বাগেরহাট ও ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহর ও বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার পৃথক অভিযানে এই তেল জব্দ করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরে একটি গুদামে মজুত করা ৪ হাজার লিটার বোতলজাত ও ৮০০ লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল গুদামজাত করার দায়ে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০ দিনের জন্য ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের শরীয়তুল্লাহ বাজার ও শোভারামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা তেল গায়ের দামে এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন ও জেলা স্যানিটারি পরিদর্শক বজলুর রশিদের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এলাকার বাসিন্দা কানাইলাল পোদ্দারের শরীয়তুল্লাহ বাজারে সুবল স্টোর নামে একটি মুদি দোকান আছে। শোভারামপুর এলাকার কালীপদ সাহার বাড়ি ভাড়া নিয়ে তিনি সেটি গুদাম হিসেবে ব্যবহার করতেন।
অভিযানে অংশ নেওয়া জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহরের শরীয়তুল্লাহ বাজার এলাকায় অবস্থিত সুবল স্টোরে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। তবে অভিযানে গিয়ে ওই দোকানটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, শহরের শোভারামপুর এলাকায় সুবল স্টোরের মালিক কানাইলাল পোদ্দারের গুদাম আছে। ওই গুদামে অভিযান চালিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
পরে মালিক কানাইলাল পোদ্দারকে ডেকে আনলে তিনি সয়াবিন তেল মজুত করার কথা স্বীকার করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর উপস্থিতিতে গুদাম খুলে এক লিটার, দুই লিটার, পাঁচ লিটার ও আট লিটার ওজনের বোতলজাত চার হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় পাঁচটি ব্যারেলে ৮০০ লিটার খোলা তেলও জব্দ করা হয়। পরে বোতলজাত তেল গায়ের মূল্যে এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানটি (সুবল স্টোর) ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বাগেরহাটের কচুয়ায় সয়াবিন তেল অবৈধ মজুতের দায়ে চৈতন্য দাস নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বাঁধাল বাজারের চৈতন্য স্টোরে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এই জরিমানা করা হয়। এ সময় জব্দ করা তেল ন্যায্যমূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।
তিনি বলেন, অবৈধভাবে তেল মজুতের দায়ে চৈতন্য স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই হাজার লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর শহর ও বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার পৃথক অভিযানে এই তেল জব্দ করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরে একটি গুদামে মজুত করা ৪ হাজার লিটার বোতলজাত ও ৮০০ লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল গুদামজাত করার দায়ে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০ দিনের জন্য ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের শরীয়তুল্লাহ বাজার ও শোভারামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা তেল গায়ের দামে এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন ও জেলা স্যানিটারি পরিদর্শক বজলুর রশিদের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এলাকার বাসিন্দা কানাইলাল পোদ্দারের শরীয়তুল্লাহ বাজারে সুবল স্টোর নামে একটি মুদি দোকান আছে। শোভারামপুর এলাকার কালীপদ সাহার বাড়ি ভাড়া নিয়ে তিনি সেটি গুদাম হিসেবে ব্যবহার করতেন।
অভিযানে অংশ নেওয়া জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহরের শরীয়তুল্লাহ বাজার এলাকায় অবস্থিত সুবল স্টোরে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। তবে অভিযানে গিয়ে ওই দোকানটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, শহরের শোভারামপুর এলাকায় সুবল স্টোরের মালিক কানাইলাল পোদ্দারের গুদাম আছে। ওই গুদামে অভিযান চালিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
পরে মালিক কানাইলাল পোদ্দারকে ডেকে আনলে তিনি সয়াবিন তেল মজুত করার কথা স্বীকার করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর উপস্থিতিতে গুদাম খুলে এক লিটার, দুই লিটার, পাঁচ লিটার ও আট লিটার ওজনের বোতলজাত চার হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় পাঁচটি ব্যারেলে ৮০০ লিটার খোলা তেলও জব্দ করা হয়। পরে বোতলজাত তেল গায়ের মূল্যে এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানটি (সুবল স্টোর) ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বাগেরহাটের কচুয়ায় সয়াবিন তেল অবৈধ মজুতের দায়ে চৈতন্য দাস নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বাঁধাল বাজারের চৈতন্য স্টোরে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এই জরিমানা করা হয়। এ সময় জব্দ করা তেল ন্যায্যমূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।
তিনি বলেন, অবৈধভাবে তেল মজুতের দায়ে চৈতন্য স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই হাজার লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে