অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্য দেখিয়ে দর্শকদের মাত করেছে মিশন ইম্পসিবল সিরিজের সিনেমাগুলো। দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নিজেই স্ট্যান্ট করেন টম ক্রুজ। সাধারণত এসব দৃশ্যের শুটিংয়ে স্ট্যান্টম্যান রাখা হয়। তবে টম ক্রুজ এমনটায় বিশ্বাসী নন।
বুর্জ খলিফা বেয়ে ওঠা
‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ (২০১১) সিনেমার সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যটির কথা নিশ্চয়ই মনে আছে। পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার গা বেয়ে উঠে যাচ্ছেন টম ক্রুজ। সম্বল শুধু দুটো গ্লাভস, যা ভবনের গায়ে আঠার মতো লেগে থাকে। কিছুক্ষণ পর একটা গ্লাভসের চার্জ শেষ হয়ে গেলে যে পরিস্থিতি হয়, তা গায়ে কাঁটা দেওয়ার মতো। শুটিংয়ে সত্যিই বুর্জ খলিফা বেয়ে উঠেছিলেন টম। সঙ্গে ছিল না কোনো স্ট্যান্টম্যান।
উড়োজাহাজে ঝুলে থাকা
রানওয়ে ধরে ছুটছে উড়োজাহাজ। সঙ্গে ছুটছেন টম ক্রুজ। লাফিয়ে পড়লেন চলন্ত উড়োজাহাজের ডানার ওপর। বেয়ে বেয়ে ওপরে উঠে পা পিছলে ঝুলে থাকলেন দরজা ধরে। উড়োজাহাজ তখন রানওয়ে থেকে খানিকটা ওপরে। ঘণ্টায় ১৪০ মাইল বেগে ছুটছে। ‘মিশন ইম্পসিবল: রুগ নেশন’ (২০১৫) সিনেমায় দৃশ্যটি এত বিশ্বাসযোগ্য হয়েছে কারণ বাস্তবেই চলন্ত উড়োজাহাজে ঝুলে শুটিং করেছিলেন টম ক্রুজ।
পানির নিচে ছয় মিনিট
একই সিনেমার আরেকটি দৃশ্যে টানা ছয় মিনিট পানির নিচে শুটিং করেছেন টম, কোনো অক্সিজেন সাপোর্ট ছাড়াই। দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকার রেকর্ড করেছিলেন টম। এ দৃশ্যের শুটিং করতে অনেক দিন প্রশিক্ষণ নিতে হয়েছিল তাঁকে। পরে, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এ রেকর্ডটি ভেঙেছেন কেট উইন্সলেট।
মোটরবাইকে বিস্ময়
`মিশন ইম্পসিবল: ফলআউট’ (২০১৮) সিনেমায় চার মিনিটের একটি চেজিং দৃশ্যে টম ক্রুজ প্যারিসের সরু রাস্তায় বাইক চালিয়ে যান। পেছনে পুলিশের বহর। কখনো উল্টো পথে, কখনো জ্যামের ভেতর দিয়ে এমন গতিতে বাইক চালিয়ে যান টম; যা সবাইকে অবাক করে। এ দৃশ্যেও টম নিজেই বাইক চালিয়েছেন।
শূন্য থেকে লাফ
ফল আউট সিনেমার আরেকটি দৃশ্যে উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়তে দেখা যায় টম ক্রুজকে। উড়োজাহাজটি তখন ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট ওপরে। এমন উচ্চতা থেকে কারও সাহায্য ছাড়াই প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন টম। এ দৃশ্যের শুটিংয়ের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছিল হেলমেট ও জীবনরক্ষাকারী সামগ্রী।
খালি হাতে পাহাড়ে
খালি হাতে খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়ার মতো কাজটি করে দেখিয়েছেন টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল ২’ (২০০০) সিনেমার শুরুতেই দেখা যায় এ দৃশ্য। এমন কঠিন শুটিংয়েও স্ট্যান্টম্যান নেননি টম। যদিও সেফটি কেব্ল ছিল, তবুও এমন ভয়ংকর স্ট্যান্ট করার সাহস টম ক্রুজ ছাড়া আর কে দেখাতে পারেন!
চলন্ত ট্রেনে ঝুলে থাকা
অনেক সিনেমায়ই ট্রেনে অ্যাকশন দৃশ্য আছে। তবে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এর ট্রেনের দৃশ্যটি শতগুণ বেশি ভয়ংকর। দ্রুতগতির একটি ট্রেনের বাইরে ঝুলে শুটিং করেছেন টম ক্রুজ। এমন শ্বাসরুদ্ধকর স্ট্যান্ট যখন করেছেন টম, তখন তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি।
পাহাড় থেকে লাফ
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’ সিনেমার একটি দৃশ্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। পাহাড়ের ওপর থেকে বাইক নিয়ে লাফিয়ে পড়ার দৃশ্য। অনেকে ভাবতে পারেন, দৃশ্যটি গ্রাফিকসের সাহায্যে করা। কিন্তু তা নয়, সত্যিই পাহাড়ের ওপর থেকে বাইক নিয়ে লাফ দিয়েছেন টম ক্রুজ। নরওয়ের একটি পাহাড়ের ওপর করা এ দৃশ্যের জন্য দীর্ঘদিন রিহার্সাল করেছেন টম।
হেলিকপ্টারে অ্যাকশন
মিশন ইম্পসিবল: ফল আউটের একটি দৃশ্যে হেলিকপ্টার থেকে ঝুলে থাকা রশি বেয়ে টম উঠে যান। হাত ফসকে পড়েও যেতে বসেছিলেন। তারপর হেলিকপ্টারে ঢুকে মাঝ আকাশে তুমুল অ্যাকশন, দুই পাহাড়ের ভেতর দিয়ে দক্ষ হাতে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া—এখনো ভোলেননি দর্শক।
অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্য দেখিয়ে দর্শকদের মাত করেছে মিশন ইম্পসিবল সিরিজের সিনেমাগুলো। দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নিজেই স্ট্যান্ট করেন টম ক্রুজ। সাধারণত এসব দৃশ্যের শুটিংয়ে স্ট্যান্টম্যান রাখা হয়। তবে টম ক্রুজ এমনটায় বিশ্বাসী নন।
বুর্জ খলিফা বেয়ে ওঠা
‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ (২০১১) সিনেমার সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যটির কথা নিশ্চয়ই মনে আছে। পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার গা বেয়ে উঠে যাচ্ছেন টম ক্রুজ। সম্বল শুধু দুটো গ্লাভস, যা ভবনের গায়ে আঠার মতো লেগে থাকে। কিছুক্ষণ পর একটা গ্লাভসের চার্জ শেষ হয়ে গেলে যে পরিস্থিতি হয়, তা গায়ে কাঁটা দেওয়ার মতো। শুটিংয়ে সত্যিই বুর্জ খলিফা বেয়ে উঠেছিলেন টম। সঙ্গে ছিল না কোনো স্ট্যান্টম্যান।
উড়োজাহাজে ঝুলে থাকা
রানওয়ে ধরে ছুটছে উড়োজাহাজ। সঙ্গে ছুটছেন টম ক্রুজ। লাফিয়ে পড়লেন চলন্ত উড়োজাহাজের ডানার ওপর। বেয়ে বেয়ে ওপরে উঠে পা পিছলে ঝুলে থাকলেন দরজা ধরে। উড়োজাহাজ তখন রানওয়ে থেকে খানিকটা ওপরে। ঘণ্টায় ১৪০ মাইল বেগে ছুটছে। ‘মিশন ইম্পসিবল: রুগ নেশন’ (২০১৫) সিনেমায় দৃশ্যটি এত বিশ্বাসযোগ্য হয়েছে কারণ বাস্তবেই চলন্ত উড়োজাহাজে ঝুলে শুটিং করেছিলেন টম ক্রুজ।
পানির নিচে ছয় মিনিট
একই সিনেমার আরেকটি দৃশ্যে টানা ছয় মিনিট পানির নিচে শুটিং করেছেন টম, কোনো অক্সিজেন সাপোর্ট ছাড়াই। দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকার রেকর্ড করেছিলেন টম। এ দৃশ্যের শুটিং করতে অনেক দিন প্রশিক্ষণ নিতে হয়েছিল তাঁকে। পরে, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এ রেকর্ডটি ভেঙেছেন কেট উইন্সলেট।
মোটরবাইকে বিস্ময়
`মিশন ইম্পসিবল: ফলআউট’ (২০১৮) সিনেমায় চার মিনিটের একটি চেজিং দৃশ্যে টম ক্রুজ প্যারিসের সরু রাস্তায় বাইক চালিয়ে যান। পেছনে পুলিশের বহর। কখনো উল্টো পথে, কখনো জ্যামের ভেতর দিয়ে এমন গতিতে বাইক চালিয়ে যান টম; যা সবাইকে অবাক করে। এ দৃশ্যেও টম নিজেই বাইক চালিয়েছেন।
শূন্য থেকে লাফ
ফল আউট সিনেমার আরেকটি দৃশ্যে উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়তে দেখা যায় টম ক্রুজকে। উড়োজাহাজটি তখন ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট ওপরে। এমন উচ্চতা থেকে কারও সাহায্য ছাড়াই প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন টম। এ দৃশ্যের শুটিংয়ের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছিল হেলমেট ও জীবনরক্ষাকারী সামগ্রী।
খালি হাতে পাহাড়ে
খালি হাতে খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়ার মতো কাজটি করে দেখিয়েছেন টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল ২’ (২০০০) সিনেমার শুরুতেই দেখা যায় এ দৃশ্য। এমন কঠিন শুটিংয়েও স্ট্যান্টম্যান নেননি টম। যদিও সেফটি কেব্ল ছিল, তবুও এমন ভয়ংকর স্ট্যান্ট করার সাহস টম ক্রুজ ছাড়া আর কে দেখাতে পারেন!
চলন্ত ট্রেনে ঝুলে থাকা
অনেক সিনেমায়ই ট্রেনে অ্যাকশন দৃশ্য আছে। তবে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এর ট্রেনের দৃশ্যটি শতগুণ বেশি ভয়ংকর। দ্রুতগতির একটি ট্রেনের বাইরে ঝুলে শুটিং করেছেন টম ক্রুজ। এমন শ্বাসরুদ্ধকর স্ট্যান্ট যখন করেছেন টম, তখন তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি।
পাহাড় থেকে লাফ
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’ সিনেমার একটি দৃশ্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। পাহাড়ের ওপর থেকে বাইক নিয়ে লাফিয়ে পড়ার দৃশ্য। অনেকে ভাবতে পারেন, দৃশ্যটি গ্রাফিকসের সাহায্যে করা। কিন্তু তা নয়, সত্যিই পাহাড়ের ওপর থেকে বাইক নিয়ে লাফ দিয়েছেন টম ক্রুজ। নরওয়ের একটি পাহাড়ের ওপর করা এ দৃশ্যের জন্য দীর্ঘদিন রিহার্সাল করেছেন টম।
হেলিকপ্টারে অ্যাকশন
মিশন ইম্পসিবল: ফল আউটের একটি দৃশ্যে হেলিকপ্টার থেকে ঝুলে থাকা রশি বেয়ে টম উঠে যান। হাত ফসকে পড়েও যেতে বসেছিলেন। তারপর হেলিকপ্টারে ঢুকে মাঝ আকাশে তুমুল অ্যাকশন, দুই পাহাড়ের ভেতর দিয়ে দক্ষ হাতে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া—এখনো ভোলেননি দর্শক।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে