নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনামুল হক বিজয়ের সামনে জাতীয় দলের দরজা বন্ধ ছিল তিন বছর। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ মৌসুমে রেকর্ড ১১৩৮ রান গড়ে জাতীয় দলে আবারও সুযোগ পেয়েছেন বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এই জিম্বাবুয়ে—ছয়টি আন্তর্জাতিক ম্যাচে ৭ ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি বিজয়।
বিজয়ের মতো ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া আরেক টপঅর্ডার ব্যাটার মুনিম শাহরিয়ার এরই মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেললেও সাফল্যের মুখ এখনো দেখেননি।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটিং। অভিজ্ঞ তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার পর ওপেনিংয়ে বেশ কয়েকজনকে দিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। ফল? এখনো পর্যন্ত ইয়া বড় শূন্য। ব্যর্থতার এই তালিকায় আছেন মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাইফ হাসান। সবাই এখন দলের বাইরে। তাঁদের জায়গায় টপ অর্ডারে আসা মুনিম-বিজয়রাও এখন নিজেদের ছায়া হয়ে আছেন। দুজনই যেন সৌম্য-নাঈমদের পথই অনুসরণ করে চলেছেন!
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাত বছর পর এক রকম চমকই দেখিয়ে টি-টোয়েন্টি একাদশে ফিরেছিলেন বিজয়। ঘরোয়া টুর্নামেন্টে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে সুযোগ মেলে তাঁর ২০ ওভারের সংস্করণে। উইন্ডিজে তিন টি-টোয়েন্টিতে করেছিলেন ২৯ রান। গতকাল পর্যন্ত জিম্বাবুয়েতে দুই ম্যাচে করলেন ২৬ ও ১৬ রান। ওয়ানডে মেজাজেই খেলে যাচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট। এমন পারফরম্যান্সের পর বিজয় না আবার যুক্তি দেখিয়ে বসেন, ‘ঘরোয়া টুর্নামেন্টে ওয়ানডেতে ভালো করেছি। কিন্তু জাতীয় দলে সুযোগ পেলাম টি-টোয়েন্টিতে। তাই এমন হচ্ছে!’
তবে বিজয় যে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, আগেও দেখা গেছে। ২০১৫ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ে পরে দলে ফিরতে সময় লাগে দুই বছরের বেশি সময়। ২০১৭-১৮ মৌসুমে জাতীয় লিগে ৬ ম্যাচে দুইটি ডাবল সেঞ্চুরিতে ৬১৯ রান করে জাতীয় দলে ফেরেন। যদিও সেই ফেরাটা রাঙাতে পারেননি এই ওপেনার। ৫০ ওভারের ক্রিকেটে ৮ ম্যাচে সুযোগ পেলেও সর্বোচ্চ স্কোর ছিল ৩৫, এর মধ্যে দুই ম্যাচে ফিরেছিলেন শূন্য রানে। তখনকার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০১৯ বিশ্বকাপের আগে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে একজন ভালো সঙ্গী খুঁজছিলেন। বিজয়ের ধারাবাহিক ব্যর্থতায় পরে তিনিও বেশ হতাশ হয়েছিলেন।
বিজয়ের তুলনা মুনিম তরুণ হলেও তিনিও যেন একই পথ অনুসরণ করছেন। ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণে আবাহনীর হয়ে গত বছর ভালো খেলেছিলেন। এরপর সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করে বেশ চমকে দিয়েছিলেন। নাঈমের ব্যর্থতার পর জাতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেলেও এখন পর্যন্ত বড় কোনো ইনিংসের দেখা মেলেনি তাঁর ব্যাটে। বড় ইনিংস দূরে থাক, এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটা ছক্কা মারতে পারেননি মুনিম। গতকাল পর্যন্ত ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.৮০ গড়ে করেছেন ৪৭ রান। বিপিএলে কয়েকটি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে আলোড়ন জাগালেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট গড় ৭২.৩৪।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজয়-মুনিমদের বাজিয়ে দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভালো কিছু না করতে পারলে দুজনের পরিণতি সৌম্য-নাঈমের মতো হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
এনামুল হক বিজয়ের সামনে জাতীয় দলের দরজা বন্ধ ছিল তিন বছর। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ মৌসুমে রেকর্ড ১১৩৮ রান গড়ে জাতীয় দলে আবারও সুযোগ পেয়েছেন বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এই জিম্বাবুয়ে—ছয়টি আন্তর্জাতিক ম্যাচে ৭ ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি বিজয়।
বিজয়ের মতো ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া আরেক টপঅর্ডার ব্যাটার মুনিম শাহরিয়ার এরই মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেললেও সাফল্যের মুখ এখনো দেখেননি।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটিং। অভিজ্ঞ তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার পর ওপেনিংয়ে বেশ কয়েকজনকে দিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। ফল? এখনো পর্যন্ত ইয়া বড় শূন্য। ব্যর্থতার এই তালিকায় আছেন মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাইফ হাসান। সবাই এখন দলের বাইরে। তাঁদের জায়গায় টপ অর্ডারে আসা মুনিম-বিজয়রাও এখন নিজেদের ছায়া হয়ে আছেন। দুজনই যেন সৌম্য-নাঈমদের পথই অনুসরণ করে চলেছেন!
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাত বছর পর এক রকম চমকই দেখিয়ে টি-টোয়েন্টি একাদশে ফিরেছিলেন বিজয়। ঘরোয়া টুর্নামেন্টে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে সুযোগ মেলে তাঁর ২০ ওভারের সংস্করণে। উইন্ডিজে তিন টি-টোয়েন্টিতে করেছিলেন ২৯ রান। গতকাল পর্যন্ত জিম্বাবুয়েতে দুই ম্যাচে করলেন ২৬ ও ১৬ রান। ওয়ানডে মেজাজেই খেলে যাচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট। এমন পারফরম্যান্সের পর বিজয় না আবার যুক্তি দেখিয়ে বসেন, ‘ঘরোয়া টুর্নামেন্টে ওয়ানডেতে ভালো করেছি। কিন্তু জাতীয় দলে সুযোগ পেলাম টি-টোয়েন্টিতে। তাই এমন হচ্ছে!’
তবে বিজয় যে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, আগেও দেখা গেছে। ২০১৫ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ে পরে দলে ফিরতে সময় লাগে দুই বছরের বেশি সময়। ২০১৭-১৮ মৌসুমে জাতীয় লিগে ৬ ম্যাচে দুইটি ডাবল সেঞ্চুরিতে ৬১৯ রান করে জাতীয় দলে ফেরেন। যদিও সেই ফেরাটা রাঙাতে পারেননি এই ওপেনার। ৫০ ওভারের ক্রিকেটে ৮ ম্যাচে সুযোগ পেলেও সর্বোচ্চ স্কোর ছিল ৩৫, এর মধ্যে দুই ম্যাচে ফিরেছিলেন শূন্য রানে। তখনকার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০১৯ বিশ্বকাপের আগে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে একজন ভালো সঙ্গী খুঁজছিলেন। বিজয়ের ধারাবাহিক ব্যর্থতায় পরে তিনিও বেশ হতাশ হয়েছিলেন।
বিজয়ের তুলনা মুনিম তরুণ হলেও তিনিও যেন একই পথ অনুসরণ করছেন। ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণে আবাহনীর হয়ে গত বছর ভালো খেলেছিলেন। এরপর সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করে বেশ চমকে দিয়েছিলেন। নাঈমের ব্যর্থতার পর জাতীয় দলে ওপেনার হিসেবে সুযোগ পেলেও এখন পর্যন্ত বড় কোনো ইনিংসের দেখা মেলেনি তাঁর ব্যাটে। বড় ইনিংস দূরে থাক, এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটা ছক্কা মারতে পারেননি মুনিম। গতকাল পর্যন্ত ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.৮০ গড়ে করেছেন ৪৭ রান। বিপিএলে কয়েকটি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে আলোড়ন জাগালেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট গড় ৭২.৩৪।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজয়-মুনিমদের বাজিয়ে দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভালো কিছু না করতে পারলে দুজনের পরিণতি সৌম্য-নাঈমের মতো হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে