প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
⊲ পরিণীতা (বাংলা সিরিজ)
অভিনয়: দেবচন্দ্রিমা সিংহ রায়, গৌরব চক্রবর্তী
মুক্তি: ১৫ আগস্ট, হইচই
গল্পসংক্ষেপ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পরিণীতা’ অবলম্বনে অদিতি রায় তৈরি করেছেন সিরিজটি। একটি ব্যাংকের কেরানি গুরুচরণের জীবনের ঘাত-প্রতিঘাতের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে গল্প। তবে সিরিজে প্রাধান্য পেয়েছে ললিতা ও শেখরের প্রেমের কাহিনী, এসেছে তৎকালীন ভারতবর্ষের রাজনীতি।
⊲ শেখর হোম (হিন্দি সিরিজ)
মুক্তি: ১৪ আগস্ট, জিও সিনেমা
অভিনয়: কেকে মেনন, রণবীর শোরে, কৌশিক সেন, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গল, ঊষা উত্থুপ
গল্পসংক্ষেপ: স্যার আর্থার কোনান ডয়েলের অমরসৃষ্টি শার্লোক হোমসের অনুকরণে ওয়েব সিরিজটি বানিয়েছেন সৃজিত মুখার্জি। গল্প ১৯৯০ সালের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের কাল্পনিক শহর লোনপুরের। এই শহরে সংগঠিত বিভিন্ন খুন আর রহস্যের সমাধানে কাজ করে শেখর হোম। গোয়েন্দাকর্মে তার সহযোগী হিসেবে আছে প্রাক্তন সেনা চিকিৎসক জয়ব্রত সাহনি।
⊲ নাম নমক নিশান (হিন্দি সিরিজ)
মুক্তি: ১৪ আগস্ট, আমাজন মিনি
অভিনয়: বরুণ সুদ, দানিশ সুদ, রোশনি ওয়ালিয়া
গল্পসংক্ষেপ: নতুন দুই সেনাসদস্য গুরবাজ ও যুবরাজ। দুটি ভিন্ন রাজ্য ও ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এই দুই যুবকের মতবিরোধ লেগেই থাকে। সেনা প্রশিক্ষণের সময় ঘটে যায় এক দুর্ঘটনা। কঠিন সেই দিনগুলোতে ক্রমেই একে অপরের ঘনিষ্ট হয়ে ওঠে তারা। বুঝতে পারে, মতের অমিল থাকলেও দুজনের লক্ষ্য একটাই—দেশমাতার সুরক্ষা। দুজনের মাঝে বসন্তের বাতাস হয়ে আগমন ঘটে নতুন সদস্য ডা. টিনার।
⊲ ডার্লিং (তেলুগু সিনেমা)
অভিনয়: প্রিয়দর্শী, নাভা নাতেশ
মুক্তি: ১৩ আগস্ট, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: নব্যবিবাহিত এক দম্পতির গল্প নিয়ে কমেডিনির্ভর সিনেমা। মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছে স্ত্রী। ক্ষণে ক্ষণে বদলায় তার মুড। একেক সময় একেক রূপ ধারণ করে সে। কখনো তার অভিমান হয় খুব, আবার পরক্ষণেই হেসে খুন। এই বাচ্চাদের মতো আবদার করে তো খানিক পরেই গুরুগম্ভীর। স্ত্রীর এই অসুস্থতার কারণে ঘটতে থাকা নানা সামাজিক আর পারিবারিক সমস্যার মোকাবিলা করতে করতেই হয়রান হয়ে ওঠে বেচারা স্বামী।