শিহাব আহমেদ
‘হোটেল রিলাক্স’ দিয়ে ওয়েব সিরিজে প্রথম কাজ করলেন। সিরিজটির গল্প কেমন?
হোটেল রিলাক্সের গল্প আর দশটি ওয়েব সিরিজের গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখেশুনেই কাজ করেছি ওয়েবে। শুটিং করার অভিজ্ঞতা খুব ভালো। পরিচালক কাজল আরেফিন অমি সিনেমার আবহেই শুটিং করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।
এতে আপনাকে কী ধরনের চরিত্রে দেখা যাবে?
ফার্স্টলুক দেখে বুঝতেই পারছেন, এতে আমাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। এটা মূলত একটা অতিথি চরিত্র। তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু বলা যাবে না। ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো বিষয়টি জানতে হলে।
‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেছেন। এটার শুটিং তো শেষ। কবে মুক্তি পাবে?
করোনাকালীন আমাদের সবার জীবনে নতুন অভিজ্ঞতা হয়েছে। তখন চারপাশের সবকিছু স্থবির হয়ে ছিল। সেই সময়কার পরিস্থিতি নিয়েই ‘আহারে জীবন’। পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এবারই প্রথম তাঁর পরিচালনায় কাজ করেছি। ফেরদৌস, মিশা সওদাগরসহ অনেকেই আছেন। শুটিং ও ডাবিং শেষ করেছি। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি, কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
হাতে থাকা অন্য সিনেমাগুলোর কী খবর?
‘গাঙচিল’ সিনেমার আমার অংশের কাজ শেষ করেছি। ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এ ছাড়া ‘জ্যাম’ সিনেমার ২০ শতাংশ শুটিং বাকি আছে। দুটি সিনেমাই পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
একসময়ে ঈদে নিয়মিত আপনার সিনেমা মুক্তি পেত। এ বিষয়টি এখন মিস করেন কি না?
মিস নয়, আফসোস করি। যখন প্রতি ঈদেই আমার সিনেমা রিলিজ হতো, সে সময়টা তো এখন আর নেই। তখন ঈদের সময় মান্না ভাই, রুবেল ভাই, আমিন খান, রিয়াজ, মৌসুমী আপু, শাবনুর আপুসহ অনেক তারকার সিনেমা রিলিজ হতো। ঈদ এলেই সবার মধ্যে উত্তেজনা কাজ করত। কার সিনেমা বেশি হল পাবে, কোনটা দর্শকপ্রিয় হবে—এসব নিয়ে সারা মাস আলোচনা চলত। ভালো কাজ করার প্রতিযোগিতা থাকত নিজেদের মধ্যে। সে তুলনায় এখন তো সিনেমাই রিলিজ হচ্ছে না। হলের সংখ্যাও একেবারে কমে এসেছে। ইন্ডাস্ট্রির সে সময়ের কথা মনে পড়লে খুব আফসোস হয়।
সিনেমা ইন্ডাস্ট্রি এখন নানা সংকটে জর্জরিত। এসব সংকট দূর করতে করণীয় কী?
আমি তো বিজ্ঞ মানুষ নই। সমাধান জানা থাকলে তো নিজেই কাজে নেমে পড়তাম। তবে আমার মনে হয়, আমাদের মিডিয়ার মানুষের মধ্যে সমন্বয়ের অনেক অভাব। মুখে মুখে সবাই একতার কথা বললেও বাস্তবতা একেবারেই ভিন্ন। কারও সঙ্গে কারও মিল নেই। এফডিসিকে সবাই মিলে একটা মানচিত্রের মতো বানিয়ে ফেলেছে। সংগঠনগুলো একে অপরের থেকে অনেক দূরে। মিডিয়া ও দর্শকদেরও দায় রয়েছে। আমার কাছে মনে হয়, সোশ্যাল মিডিয়ায় সিনেমা নিয়ে যারা কথা বলছে, তারা সিনেমা দেখেই না। যদি দেখত তাহলে এ রকম আজেবাজে কমেন্ট না করে গঠনমূলক সমালোচনা করত। যেকোনো কিছুকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। আমাদের মাঝে সেই একতার খুব অভাব।
এবার ঈদের পরিকল্পনা কী?
ঈদের সময় এগিয়ে এলে খুশি লাগে। সাথে সাথে রোজার মাস শেষ হয়ে যাওয়ার কারণে মন খারাপও হয়। এ সময়টাতে চেষ্টা করি ইবাদত-বন্দেগি করার, সবাইকে সাহায্য করার। ঈদ নিয়ে আলাদা তেমন পরিকল্পনা নেই। পরিবারের সবাইকে নিয়েই ঈদের আনন্দ উপভোগ করতে চাই।
‘হোটেল রিলাক্স’ দিয়ে ওয়েব সিরিজে প্রথম কাজ করলেন। সিরিজটির গল্প কেমন?
