চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাল বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হলেও তা মানছেন না চাঁপাইনবাবগঞ্জের চালকল মালিকেরা। দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিলগুলোতে অবাধে চলছে প্লাস্টিকের বস্তার ব্যবহার।
এক যুগ আগে খাদ্যশস্য, চিনি, সারসহ ১৭টি পণ্য সরবরাহ ও বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’। তবে এ নিয়ম মানছে না চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
আইনটির শতভাগ বাস্তবায়নে চলতি বছরের ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জের চালের বাজারগুলোতে চাল বহনে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগ তোলা হয়। ব্যবসায়ীরা জানান, মিল মালিকেরা যেভাবে সরবরাহ করছেন, বাজারে সেভাবেই বিক্রি হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রচার করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলিথিন ব্যাগ ও কৃত্রিম তন্তু দিয়ে প্রস্তুত ডব্লিউপিপির মোড়ক ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এটি ১০০ বছরেও পচে না। এসব কৃত্রিম দ্রব্য মাটির গুণাগুণের ব্যাপক ক্ষতি করে এবং পয়োনিষ্কাশন ব্যবস্থায় গুরুতর বাধা সৃষ্টি করে। অপরদিকে পাটজাত মোড়ক বারবার ব্যবহারযোগ্য, সহজে পচনশীল, পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর।
চালের বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করা হচ্ছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলেছেন, চালকল ও পাইকারি ব্যবসায়ীরা প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ করায় তাঁদের সেই বস্তাতেই চাল বিক্রি করতে হচ্ছে। তবে সাশ্রয়ী মূল্যে পাটের বস্তা পেলে ব্যবহার করতে আপত্তি নেই তাঁদের।
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র পাটকল রাবেয়া জুট মিলের মালিক মো. রেজাউল ইসলাম বলেন, সরকারের নির্দেশ কার্যকর করতে সর্বনিম্ন দামে পাটের বস্তা তৈরি করে তা বাজারে বিক্রি করা হচ্ছে। প্লাস্টিকের বস্তার চেয়ে দাম একটু বেশি হলেও জনস্বার্থে বিষয়টি দেখতে হবে। পাটশিল্প বাঁচাতে এবং আইন পালন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
পাটের বস্তা সরবরাহকারীরা বলছেন, চালকল মালিক ও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি দাবি করেন তাঁরা।
চাল বাজারজাতকরণে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান সুশাসনের জন্য নাগরিকের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। তিনি বলেন, ক্ষতিকর প্লাস্টিকের বস্তা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। এটি ছাড় দেওয়ার বিষয় নয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. এনায়েত উল্লাহ খান ইউসুফ বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ শতভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। বিধিমালার তফসিলভুক্ত পণ্যে পাটের মোড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই আইন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের অগ্রগতি কত দূর, সে-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর কথা। অগ্রগতির বিষয়টি জেনে প্রয়োজনে জেলা প্রশাসনকে আবারও তাগিদ দেওয়া হবে।
চাল বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হলেও তা মানছেন না চাঁপাইনবাবগঞ্জের চালকল মালিকেরা। দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিলগুলোতে অবাধে চলছে প্লাস্টিকের বস্তার ব্যবহার।
এক যুগ আগে খাদ্যশস্য, চিনি, সারসহ ১৭টি পণ্য সরবরাহ ও বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’। তবে এ নিয়ম মানছে না চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
আইনটির শতভাগ বাস্তবায়নে চলতি বছরের ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জের চালের বাজারগুলোতে চাল বহনে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগ তোলা হয়। ব্যবসায়ীরা জানান, মিল মালিকেরা যেভাবে সরবরাহ করছেন, বাজারে সেভাবেই বিক্রি হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রচার করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলিথিন ব্যাগ ও কৃত্রিম তন্তু দিয়ে প্রস্তুত ডব্লিউপিপির মোড়ক ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এটি ১০০ বছরেও পচে না। এসব কৃত্রিম দ্রব্য মাটির গুণাগুণের ব্যাপক ক্ষতি করে এবং পয়োনিষ্কাশন ব্যবস্থায় গুরুতর বাধা সৃষ্টি করে। অপরদিকে পাটজাত মোড়ক বারবার ব্যবহারযোগ্য, সহজে পচনশীল, পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যকর।
চালের বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করা হচ্ছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলেছেন, চালকল ও পাইকারি ব্যবসায়ীরা প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ করায় তাঁদের সেই বস্তাতেই চাল বিক্রি করতে হচ্ছে। তবে সাশ্রয়ী মূল্যে পাটের বস্তা পেলে ব্যবহার করতে আপত্তি নেই তাঁদের।
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র পাটকল রাবেয়া জুট মিলের মালিক মো. রেজাউল ইসলাম বলেন, সরকারের নির্দেশ কার্যকর করতে সর্বনিম্ন দামে পাটের বস্তা তৈরি করে তা বাজারে বিক্রি করা হচ্ছে। প্লাস্টিকের বস্তার চেয়ে দাম একটু বেশি হলেও জনস্বার্থে বিষয়টি দেখতে হবে। পাটশিল্প বাঁচাতে এবং আইন পালন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
পাটের বস্তা সরবরাহকারীরা বলছেন, চালকল মালিক ও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি দাবি করেন তাঁরা।
চাল বাজারজাতকরণে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান সুশাসনের জন্য নাগরিকের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। তিনি বলেন, ক্ষতিকর প্লাস্টিকের বস্তা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। এটি ছাড় দেওয়ার বিষয় নয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. এনায়েত উল্লাহ খান ইউসুফ বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ শতভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। বিধিমালার তফসিলভুক্ত পণ্যে পাটের মোড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই আইন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের অগ্রগতি কত দূর, সে-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর কথা। অগ্রগতির বিষয়টি জেনে প্রয়োজনে জেলা প্রশাসনকে আবারও তাগিদ দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে