নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় কয়েক দিন ধরে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা। প্রতিদিন চোখ ওঠা নিয়ে অসংখ্য মানুষ হাসপাতালে আসছেন। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এদিকে ফার্মেসিগুলোয় চোখ ওঠা রোগ সারানোর ড্রপ-সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেছেন, চোখ ওঠা রোগ নিয়ে ভয়ের কিছু নেই। এটি একটি সংক্রমণ রোগ। কয়েক দিন ঘরে থাকলে এমনিতেই ভালো হয়ে যায়।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ আগে থেকে এই জেলায় চোখ ওঠা রোগ দেখা দিয়েছে। তবে পাঁচ-ছয়দিন ধরে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন মানুষ হাসপাতালে আসছেন এই রোগ নিয়ে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। অনেকে হাসপাতালে না গিয়ে ফার্মেসি থেকে ড্রপ কিনে ব্যবহার করছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিবছর গ্রীষ্মে কনজাংটিভিটিস বা চোখ ওঠা রোগের দেখা মিললেও এবার শরতে এর প্রভাব বেড়েছে। এই রোগের ফলে কারও কারও চোখের পাতা ফুলে লাল হয়ে যাচ্ছে। কারও চোখ থেকে অনবরত পানি ঝরছে। কেউ কেউ আবার যন্ত্রণায় অস্থির। চোখ ওঠা রোগটি মূলত ছোঁয়াচে ও ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। আক্রান্তদের কারও কারও চোখ ওঠা তিন দিনে ভালো হয়ে যায় আবার অনেকের তিন সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ জন চোখ ওঠা নিয়ে হাসপাতালে আসছেন। এ ছাড়া জেলার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রতিদিন কমপক্ষে ৫০ জনের বেশি চোখ ওঠার রোগী চিকিৎসা নিতে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
সদর উপজেলার সিংহের রোহী থেকে চোখ ওঠা রোগে গতকাল বুধবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শহীদ মিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘চোখ উঠেছে দুদিন হলো। চোখ ফুলে যন্ত্রণা হচ্ছে। তাই আজ ডাক্তার দেখাতে আসলাম। চিকিৎসক দেখে ড্রপ লিখে দিয়েছেন। বাইরের ফার্মেসিতে ড্রপ-সংকট।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রহুল আমিন বলেন, ‘দুই সপ্তাহ থেকে চোখ ওঠা রোগী আসতে শুরু করেছে। শুরুতে এই রোগে আক্রান্তের সংখ্যা কম থাকলেও পাঁচ-ছয়দিন ধরে রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৮৫-৯০ জন চোখ ওঠা রোগী আসছেন। হঠাৎ এই রোগ দেখা দেওয়ায় হাসপাতাল ও বাইরের ফার্মেসিতে ড্রপ-সংকট দেখা দিয়েছে।’
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার জাহান ওসমানী বলেন, ‘প্রতিদিন আমাদের এখানে ৭০-৮০ জনের বেশি চোখ ওঠা রোগী আসছেন। এ সংখ্যা প্রতিদিন বাড়ছে। সংক্রমণ হলে নিজের ঘরে থাকা, অন্য কারও সঙ্গে না মেশা, এ নিয়মটা হয়তো অনেকে মানছেন না।’
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, সম্প্রতি সারা দেশেই চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সময় একটু সচেতন থাকলে ভয়ের কিছু নেই। কেউ আক্রান্ত হলে তাকে বাড়িতে থাকা উচিত। তবে বিশেষ প্রয়োজনে বাইরে গেলে চোখে কালো চশমা ব্যবহার করতে হবে।
নেত্রকোনায় কয়েক দিন ধরে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা। প্রতিদিন চোখ ওঠা নিয়ে অসংখ্য মানুষ হাসপাতালে আসছেন। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এদিকে ফার্মেসিগুলোয় চোখ ওঠা রোগ সারানোর ড্রপ-সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেছেন, চোখ ওঠা রোগ নিয়ে ভয়ের কিছু নেই। এটি একটি সংক্রমণ রোগ। কয়েক দিন ঘরে থাকলে এমনিতেই ভালো হয়ে যায়।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ আগে থেকে এই জেলায় চোখ ওঠা রোগ দেখা দিয়েছে। তবে পাঁচ-ছয়দিন ধরে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন মানুষ হাসপাতালে আসছেন এই রোগ নিয়ে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। অনেকে হাসপাতালে না গিয়ে ফার্মেসি থেকে ড্রপ কিনে ব্যবহার করছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিবছর গ্রীষ্মে কনজাংটিভিটিস বা চোখ ওঠা রোগের দেখা মিললেও এবার শরতে এর প্রভাব বেড়েছে। এই রোগের ফলে কারও কারও চোখের পাতা ফুলে লাল হয়ে যাচ্ছে। কারও চোখ থেকে অনবরত পানি ঝরছে। কেউ কেউ আবার যন্ত্রণায় অস্থির। চোখ ওঠা রোগটি মূলত ছোঁয়াচে ও ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। আক্রান্তদের কারও কারও চোখ ওঠা তিন দিনে ভালো হয়ে যায় আবার অনেকের তিন সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ জন চোখ ওঠা নিয়ে হাসপাতালে আসছেন। এ ছাড়া জেলার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রতিদিন কমপক্ষে ৫০ জনের বেশি চোখ ওঠার রোগী চিকিৎসা নিতে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
সদর উপজেলার সিংহের রোহী থেকে চোখ ওঠা রোগে গতকাল বুধবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শহীদ মিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘চোখ উঠেছে দুদিন হলো। চোখ ফুলে যন্ত্রণা হচ্ছে। তাই আজ ডাক্তার দেখাতে আসলাম। চিকিৎসক দেখে ড্রপ লিখে দিয়েছেন। বাইরের ফার্মেসিতে ড্রপ-সংকট।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রহুল আমিন বলেন, ‘দুই সপ্তাহ থেকে চোখ ওঠা রোগী আসতে শুরু করেছে। শুরুতে এই রোগে আক্রান্তের সংখ্যা কম থাকলেও পাঁচ-ছয়দিন ধরে রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৮৫-৯০ জন চোখ ওঠা রোগী আসছেন। হঠাৎ এই রোগ দেখা দেওয়ায় হাসপাতাল ও বাইরের ফার্মেসিতে ড্রপ-সংকট দেখা দিয়েছে।’
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার জাহান ওসমানী বলেন, ‘প্রতিদিন আমাদের এখানে ৭০-৮০ জনের বেশি চোখ ওঠা রোগী আসছেন। এ সংখ্যা প্রতিদিন বাড়ছে। সংক্রমণ হলে নিজের ঘরে থাকা, অন্য কারও সঙ্গে না মেশা, এ নিয়মটা হয়তো অনেকে মানছেন না।’
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, সম্প্রতি সারা দেশেই চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সময় একটু সচেতন থাকলে ভয়ের কিছু নেই। কেউ আক্রান্ত হলে তাকে বাড়িতে থাকা উচিত। তবে বিশেষ প্রয়োজনে বাইরে গেলে চোখে কালো চশমা ব্যবহার করতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে