আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের প্রাচীন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার। বাজারের ভেতরের অলিগলি খুবই সরু। তার মধ্যে দোকানিদের টিনের ছাউনি এবং পসরার কারণে রাস্তাগুলো আরও ছোট হয়ে গেছে। ফলে ছোট-বড় কোনো গাড়ি ঢুকতে পারছে না। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারে না বলে জানিয়েছেন অনেককেই।
সরেজমিনে দেখা যায়, পুরোনো তালতলা বাজারের ভেতরের রাস্তাগুলো একেবারে সরু হয়ে গেছে। বাজারের কাপড় ও গজাল পট্টিসহ অলিগলিতে দুই পাশে দোকানিদের টিনের ছাউনি। এ ছাড়া তাদের বসার কারণে রাস্তাগুলোর এ অবস্থা হয়েছে। এতে কোনো প্রকার যানবাহন ঢুকতে বা বের হতে পারে না। যদি পরিকল্পিতভাবে বাজারটি করা যায়, তবে দুর্ঘটনা থেকে অনেকটা রোধ করা যাবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী।
জানা যায়, প্রাচীন এই বাজারটির আয়তন ১ কিলোমিটার। চান্দিনা ও ভিটির সংখ্যা ৬৫০টি। কয়েক বছর আগে এই বাজারটিতে ভয়াবহ আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। এর ফলে বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছিল রাস্তার দুপাশ পরিষ্কার রাখতে হবে। তারপর অলিগলির দুপাশের পসরা উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখন আবার আগের রূপ ফিরে এসেছে। এতে করে রাস্তা সরু থেকে আরও সরু হয়ে গেছে।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল জানান, বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে। লঞ্চঘাট থাকার কারণে এক সময় এই বাজারটি ছিল কয়েকটি উপজেলার প্রাণকেন্দ্র। আগের মতো বাজারটি আর জমজমাট নেই। বাজারে যাতায়াত করার রাস্তাগুলো খুবই সরু। বড় গাড়ি বাজারের ভেতরে প্রবেশ করতে পারে না। গত ১০-১২ বছরে ৮ থেকে ১০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তার জটিলতার কারণে ফায়ার সার্ভিস ঠিকভাবে প্রবেশ করতে না পারায় ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে। রাস্তাগুলো যদি আরও বড় করে দেওয়া হয়, তাহলে ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্যান্য মালবাহী গাড়ি ঠিকভাবে প্রবেশ করতে পারবে।
তালতলা বাজারের ওষুধের দোকানি মিলন ব্যাপারী বলেন, ‘মাঝেমধ্যে আমার দোকানের পাশের রাস্তা দিয়ে পাট বহনকারী বড় ট্রাক আটকে যায়। এতে মাঝেমধ্যে বিদ্যুতের শর্টসার্কিট হয়। দুর্ঘটনা ঘটার আগে উপজেলা প্রশাসন এবং বাজার বণিক সমিতির ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
তালতলা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘তালতলা বাজারটি একটি প্রাচীন বাজার। বাজারের পাশের রাস্তাঘাটগুলো প্রস্থ আছে। কিন্তু ভেতরে অলিগলি একটু সরু। তবে অনেক বছর আগে আগুন লাগার পরে আমরা সিদ্ধান্ত নেই সব দোকানের সামনের টিনের ছাউনি এবং পসরা সরিয়ে দেওয়ার। এরপর অনেক বছর চলে যাওয়ার পর সেগুলো আগের রূপে ফিরে এসেছে। তবে প্রশাসন ব্যবস্থা নিলে এগুলো ঠিক হয়ে আসবে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘আমরা হাটবাজারগুলোর বিষয়ে বাজার বণিক সমিতির সঙ্গে আলাপ-আলোচনা করি। তাদের সব সময় আমরা বাজারের অলিগলি পরিষ্কার রাখতে বলি। তা না হলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে না। সে ক্ষেত্রে সবাইকে বলব যাতে রাস্তাঘাটে কোনো ধরনের দোকানের পসরা এবং টিনের ছাউনি না দেয়। এরপরও যদি কেউ না শোনে, তবে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
ইছামতী নদীর তীর ঘেঁষে শত বছরের প্রাচীন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার। বাজারের ভেতরের অলিগলি খুবই সরু। তার মধ্যে দোকানিদের টিনের ছাউনি এবং পসরার কারণে রাস্তাগুলো আরও ছোট হয়ে গেছে। ফলে ছোট-বড় কোনো গাড়ি ঢুকতে পারছে না। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারে না বলে জানিয়েছেন অনেককেই।
সরেজমিনে দেখা যায়, পুরোনো তালতলা বাজারের ভেতরের রাস্তাগুলো একেবারে সরু হয়ে গেছে। বাজারের কাপড় ও গজাল পট্টিসহ অলিগলিতে দুই পাশে দোকানিদের টিনের ছাউনি। এ ছাড়া তাদের বসার কারণে রাস্তাগুলোর এ অবস্থা হয়েছে। এতে কোনো প্রকার যানবাহন ঢুকতে বা বের হতে পারে না। যদি পরিকল্পিতভাবে বাজারটি করা যায়, তবে দুর্ঘটনা থেকে অনেকটা রোধ করা যাবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী।
জানা যায়, প্রাচীন এই বাজারটির আয়তন ১ কিলোমিটার। চান্দিনা ও ভিটির সংখ্যা ৬৫০টি। কয়েক বছর আগে এই বাজারটিতে ভয়াবহ আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। এর ফলে বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছিল রাস্তার দুপাশ পরিষ্কার রাখতে হবে। তারপর অলিগলির দুপাশের পসরা উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখন আবার আগের রূপ ফিরে এসেছে। এতে করে রাস্তা সরু থেকে আরও সরু হয়ে গেছে।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা লেখক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল জানান, বিক্রমপুরের তালতলা বাজার ইতিহাস ও ঐতিহ্য বহন করে। লঞ্চঘাট থাকার কারণে এক সময় এই বাজারটি ছিল কয়েকটি উপজেলার প্রাণকেন্দ্র। আগের মতো বাজারটি আর জমজমাট নেই। বাজারে যাতায়াত করার রাস্তাগুলো খুবই সরু। বড় গাড়ি বাজারের ভেতরে প্রবেশ করতে পারে না। গত ১০-১২ বছরে ৮ থেকে ১০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তার জটিলতার কারণে ফায়ার সার্ভিস ঠিকভাবে প্রবেশ করতে না পারায় ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে। রাস্তাগুলো যদি আরও বড় করে দেওয়া হয়, তাহলে ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্যান্য মালবাহী গাড়ি ঠিকভাবে প্রবেশ করতে পারবে।
তালতলা বাজারের ওষুধের দোকানি মিলন ব্যাপারী বলেন, ‘মাঝেমধ্যে আমার দোকানের পাশের রাস্তা দিয়ে পাট বহনকারী বড় ট্রাক আটকে যায়। এতে মাঝেমধ্যে বিদ্যুতের শর্টসার্কিট হয়। দুর্ঘটনা ঘটার আগে উপজেলা প্রশাসন এবং বাজার বণিক সমিতির ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
তালতলা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘তালতলা বাজারটি একটি প্রাচীন বাজার। বাজারের পাশের রাস্তাঘাটগুলো প্রস্থ আছে। কিন্তু ভেতরে অলিগলি একটু সরু। তবে অনেক বছর আগে আগুন লাগার পরে আমরা সিদ্ধান্ত নেই সব দোকানের সামনের টিনের ছাউনি এবং পসরা সরিয়ে দেওয়ার। এরপর অনেক বছর চলে যাওয়ার পর সেগুলো আগের রূপে ফিরে এসেছে। তবে প্রশাসন ব্যবস্থা নিলে এগুলো ঠিক হয়ে আসবে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘আমরা হাটবাজারগুলোর বিষয়ে বাজার বণিক সমিতির সঙ্গে আলাপ-আলোচনা করি। তাদের সব সময় আমরা বাজারের অলিগলি পরিষ্কার রাখতে বলি। তা না হলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে না। সে ক্ষেত্রে সবাইকে বলব যাতে রাস্তাঘাটে কোনো ধরনের দোকানের পসরা এবং টিনের ছাউনি না দেয়। এরপরও যদি কেউ না শোনে, তবে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১১ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১২ ঘণ্টা আগে