হোটেল রিলাক্সের গল্প আর দশটি ওয়েব সিরিজের গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখেশুনেই কাজ করেছি ওয়েবে। শুটিং করার অভিজ্ঞতা খুব ভালো। পরিচালক কাজল আরেফিন অমি সিনেমার আবহেই শুটিং করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।
এতে আপনাকে কী ধরনের চরিত্রে দেখা যাবে?
ফার্স্টলুক দেখে বুঝতেই পারছেন, এতে আমাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। এটা মূলত একটা অতিথি চরিত্র। তবে চরিত্রটি গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু বলা যাবে না। ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো বিষয়টি জানতে হলে।
‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেছেন। এটার শুটিং তো শেষ। কবে মুক্তি পাবে?
করোনাকালীন আমাদের সবার জীবনে নতুন অভিজ্ঞতা হয়েছে। তখন চারপাশের সবকিছু স্থবির হয়ে ছিল। সেই সময়কার পরিস্থিতি নিয়েই ‘আহারে জীবন’। পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এবারই প্রথম তাঁর পরিচালনায় কাজ করেছি। ফেরদৌস, মিশা সওদাগরসহ অনেকেই আছেন। শুটিং ও ডাবিং শেষ করেছি। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি, কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
হাতে থাকা অন্য সিনেমাগুলোর কী খবর?
‘গাঙচিল’ সিনেমার আমার অংশের কাজ শেষ করেছি। ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এ ছাড়া ‘জ্যাম’ সিনেমার ২০ শতাংশ শুটিং বাকি আছে। দুটি সিনেমাই পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
একসময়ে ঈদে নিয়মিত আপনার সিনেমা মুক্তি পেত। এ বিষয়টি এখন মিস করেন কি না?
মিস নয়, আফসোস করি। যখন প্রতি ঈদেই আমার সিনেমা রিলিজ হতো, সে সময়টা তো এখন আর নেই। তখন ঈদের সময় মান্না ভাই, রুবেল ভাই, আমিন খান, রিয়াজ, মৌসুমী আপু, শাবনুর আপুসহ অনেক তারকার সিনেমা রিলিজ হতো। ঈদ এলেই সবার মধ্যে উত্তেজনা কাজ করত। কার সিনেমা বেশি হল পাবে, কোনটা দর্শকপ্রিয় হবে—এসব নিয়ে সারা মাস আলোচনা চলত। ভালো কাজ করার প্রতিযোগিতা থাকত নিজেদের মধ্যে। সে তুলনায় এখন তো সিনেমাই রিলিজ হচ্ছে না। হলের সংখ্যাও একেবারে কমে এসেছে। ইন্ডাস্ট্রির সে সময়ের কথা মনে পড়লে খুব আফসোস হয়।
সিনেমা ইন্ডাস্ট্রি এখন নানা সংকটে জর্জরিত। এসব সংকট দূর করতে করণীয় কী?
আমি তো বিজ্ঞ মানুষ নই। সমাধান জানা থাকলে তো নিজেই কাজে নেমে পড়তাম। তবে আমার মনে হয়, আমাদের মিডিয়ার মানুষের মধ্যে সমন্বয়ের অনেক অভাব। মুখে মুখে সবাই একতার কথা বললেও বাস্তবতা একেবারেই ভিন্ন। কারও সঙ্গে কারও মিল নেই। এফডিসিকে সবাই মিলে একটা মানচিত্রের মতো বানিয়ে ফেলেছে। সংগঠনগুলো একে অপরের থেকে অনেক দূরে। মিডিয়া ও দর্শকদেরও দায় রয়েছে। আমার কাছে মনে হয়, সোশ্যাল মিডিয়ায় সিনেমা নিয়ে যারা কথা বলছে, তারা সিনেমা দেখেই না। যদি দেখত তাহলে এ রকম আজেবাজে কমেন্ট না করে গঠনমূলক সমালোচনা করত। যেকোনো কিছুকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। আমাদের মাঝে সেই একতার খুব অভাব।
এবার ঈদের পরিকল্পনা কী?
ঈদের সময় এগিয়ে এলে খুশি লাগে। সাথে সাথে রোজার মাস শেষ হয়ে যাওয়ার কারণে মন খারাপও হয়। এ সময়টাতে চেষ্টা করি ইবাদত-বন্দেগি করার, সবাইকে সাহায্য করার। ঈদ নিয়ে আলাদা তেমন পরিকল্পনা নেই। পরিবারের সবাইকে নিয়েই ঈদের আনন্দ উপভোগ করতে চাই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে