এম এস রানা. ঢাকা
লগ্ন ছিল দুপুর নাগাদ। প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে। রেডিসন ব্লুর পুলসাইডে ধীরে ধীরে বাড়তে থাকে অতিথিদের সমাগম। অভিনেত্রী মিমের বিয়ে বলে কথা। আগত অতিথিরাও মিস করতে চাননি শুভক্ষণটি। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার রেডিসনের পুলসাইটেই হয়ে গেল বিদ্যা সিনহা মিমের বিয়ের আনুষ্ঠানিকতা। অগ্নিসাক্ষী রেখে সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মিম। বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা গুছিয়ে এলে নিজের ফেসবুক পেজে সবার সঙ্গে শেয়ার করলেন জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি। নিজের পোস্টে লিখলেন—
‘কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি,
তুমি না আমি?’
শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সব ভক্ত, শুভানুধ্যায়ীর কাছে শুভকামনা প্রার্থী।’
বর-কনের মেকআপ করেছে এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন। মিম পরেছেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। লাল লেহেঙ্গার সঙ্গে মানানসই দোপাট্টা আর পায়ে রাজস্থানের চপ্পল। দারুণ দেখাচ্ছিল মিমকে। সনি পোদ্দার পরেছিলেন ওয়াহিদা’স নান্দনিক কালেকশনসের পোশাক। গোলাপি আর ক্রিম রঙের পোশাকে সেজেছিলেন সনি। রেডিসনের পুরো পুলসাইটটি দৃষ্টিনন্দন করে সাজিয়ে তুলেছিল এসকে ইভেনজ।
বর-কনেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, মীর সাব্বির, সজল, ফারজানা চুমকি, ঈশিতা, রুনা খান, সাফা কবীর, ফারিয়া শাহরিন, কণ্ঠশিল্পী কোনাল, নির্মাতা অমিতাভ রেজা, মাবরুর রশীদ বান্নাহসহ অনেকেই। ছিলেন দুই পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন।
মিম জানিয়েছেন, হানিমুনে যাওয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন পরে।
গত ১০ নভেম্বর মিমের জন্মদিনে বাগদান হয় মিম ও সনির। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেই আয়োজনটি ছিল একেবারেই পারিবারিক। সেদিনই প্রথম নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন মিম।
কুমিল্লার ছেলে সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। পরিবারের একমাত্র ছেলে সনির বড় দুই বোন রয়েছে। একজন থাকেন কিশোরগঞ্জে, অন্যজন দেশের বাইরে।
মিম ও সনির সম্পর্কের শুরু ছয় বছর আগে। এই সময়ে নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়াও হয়ে গেছে বলে জানিয়েছেন মিম। অবশেষে দুই পরিবারের সম্মতি আর আলোচনার মধ্য দিয়েই শুভ পরিণয়ে রূপ নিল মিম-সনির প্রেম।
লগ্ন ছিল দুপুর নাগাদ। প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে। রেডিসন ব্লুর পুলসাইডে ধীরে ধীরে বাড়তে থাকে অতিথিদের সমাগম। অভিনেত্রী মিমের বিয়ে বলে কথা। আগত অতিথিরাও মিস করতে চাননি শুভক্ষণটি। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার রেডিসনের পুলসাইটেই হয়ে গেল বিদ্যা সিনহা মিমের বিয়ের আনুষ্ঠানিকতা। অগ্নিসাক্ষী রেখে সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মিম। বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা গুছিয়ে এলে নিজের ফেসবুক পেজে সবার সঙ্গে শেয়ার করলেন জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি। নিজের পোস্টে লিখলেন—
‘কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি,
তুমি না আমি?’
শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সব ভক্ত, শুভানুধ্যায়ীর কাছে শুভকামনা প্রার্থী।’
বর-কনের মেকআপ করেছে এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন। মিম পরেছেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। লাল লেহেঙ্গার সঙ্গে মানানসই দোপাট্টা আর পায়ে রাজস্থানের চপ্পল। দারুণ দেখাচ্ছিল মিমকে। সনি পোদ্দার পরেছিলেন ওয়াহিদা’স নান্দনিক কালেকশনসের পোশাক। গোলাপি আর ক্রিম রঙের পোশাকে সেজেছিলেন সনি। রেডিসনের পুরো পুলসাইটটি দৃষ্টিনন্দন করে সাজিয়ে তুলেছিল এসকে ইভেনজ।
বর-কনেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, মীর সাব্বির, সজল, ফারজানা চুমকি, ঈশিতা, রুনা খান, সাফা কবীর, ফারিয়া শাহরিন, কণ্ঠশিল্পী কোনাল, নির্মাতা অমিতাভ রেজা, মাবরুর রশীদ বান্নাহসহ অনেকেই। ছিলেন দুই পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন।
মিম জানিয়েছেন, হানিমুনে যাওয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন পরে।
গত ১০ নভেম্বর মিমের জন্মদিনে বাগদান হয় মিম ও সনির। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেই আয়োজনটি ছিল একেবারেই পারিবারিক। সেদিনই প্রথম নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন মিম।
কুমিল্লার ছেলে সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। পরিবারের একমাত্র ছেলে সনির বড় দুই বোন রয়েছে। একজন থাকেন কিশোরগঞ্জে, অন্যজন দেশের বাইরে।
মিম ও সনির সম্পর্কের শুরু ছয় বছর আগে। এই সময়ে নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়াও হয়ে গেছে বলে জানিয়েছেন মিম। অবশেষে দুই পরিবারের সম্মতি আর আলোচনার মধ্য দিয়েই শুভ পরিণয়ে রূপ নিল মিম-সনির প্রেম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে