বিনোদন ডেস্ক
ফার ফার অ্যাওয়ে রাজ্যের রাজা লর্ড ফরকুয়াদের মেয়ে ফিওয়ানাকে বন্দী করে এক ড্রাগন। ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা। নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওয়ানাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস। তার সঙ্গী হয় ডানকি নামের এক গাধা। এমন গল্পে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’। উইলিয়াম স্টেইগের লেখা কল্পকাহিনি ‘শ্রেক’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন এন্ড্রু অ্যাডামসন ও ভিকি জেনসন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সিনেমাটি।
৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর নির্মিত হয়েছে আরও তিনটি পর্ব। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্রেক ফরএভার আফটার’। প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মাইক মায়ার্স (শ্রেক), ক্যামেরন ডিয়াজ (ফিওনা) ও এডি মারফি (ডানকি)। এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো।
২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে সিনেমা মুক্তি পেলেও দেখা মিলছিল না শ্রেকের। কবে আসছে শ্রেকের নতুন সিক্যুয়েল? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠাভিনেতারা। অবশেষে ১৬ বছর পর আসছে শ্রেকের পঞ্চম কিস্তি। ২০২৬ সালের ১ জুলাই ‘শ্রেক: ৫’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল এবং ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন।
নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াল্ট ডোন। তিনি শ্রেকের দ্বিতীয় ও তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন। চতুর্থ পর্বের গল্পটিও তাঁর। সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাবেলসন। গত চার পর্বের মতো এবারও কণ্ঠাভিনয়ে থাকবেন মায়ার্স, ডিয়াজ ও মারফি।
ফার ফার অ্যাওয়ে রাজ্যের রাজা লর্ড ফরকুয়াদের মেয়ে ফিওয়ানাকে বন্দী করে এক ড্রাগন। ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা। নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওয়ানাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস। তার সঙ্গী হয় ডানকি নামের এক গাধা। এমন গল্পে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’। উইলিয়াম স্টেইগের লেখা কল্পকাহিনি ‘শ্রেক’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন এন্ড্রু অ্যাডামসন ও ভিকি জেনসন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সিনেমাটি।
৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর নির্মিত হয়েছে আরও তিনটি পর্ব। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্রেক ফরএভার আফটার’। প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মাইক মায়ার্স (শ্রেক), ক্যামেরন ডিয়াজ (ফিওনা) ও এডি মারফি (ডানকি)। এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো।
২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে সিনেমা মুক্তি পেলেও দেখা মিলছিল না শ্রেকের। কবে আসছে শ্রেকের নতুন সিক্যুয়েল? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠাভিনেতারা। অবশেষে ১৬ বছর পর আসছে শ্রেকের পঞ্চম কিস্তি। ২০২৬ সালের ১ জুলাই ‘শ্রেক: ৫’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল এবং ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন।
নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াল্ট ডোন। তিনি শ্রেকের দ্বিতীয় ও তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন। চতুর্থ পর্বের গল্পটিও তাঁর। সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাবেলসন। গত চার পর্বের মতো এবারও কণ্ঠাভিনয়ে থাকবেন মায়ার্স, ডিয়াজ ও মারফি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে