সালাহউদ্দিন লাভলু, নির্মাতা ও অভিনেতা
সীমানার শুরু লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। ও যখন সেরা পাঁচে ছিল, ওই সময় আমি ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিক নাটকটি শুরু করি। এ ধারাবাহিক দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় সীমানা। প্রথমে একটু সন্দিহান ছিলাম, মোশাররফ করিমের বিপরীতে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেমন করবে! দু-তিন দিন গ্রুমিং হলো, বেশ দ্রুততম সময়ে সব আয়ত্ত করে ফেলল সে।
যখন ক্যামেরা ওপেন হলো, সীমানার অভিনয়ে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এত ভালো অভিনয়! চরিত্রকে ও এত দ্রুত কনসিভ করতে পারত, প্রপারলি ডেলিভারি দিতে পারত। ওর কমিটমেন্ট ও সিনসিয়ারিটি আমাদের টিমের সবাইকে মুগ্ধ করেছে। ওর সবচেয়ে বড় গুণ সততা। শুটিংয়ে কখনো ফাঁকিবাজি করেনি, সময় নষ্ট করেনি।
এরপর সীমানা আমার আরও কিছু নাটকে কাজ করেছে। ‘কলেজ টুডেন’ আরেকটি নামকরা নাটক। আমি তো টিম নিয়ে কাজ করি। টিমে যারা ভালো করে, তাদের নিয়ে বছরের পর বছর কাজ চলতে থাকে। সেভাবেই ও আমাদের সঙ্গে কাজ করছিল। মাঝখানে অভিনয়ে বিরতি নিয়েছিল সীমানা।
মাসখানেক আগে আমাকে টেক্সট করল—লাভলু ভাই, আমি তোমার নাটক দিয়েই কামব্যাক করতে চাই। কিছু ছবি পাঠাল। আমি তাকে বললাম, নতুন কাজ করলে অবশ্যই তুমি থাকবে। কারণ, এত সিনসিয়ার, ডেডিকেটেড, কমিটেড আর্টিস্ট তো এই সময়ে পাওয়া যায় না। আমার পরবর্তী সিরিয়ালে ভেবেছিলাম ওকে নেওয়ার কথা। কিন্তু হঠাৎ নিউজে দেখলাম, সীমানা হাসপাতালে। অবশেষে তো ও চলেই গেল। সীমানা নেই, এটা বিশ্বাস হওয়ার মতো নয়।
ওই সময়ে যারা একসঙ্গে অভিনয় করেছে সাকিন সারিসুরিতে, সবাই কষ্ট পাচ্ছে। এই নাটকে ওর সহ-অভিনেতা ছিল মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, রওনক হাসান, আ খ ম হাসান, মাসুম আজিজ, মহসীন ভাই, বাচ্চু ভাই, মধুদা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে সীমানা। আমাদের মনেই হয়নি ও নতুন।
এখনো মানুষ ওই চরিত্রের নাম ধরে তাকে মনে রেখেছে—কাকলী। একজন তো বলল, কাকলী রুইতনের কাছে চলে গেল। কারণ, সাকিন সারিসুরির শেষ দৃশ্যে মারা যায় রুইতন। তার মানে, দর্শকদের মাঝে সীমানার অবস্থানটা কী, সেটা বোঝাই যাচ্ছে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। সীমানা তাঁর কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে।
সীমানার শুরু লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। ও যখন সেরা পাঁচে ছিল, ওই সময় আমি ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিক নাটকটি শুরু করি। এ ধারাবাহিক দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় সীমানা। প্রথমে একটু সন্দিহান ছিলাম, মোশাররফ করিমের বিপরীতে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কেমন করবে! দু-তিন দিন গ্রুমিং হলো, বেশ দ্রুততম সময়ে সব আয়ত্ত করে ফেলল সে।
যখন ক্যামেরা ওপেন হলো, সীমানার অভিনয়ে সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এত ভালো অভিনয়! চরিত্রকে ও এত দ্রুত কনসিভ করতে পারত, প্রপারলি ডেলিভারি দিতে পারত। ওর কমিটমেন্ট ও সিনসিয়ারিটি আমাদের টিমের সবাইকে মুগ্ধ করেছে। ওর সবচেয়ে বড় গুণ সততা। শুটিংয়ে কখনো ফাঁকিবাজি করেনি, সময় নষ্ট করেনি।
এরপর সীমানা আমার আরও কিছু নাটকে কাজ করেছে। ‘কলেজ টুডেন’ আরেকটি নামকরা নাটক। আমি তো টিম নিয়ে কাজ করি। টিমে যারা ভালো করে, তাদের নিয়ে বছরের পর বছর কাজ চলতে থাকে। সেভাবেই ও আমাদের সঙ্গে কাজ করছিল। মাঝখানে অভিনয়ে বিরতি নিয়েছিল সীমানা।
মাসখানেক আগে আমাকে টেক্সট করল—লাভলু ভাই, আমি তোমার নাটক দিয়েই কামব্যাক করতে চাই। কিছু ছবি পাঠাল। আমি তাকে বললাম, নতুন কাজ করলে অবশ্যই তুমি থাকবে। কারণ, এত সিনসিয়ার, ডেডিকেটেড, কমিটেড আর্টিস্ট তো এই সময়ে পাওয়া যায় না। আমার পরবর্তী সিরিয়ালে ভেবেছিলাম ওকে নেওয়ার কথা। কিন্তু হঠাৎ নিউজে দেখলাম, সীমানা হাসপাতালে। অবশেষে তো ও চলেই গেল। সীমানা নেই, এটা বিশ্বাস হওয়ার মতো নয়।
ওই সময়ে যারা একসঙ্গে অভিনয় করেছে সাকিন সারিসুরিতে, সবাই কষ্ট পাচ্ছে। এই নাটকে ওর সহ-অভিনেতা ছিল মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, রওনক হাসান, আ খ ম হাসান, মাসুম আজিজ, মহসীন ভাই, বাচ্চু ভাই, মধুদা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে সীমানা। আমাদের মনেই হয়নি ও নতুন।
এখনো মানুষ ওই চরিত্রের নাম ধরে তাকে মনে রেখেছে—কাকলী। একজন তো বলল, কাকলী রুইতনের কাছে চলে গেল। কারণ, সাকিন সারিসুরির শেষ দৃশ্যে মারা যায় রুইতন। তার মানে, দর্শকদের মাঝে সীমানার অবস্থানটা কী, সেটা বোঝাই যাচ্ছে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। সীমানা তাঁর কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে