বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো প্রতিটি সিনেমা। বোর্ডের সদস্যরা দেখে জানাতেন সিনেমাটি মুক্তির উপযোগী কি না! সদস্যদের মতামতের ভিত্তিতে দেওয়া হতো সেন্সর সার্টিফিকেট। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমতি পেতেন নির্মাতারা। তবে সব সময় এত সরল হতো না প্রক্রিয়াটি। অনেক সময়ই নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এভাবে বছরের পর বছর অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। ফলে ক্ষতির মুখে পড়েছেন সেসব সিনেমার নির্মাতারা। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন।
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে করা হয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন। তবে নীতিমালা চূড়ান্ত না হওয়ায় আগের সেন্সর বোর্ডই চলমান ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নির্মাতাদের আশা ছিল, সার্টিফিকেশন বোর্ড কার্যকর করে চলচ্চিত্র থেকে সেন্সরের খড়্গ তুলে দেওয়া হবে। তবে ১৫ সেপ্টেম্বর নতুন করে সেন্সর বোর্ড পুনর্গঠন করলে সমালোচনার সৃষ্টি হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তখন জানিয়েছিলেন, সেন্সর শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে।
বহুল আকাঙ্ক্ষিত সেই প্রজ্ঞাপন প্রকাশ করা হলো রোববার। ২২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ধারা ৩-এর উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
১৫ সদস্যের এ বোর্ডে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, প্রযোজক ও পরিচালক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া পদাধিকার বলে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
নতুন গঠিত সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমা দেখে মুক্তির অনুমতি দেবেন। তবে আগের মতো সেন্সর সার্টিফিকেট নয়, বরং প্রতিটি সিনেমার জন্য নির্দিষ্ট শ্রেণি নির্ধারণ করে মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন দেবেন তাঁরা। সারা বিশ্বে সিনেমা মুক্তির জন্য এ নিয়মই অনুসরণ করা হয়। এখন থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিও সেন্সরের যুগ পেরিয়ে পা রাখল সার্টিফিকেশন অধ্যায়ে। এ উদ্যোগ বাংলা সিনেমার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছেন চলচ্চিত্র নির্মাতারা।
নির্মাতাদের মতামত
বোর্ডের আইনটা নতুন করে লিখতে হবে, আরও গোছাতে হবে। পরিষ্কার করতে হবে কী করা যাবে আর কী করা যাবে না। আশা করি বোর্ডে যাঁরা আছেন, তাঁরা সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন। নিশ্চয়ই সার্টিফিকেশন বোর্ডের এই যাত্রা আমাদের জন্য শুভ হবে। তবে সিনেমা হয় ট্যালেন্ট দিয়ে, ফ্যাসিলিয়েশনস—মানে সিনেমা নির্মাণের সুযোগ-সুবিধা দিয়ে। চলচ্চিত্র ভালো হবে নাকি খারাপ, সেটার সঙ্গে সার্টিফিকেশন বোর্ডের কোনো সম্পর্ক নেই। ভালো সিনেমার জন্য সেন্সরের প্রয়োজন হয় না। সে জন্য দরকার চিন্তা আর মননের উপস্থাপন আর প্রকাশ করার ক্ষমতা।
—অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে, এটা খুব ভালো সংবাদ। ২০২৩ সালেই এটা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। একজন নির্মাতা কোনো ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর চিন্তার জায়গা থেকে একটা কাজ করলেন। কিন্তু দেখা গেল সেন্সর বোর্ড সেই দৃশ্যটাকে ছেঁটে ফেলতে বলল। এমনটা কিন্তু দেখেছি সেন্সর বোর্ডের ক্ষেত্রে। এখন এই সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতার ওপর নির্ভর করবে বাংলাদেশের চলচ্চিত্রের নতুন সম্ভাবনা। নিপীড়নমূলক যে আইন আছে, সেগুলো সংশোধন করে কীভাবে নতুন নীতিমালা তৈরি হয়, সেটা দেখার বিষয়। শুভেচ্ছা রইল যাঁরা এই বোর্ডের সঙ্গে যুক্ত আছেন। আমি বিশ্বাস করি, তাঁরা এমনভাবে নতুন করে নীতিমালা তৈরি করবেন, যাতে এই বোর্ড, সিনেমার জন্য ইতিবাচক প্রভাব তৈরি করবে। কোন সিনেমা কোন বয়সের দর্শকের জন্য তৈরি হয়েছে, তা নির্ধারণে এই বোর্ড ভূমিকা রাখবে।
—নূরুল আলম আতিক, নির্মাতা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের খবর শুনে খুব ভালো লাগছে। সকল নির্মাতাই এই দাবিটা করে আসছিলেন। এখন আইনের বাস্তবায়নটা দেখতে চাই। আমরা যাঁরা সিনেমা বানাই তাঁরা যেন স্বাধীনভাবে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি। কোনো ভয়ভীতি কাজ না করে। সিনেমা বানানো শেষে আমাদের যেন চিন্তা করতে না হয়। লেখকরা তাঁর মনের মতো করে লিখবে, নির্মাতা তাদের মনরে মতো করে বানাবে। সব ধরনের সিনেমা বানানোর অধিকার সবার আছে।
— রায়হান রাফী, নির্মাতা
চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো প্রতিটি সিনেমা। বোর্ডের সদস্যরা দেখে জানাতেন সিনেমাটি মুক্তির উপযোগী কি না! সদস্যদের মতামতের ভিত্তিতে দেওয়া হতো সেন্সর সার্টিফিকেট। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমতি পেতেন নির্মাতারা। তবে সব সময় এত সরল হতো না প্রক্রিয়াটি। অনেক সময়ই নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এভাবে বছরের পর বছর অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। ফলে ক্ষতির মুখে পড়েছেন সেসব সিনেমার নির্মাতারা। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন।
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে করা হয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন। তবে নীতিমালা চূড়ান্ত না হওয়ায় আগের সেন্সর বোর্ডই চলমান ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নির্মাতাদের আশা ছিল, সার্টিফিকেশন বোর্ড কার্যকর করে চলচ্চিত্র থেকে সেন্সরের খড়্গ তুলে দেওয়া হবে। তবে ১৫ সেপ্টেম্বর নতুন করে সেন্সর বোর্ড পুনর্গঠন করলে সমালোচনার সৃষ্টি হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তখন জানিয়েছিলেন, সেন্সর শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে।
বহুল আকাঙ্ক্ষিত সেই প্রজ্ঞাপন প্রকাশ করা হলো রোববার। ২২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ধারা ৩-এর উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
১৫ সদস্যের এ বোর্ডে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, প্রযোজক ও পরিচালক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এ ছাড়া পদাধিকার বলে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
নতুন গঠিত সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমা দেখে মুক্তির অনুমতি দেবেন। তবে আগের মতো সেন্সর সার্টিফিকেট নয়, বরং প্রতিটি সিনেমার জন্য নির্দিষ্ট শ্রেণি নির্ধারণ করে মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন দেবেন তাঁরা। সারা বিশ্বে সিনেমা মুক্তির জন্য এ নিয়মই অনুসরণ করা হয়। এখন থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিও সেন্সরের যুগ পেরিয়ে পা রাখল সার্টিফিকেশন অধ্যায়ে। এ উদ্যোগ বাংলা সিনেমার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছেন চলচ্চিত্র নির্মাতারা।
নির্মাতাদের মতামত
বোর্ডের আইনটা নতুন করে লিখতে হবে, আরও গোছাতে হবে। পরিষ্কার করতে হবে কী করা যাবে আর কী করা যাবে না। আশা করি বোর্ডে যাঁরা আছেন, তাঁরা সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন। নিশ্চয়ই সার্টিফিকেশন বোর্ডের এই যাত্রা আমাদের জন্য শুভ হবে। তবে সিনেমা হয় ট্যালেন্ট দিয়ে, ফ্যাসিলিয়েশনস—মানে সিনেমা নির্মাণের সুযোগ-সুবিধা দিয়ে। চলচ্চিত্র ভালো হবে নাকি খারাপ, সেটার সঙ্গে সার্টিফিকেশন বোর্ডের কোনো সম্পর্ক নেই। ভালো সিনেমার জন্য সেন্সরের প্রয়োজন হয় না। সে জন্য দরকার চিন্তা আর মননের উপস্থাপন আর প্রকাশ করার ক্ষমতা।
—অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে, এটা খুব ভালো সংবাদ। ২০২৩ সালেই এটা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। একজন নির্মাতা কোনো ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর চিন্তার জায়গা থেকে একটা কাজ করলেন। কিন্তু দেখা গেল সেন্সর বোর্ড সেই দৃশ্যটাকে ছেঁটে ফেলতে বলল। এমনটা কিন্তু দেখেছি সেন্সর বোর্ডের ক্ষেত্রে। এখন এই সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতার ওপর নির্ভর করবে বাংলাদেশের চলচ্চিত্রের নতুন সম্ভাবনা। নিপীড়নমূলক যে আইন আছে, সেগুলো সংশোধন করে কীভাবে নতুন নীতিমালা তৈরি হয়, সেটা দেখার বিষয়। শুভেচ্ছা রইল যাঁরা এই বোর্ডের সঙ্গে যুক্ত আছেন। আমি বিশ্বাস করি, তাঁরা এমনভাবে নতুন করে নীতিমালা তৈরি করবেন, যাতে এই বোর্ড, সিনেমার জন্য ইতিবাচক প্রভাব তৈরি করবে। কোন সিনেমা কোন বয়সের দর্শকের জন্য তৈরি হয়েছে, তা নির্ধারণে এই বোর্ড ভূমিকা রাখবে।
—নূরুল আলম আতিক, নির্মাতা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠনের খবর শুনে খুব ভালো লাগছে। সকল নির্মাতাই এই দাবিটা করে আসছিলেন। এখন আইনের বাস্তবায়নটা দেখতে চাই। আমরা যাঁরা সিনেমা বানাই তাঁরা যেন স্বাধীনভাবে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি। কোনো ভয়ভীতি কাজ না করে। সিনেমা বানানো শেষে আমাদের যেন চিন্তা করতে না হয়। লেখকরা তাঁর মনের মতো করে লিখবে, নির্মাতা তাদের মনরে মতো করে বানাবে। সব ধরনের সিনেমা বানানোর অধিকার সবার আছে।
— রায়হান রাফী, নির্মাতা
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে