মো. ফরিদ রায়হান, ইটনা থেকে
সপ্তম ধাপে কিশোরগঞ্জের ইটনায় ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ। এসব ইউপির ৮৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৮৩টি কেন্দ্রের মধ্যে ১৬টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্র বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে সব ইউপিতে আজ নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে- জয়সিদ্ধি, ধনপুর, মৃগা, এলেংজুরী, চৌগাঙ্গা, বড়িবাড়ি, বাদলা, রায়টুটি ও ইটনা সদর।
৯ টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ এবং সাধারণ সদস্য পদে ২৭০ জনসহ ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নির্বাচন সামনে রেখে গতকলা রোববার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। উপজেলা কমপ্লেক্সে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের পক্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা মালামাল বুঝে নেন। এ ছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউপিগুলোর মধ্যে ইটনা সদরে ভোটার সংখ্যা ২১ হাজার ৪৯৪ জন। এ ছাড়া রায়টুটি ইউপিতে ১৮ হাজার ৫৮৪ জন, চৌগাঙ্গা ইউপিতে ১২ হাজার ৭৯৭ জন, বাদলা ইউপিতে ১৪ হাজার ৭৮৭ জন, মৃগা ইউপিতে ১৭ হাজার ৮১৫ জন, এলংজুরী ইউপিতে ১২ হাজার ১৬১ জন, ধনপুর ইউপিতে ৯ হাজার ৯১২ জন, বড়িবাড়ি ইউপিতে ৯ হাজার ৫৫৪ জন এবং জয়সিদ্ধি ইউপিতে ১৪ হাজার ৭১৬ জন ভোটার রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণে ৪ জন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে রয়েছেন ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ ছাড়া বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট ইউপি গুলাতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
৯টি ইউপির মধ্যে যে সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে সেগুলো- রায়টুটি ইউপিতে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাদলা ইউপিতে থানেশ্বর দাখিল মাদ্রাসা ও থানেশ্বর ইউনিয়ন পরিষদ ভবন। চৌগাঙ্গা ইউপিতে চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। বড়িবাড়ি ইউপিতে পাঁচ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এন সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলংজুরি ইউপিতে এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকটেংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জয়সিদ্ধি ইউপিতে করনশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোদিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ছাড়া মৃগা ইউপিতে লাইমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রজার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইটনা সদর ইউপিতে নুরপুর দেওয়ান বাড়ি হাফিজিয়া মাদ্রাসা।
তবে, ধনপুর ইউপিতে কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে না বলে জানা গেছে।
এলেংজুরী ইউপির ভোটার রাহেলা খাতুন বলেন, ‘হগলে (সকলে) যেমন সুন্দর ভাবে ক্যানভাস (প্রচারণা) করছে। এতে কোনো রকম ঝামেলা হয়নি। আল্লাহ আল্লাহ করে ভোটটা যেন শেষ হয়। সবচেয়ে ভালো যিনি তাকেই ভোট দেব।’
ইটনা সদর ইউনিয়নের তরুণ ভোটার কামরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ মানুষ ভোট দেবে যিনি যোগ্য, তিনিই নির্বাচিত হবেন। আমি জীবনের প্রথম ভোট দেব এটা আনন্দ লাগছে।’
ইটনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ম. কামরুল হাসান বলেন, রোববার সব কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি রয়েছে।
সপ্তম ধাপে কিশোরগঞ্জের ইটনায় ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আজ। এসব ইউপির ৮৩টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৮৩টি কেন্দ্রের মধ্যে ১৬টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্র বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
যে সব ইউপিতে আজ নির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে- জয়সিদ্ধি, ধনপুর, মৃগা, এলেংজুরী, চৌগাঙ্গা, বড়িবাড়ি, বাদলা, রায়টুটি ও ইটনা সদর।
৯ টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ এবং সাধারণ সদস্য পদে ২৭০ জনসহ ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নির্বাচন সামনে রেখে গতকলা রোববার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। উপজেলা কমপ্লেক্সে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের পক্ষে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা মালামাল বুঝে নেন। এ ছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউপিগুলোর মধ্যে ইটনা সদরে ভোটার সংখ্যা ২১ হাজার ৪৯৪ জন। এ ছাড়া রায়টুটি ইউপিতে ১৮ হাজার ৫৮৪ জন, চৌগাঙ্গা ইউপিতে ১২ হাজার ৭৯৭ জন, বাদলা ইউপিতে ১৪ হাজার ৭৮৭ জন, মৃগা ইউপিতে ১৭ হাজার ৮১৫ জন, এলংজুরী ইউপিতে ১২ হাজার ১৬১ জন, ধনপুর ইউপিতে ৯ হাজার ৯১২ জন, বড়িবাড়ি ইউপিতে ৯ হাজার ৫৫৪ জন এবং জয়সিদ্ধি ইউপিতে ১৪ হাজার ৭১৬ জন ভোটার রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণে ৪ জন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে রয়েছেন ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ ছাড়া বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট ইউপি গুলাতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
৯টি ইউপির মধ্যে যে সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে সেগুলো- রায়টুটি ইউপিতে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাদলা ইউপিতে থানেশ্বর দাখিল মাদ্রাসা ও থানেশ্বর ইউনিয়ন পরিষদ ভবন। চৌগাঙ্গা ইউপিতে চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। বড়িবাড়ি ইউপিতে পাঁচ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এন সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলংজুরি ইউপিতে এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকটেংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জয়সিদ্ধি ইউপিতে করনশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোদিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ছাড়া মৃগা ইউপিতে লাইমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রজার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইটনা সদর ইউপিতে নুরপুর দেওয়ান বাড়ি হাফিজিয়া মাদ্রাসা।
তবে, ধনপুর ইউপিতে কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে না বলে জানা গেছে।
এলেংজুরী ইউপির ভোটার রাহেলা খাতুন বলেন, ‘হগলে (সকলে) যেমন সুন্দর ভাবে ক্যানভাস (প্রচারণা) করছে। এতে কোনো রকম ঝামেলা হয়নি। আল্লাহ আল্লাহ করে ভোটটা যেন শেষ হয়। সবচেয়ে ভালো যিনি তাকেই ভোট দেব।’
ইটনা সদর ইউনিয়নের তরুণ ভোটার কামরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ মানুষ ভোট দেবে যিনি যোগ্য, তিনিই নির্বাচিত হবেন। আমি জীবনের প্রথম ভোট দেব এটা আনন্দ লাগছে।’
ইটনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ম. কামরুল হাসান বলেন, রোববার সব কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে