রুবায়েত হোসেন, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ময়ূর নদ। এ নদের পানি নিষ্কাশন খালটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন প্রভাবশালীরা।
সেখানে তৈরি করেছেন বিভিন্ন স্থাপনা। এর ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এ কারণে আসন্ন বর্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, গল্লামারী থেকে ময়ূর ব্রিজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ সড়কের কেসিসির লিনিয়ার পার্কসংলগ্ন ময়ূর নদের সংযোগ নিষ্কাশন খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সরেজমিন জানা যায়, খুপরি ঘর থেকে এখন নতুন পাকা স্থাপনা গড়ে উঠেছে সেখানে। বহুতল ভবন তৈরির চেষ্টাও করছে অবৈধ দখলদারেরা।
এদিকে খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা ও পরিবেশদূষণের শিকার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আসন্ন বর্ষা মৌসুমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোটা এলাকা জলাবদ্ধতার কারণে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ। ফলে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের লেকের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।
এতে পরিবেশও দূষিত হচ্ছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে, এই পানিতে কেউ পা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার লেকটির এ অংশের সংস্কারের উদ্যোগ নিলেও তীব্র দূষণে শ্রমিকেরা কাজ করতে পারছেন না বলে জানা যায়।
২০ বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে অবহিত করে এলেও চূড়ান্তভাবে এই অবৈধ দখল আজও মুক্ত হয়নি। শেষ দফায় দুই বছর আগে প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড গল্লামারী বাজারসংলগ্ন বিশ্ববিদ্যালয় এলাকা অবৈধ দখলমুক্ত করতে অভিযানের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত ওই স্থানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক বছর আগে কাঁচা-আধা পাকা ঘর থাকলেও এখন ওই খালের ওপর অবৈধভাবে স্থায়ী পাকা ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। সেখানকার দোকানিদের কাছে জিজ্ঞেস করলে তাঁরা জানান, শাহিন নামের এক ব্যক্তি এখানে একপাশে দোকানঘর নির্মাণ করেছেন। এ ছাড়া মো. জুয়েল ও সামাদ নামে আরও দুজন স্থাপনা নির্মাণ করেছেন। তাঁদের মধ্যে কে বা কারা খাস খালের ওপর অন্যান্য স্থাপনা নির্মাণ করেছেন, তাঁরা তা জানেন না।
খানবাহাদুর আহ্ছানউল্লা হলের একটি সূত্রে জানা যায়, ময়ূর নদের সংযোগ খালের নিষ্কাশন অংশ অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করায় হলের পাশের এই খালে পানি আর নিষ্কাশিত হচ্ছে না। ফলে মারাত্মকভাবে পানি দূষিত হয়ে পড়েছে। হল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো পথ খুঁজে পাচ্ছে না। অথচ ১৫-২০ বছর আগেও এ খাল দিয়ে বিশ্ববিদ্যালয়সহ
পুরো এলাকার বেশির ভাগ পানি নিষ্কাশিত হতো।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘পানি নিষ্কাশনের সমস্যাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের লেক বলে পরিচিত খালের পানি পূর্বপাশে ময়ূর নদে নিষ্কাশিত হতে না পারায় গোটা বিশ্ববিদ্যালয়ই বর্ষাকালে জলাবদ্ধতার হুমকির মুখে পড়েছে। কয়েক বছর ধরে অতিবৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অনেক অংশ জলাবদ্ধ হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই খালের ওপর অবৈধ স্থাপনা দখলমুক্ত করে জনস্বার্থে সেটি ময়ূর নদের সঙ্গে সংযোগ করে নিষ্কাশনে স্বাভাবিক অবস্থার সৃষ্টির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ময়ূর নদ। এ নদের পানি নিষ্কাশন খালটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন প্রভাবশালীরা।
সেখানে তৈরি করেছেন বিভিন্ন স্থাপনা। এর ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এ কারণে আসন্ন বর্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, গল্লামারী থেকে ময়ূর ব্রিজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ সড়কের কেসিসির লিনিয়ার পার্কসংলগ্ন ময়ূর নদের সংযোগ নিষ্কাশন খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সরেজমিন জানা যায়, খুপরি ঘর থেকে এখন নতুন পাকা স্থাপনা গড়ে উঠেছে সেখানে। বহুতল ভবন তৈরির চেষ্টাও করছে অবৈধ দখলদারেরা।
এদিকে খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতা ও পরিবেশদূষণের শিকার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আসন্ন বর্ষা মৌসুমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোটা এলাকা জলাবদ্ধতার কারণে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ। ফলে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের লেকের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।
এতে পরিবেশও দূষিত হচ্ছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে, এই পানিতে কেউ পা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার লেকটির এ অংশের সংস্কারের উদ্যোগ নিলেও তীব্র দূষণে শ্রমিকেরা কাজ করতে পারছেন না বলে জানা যায়।
২০ বছর ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে অবহিত করে এলেও চূড়ান্তভাবে এই অবৈধ দখল আজও মুক্ত হয়নি। শেষ দফায় দুই বছর আগে প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড গল্লামারী বাজারসংলগ্ন বিশ্ববিদ্যালয় এলাকা অবৈধ দখলমুক্ত করতে অভিযানের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত ওই স্থানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক বছর আগে কাঁচা-আধা পাকা ঘর থাকলেও এখন ওই খালের ওপর অবৈধভাবে স্থায়ী পাকা ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। সেখানকার দোকানিদের কাছে জিজ্ঞেস করলে তাঁরা জানান, শাহিন নামের এক ব্যক্তি এখানে একপাশে দোকানঘর নির্মাণ করেছেন। এ ছাড়া মো. জুয়েল ও সামাদ নামে আরও দুজন স্থাপনা নির্মাণ করেছেন। তাঁদের মধ্যে কে বা কারা খাস খালের ওপর অন্যান্য স্থাপনা নির্মাণ করেছেন, তাঁরা তা জানেন না।
খানবাহাদুর আহ্ছানউল্লা হলের একটি সূত্রে জানা যায়, ময়ূর নদের সংযোগ খালের নিষ্কাশন অংশ অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করায় হলের পাশের এই খালে পানি আর নিষ্কাশিত হচ্ছে না। ফলে মারাত্মকভাবে পানি দূষিত হয়ে পড়েছে। হল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো পথ খুঁজে পাচ্ছে না। অথচ ১৫-২০ বছর আগেও এ খাল দিয়ে বিশ্ববিদ্যালয়সহ
পুরো এলাকার বেশির ভাগ পানি নিষ্কাশিত হতো।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘পানি নিষ্কাশনের সমস্যাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের লেক বলে পরিচিত খালের পানি পূর্বপাশে ময়ূর নদে নিষ্কাশিত হতে না পারায় গোটা বিশ্ববিদ্যালয়ই বর্ষাকালে জলাবদ্ধতার হুমকির মুখে পড়েছে। কয়েক বছর ধরে অতিবৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অনেক অংশ জলাবদ্ধ হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই খালের ওপর অবৈধ স্থাপনা দখলমুক্ত করে জনস্বার্থে সেটি ময়ূর নদের সঙ্গে সংযোগ করে নিষ্কাশনে স্বাভাবিক অবস্থার সৃষ্টির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে