল তুলনামূলক বড়। কেন্দ্রীয় মিহরাবটি অষ্টকোনাকৃতি, যা সংস্কারের পরও আগের মতোই আছে। মসজিদের মূল কাঠামো ছিল মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে। আদিতে এর দৈর্ঘ্য ছিল ৫০ ফুট, প্রস্থ ২৬ ফুট।
মূলত চকবাজার শাহি মসজিদকে কেন্দ্র করেই চকবাজারের যাত্রা শুরু হয়েছিল। পরে এই মসজিদ ঘিরে বাজার সম্প্রসারিত হয়। মোগল আমলে চক মসজিদই ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ। তখন মাইক ছিল না বলে মিনার থেকে আজান দেওয়া হতো। কাছাকাছি অন্যান্য মসজিদের মুয়াজ্জিনরা এই মসজিদের আজান শুনেই আজান দিতেন। মসজিদে একটি শিলালিপি রয়েছে। যেখানে মসজিদের ইতিহাস সম্পর্কে তথ্য আছে।
প্রাচীন-বর্তমানের মিশেলে চকবাজার শাহি মসজিদের স্থাপত্যশৈলীর নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। মসজিদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে একদিকে প্রাচীন কাঠামো ও পুরোনো দেয়াল যেমন চোখে পড়বে, তেমনি দৃষ্টিনন্দন অত্যাধুনিক আলোকসজ্জায় ঝলমল করবে চারদিক। মুসল্লিদের জন্য রয়েছে সুবিশাল অজুখানা।
বর্তমানে মসজিদে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। প্রশস্ত এই মসজিদের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য।
চকবাজারের কেন্দ্রস্থল চক সার্কুলার রোডে চকবাজার শাহি মসজিদের অবস্থান। স্থানীয় লোকজনের কাছে এটি ‘চক মসজিদ’ নামেও পরিচিত। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই এই মসজিদে নামাজ আদায় করতে এবং পরিদর্শন করতে আসেন। মসজিদের অবস্থান ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ায় খুব সহজেই এখানে আসা যায়। গুলিস্তান থেকে রিকশায় কিংবা লেগুনায় চকবাজারে আসা যায়। সুউচ্চ মিনার হওয়ায় দূর থেকেই মসজিদটি দেখা যায়। মসজিদকে কেন্দ্র করে চারদিকে গড়ে উঠেছে বড় বড় বিপণিবিতান।
কিংবদন্তির ঢাকা বইয়ে উল্লেখ আছে, নওয়াব শায়েস্তা খাঁ মসজিদের সামনে কিছু দোকান নির্মাণ করেছিলেন, যেন দোকানের আয় থেকে মসজিদ সুচারুরূপে পরিচালনা করা যায়। দুই ঈদ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মসজিদটি আলোকসজ্জায় সজ্জিত করা হতো। বড় বড় উৎসবে আগের দিনের নায়েব-নাজেমরা এখানে নামাজ আদায় করতেন।
মসজিদের দক্ষিণ দিকে সুফি হজরত মাওলানা কেরামত আলী জৌনপুরীর ছেলে মাওলানা হাফেজ আহমদ (রহ.)-এর মাজার রয়েছে। মাওলানা হাফেজ আহমদ পক্ষাঘাতগ্রস্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তিনি ইন্তেকাল করেন।
ঢাকার ইতিহাসের সঙ্গেই মিশে আছে ঐতিহাসিক চকবাজার শাহি মসজিদ। ১৬৭৬ সালে মসজিদটি নির্মাণ করেন মোগল সুবেদার নওয়াব শায়েস্তা খাঁ। ৩৪৬ বছরের ব্যবধানে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এর আদি গড়নে তিনটি গম্বুজ ও ছোট-বড় মিলিয়ে ১০টি মিনার ছিল। তবে বিভিন্ন সময়ে সংস্কারের ফলে বর্তমানে এর আদি রূপটি পুরোপুরি বজায় নেই। এই মসজিদই সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত প্রাচীনতম স্থাপনা। প্ল্যাটফর্মটির নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ আছে। এগুলোর মাথার ওপরে খিলান ছাদ রয়েছে, যার ওপরের অংশ অবশ্য সমান্তরাল।
ধারণা করা হয়, প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। মসজিদের ভেতরকার নকশা তিনটি বে-তে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুই পাশের বে ছিল আয়তাকার। তিন বে-র ওপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল, মাঝখানের গম্বুজ ছিল তুলনামূলক বড়। কেন্দ্রীয় মিহরাবটি অষ্টকোনাকৃতি, যা সংস্কারের পরও আগের মতোই আছে। মসজিদের মূল কাঠামো ছিল মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে। আদিতে এর দৈর্ঘ্য ছিল ৫০ ফুট, প্রস্থ ২৬ ফুট।
মূলত চকবাজার শাহি মসজিদকে কেন্দ্র করেই চকবাজারের যাত্রা শুরু হয়েছিল। পরে এই মসজিদ ঘিরে বাজার সম্প্রসারিত হয়। মোগল আমলে চক মসজিদই ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ। তখন মাইক ছিল না বলে মিনার থেকে আজান দেওয়া হতো। কাছাকাছি অন্যান্য মসজিদের মুয়াজ্জিনরা এই মসজিদের আজান শুনেই আজান দিতেন। মসজিদে একটি শিলালিপি রয়েছে। যেখানে মসজিদের ইতিহাস সম্পর্কে তথ্য আছে।
প্রাচীন-বর্তমানের মিশেলে চকবাজার শাহি মসজিদের স্থাপত্যশৈলীর নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। মসজিদের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে একদিকে প্রাচীন কাঠামো ও পুরোনো দেয়াল যেমন চোখে পড়বে, তেমনি দৃষ্টিনন্দন অত্যাধুনিক আলোকসজ্জায় ঝলমল করবে চারদিক। মুসল্লিদের জন্য রয়েছে সুবিশাল অজুখানা।
বর্তমানে মসজিদে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। প্রশস্ত এই মসজিদের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য।
চকবাজারের কেন্দ্রস্থল চক সার্কুলার রোডে চকবাজার শাহি মসজিদের অবস্থান। স্থানীয় লোকজনের কাছে এটি ‘চক মসজিদ’ নামেও পরিচিত। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই এই মসজিদে নামাজ আদায় করতে এবং পরিদর্শন করতে আসেন। মসজিদের অবস্থান ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ায় খুব সহজেই এখানে আসা যায়। গুলিস্তান থেকে রিকশায় কিংবা লেগুনায় চকবাজারে আসা যায়। সুউচ্চ মিনার হওয়ায় দূর থেকেই মসজিদটি দেখা যায়। মসজিদকে কেন্দ্র করে চারদিকে গড়ে উঠেছে বড় বড় বিপণিবিতান।
কিংবদন্তির ঢাকা বইয়ে উল্লেখ আছে, নওয়াব শায়েস্তা খাঁ মসজিদের সামনে কিছু দোকান নির্মাণ করেছিলেন, যেন দোকানের আয় থেকে মসজিদ সুচারুরূপে পরিচালনা করা যায়। দুই ঈদ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মসজিদটি আলোকসজ্জায় সজ্জিত করা হতো। বড় বড় উৎসবে আগের দিনের নায়েব-নাজেমরা এখানে নামাজ আদায় করতেন।
মসজিদের দক্ষিণ দিকে সুফি হজরত মাওলানা কেরামত আলী জৌনপুরীর ছেলে মাওলানা হাফেজ আহমদ (রহ.)-এর মাজার রয়েছে। মাওলানা হাফেজ আহমদ পক্ষাঘাতগ্রস্ত হলে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তিনি ইন্তেকাল করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে