সিলেট প্রতিনিধি
সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ী তেল মজুত করতে শুরু করেন। আগের দামে কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুত করে নতুন দামে বিক্রি করছিলেন তাঁরা।
এমন তথ্যের ভিত্তিতে নগরীর কাজীটুলা এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, গতকাল বুধবার বেলা দুইটার দিকে নগরীর কাজীটুলার হিলভিউ কনভেনশন হলের পাশের রাবেয়া খাতুন মা মনি এবং স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে মজুত করা সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৯ একটি দল। মজুত করা সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরা ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে বলে জানায় র্যাব ও ভোক্তা অধিকার।
প্রাথমিকভাবে র্যাব জানায়, এই দুটি বাসায় সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসাপ্রতিষ্ঠান কামাল ব্রাদার্সের মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুত করে রাখেন এবং আগের দামে কেনা সয়াবিন তেল নতুন দামে বিক্রি করতে থাকেন। গত মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় কামাল ব্রাদার্স দোকানটি তালাবন্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুতের বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল কাজীটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়।
তেল জব্দের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘আমরা খবর পেয়েছি কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এমন খবরে নগরজুড়ে অভিযান চালাচ্ছি। কাজীটুলার দুটি গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। জব্দ করা তেল আগের দামে বিক্রি করা হবে।’
সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ী তেল মজুত করতে শুরু করেন। আগের দামে কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুত করে নতুন দামে বিক্রি করছিলেন তাঁরা।
এমন তথ্যের ভিত্তিতে নগরীর কাজীটুলা এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, গতকাল বুধবার বেলা দুইটার দিকে নগরীর কাজীটুলার হিলভিউ কনভেনশন হলের পাশের রাবেয়া খাতুন মা মনি এবং স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে মজুত করা সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৯ একটি দল। মজুত করা সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরা ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে বলে জানায় র্যাব ও ভোক্তা অধিকার।
প্রাথমিকভাবে র্যাব জানায়, এই দুটি বাসায় সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসাপ্রতিষ্ঠান কামাল ব্রাদার্সের মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুত করে রাখেন এবং আগের দামে কেনা সয়াবিন তেল নতুন দামে বিক্রি করতে থাকেন। গত মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় কামাল ব্রাদার্স দোকানটি তালাবন্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুতের বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল কাজীটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়।
তেল জব্দের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘আমরা খবর পেয়েছি কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এমন খবরে নগরজুড়ে অভিযান চালাচ্ছি। কাজীটুলার দুটি গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। জব্দ করা তেল আগের দামে বিক্রি করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে