বেনাপোল প্রতিনিধি, যশোর
এক কিলোমিটার যেতে এক ঘণ্টা লাগে। রাস্তা ছোট, অতিরিক্ত রিকশার কারণে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া-আসা দুষ্কর। কথাগুলো বলছিলেন ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনালসংলগ্ন হোটেলমালিক মো. জসিম।
যানজটের কথা শুনলে সবার আগে মনে আসে রাজধানী ঢাকার কথা। তবে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন শহরে যানজট বিরক্তির কারণ। এমনই একটি শহর ময়মনসিংহ বিভাগীয় শহর। গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ অনুযায়ী, বিশ্বে যানজটে নবম ছিল এ শহর।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, পৌরসভা থেকে সিটি করপোরেশন হওয়ার পর নাগরিক সুবিধা বেড়েছে কম। বরং বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহ এখনো জেলা শহরের মতোই রয়ে গেছে। রাস্তা প্রশস্ত হয়নি। বৃষ্টির সময় জলাবদ্ধতা হয়।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চরপাড়া, গাঙ্গিনারপাড়, নওমহল গরুর খামার মোড়, বাউন্ডারি মোড়, পাটগুদাম, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড় এলাকায় যানজট বেশি। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দীন বলেন, সকালে অফিসের সময় ও দুপুরে বিভিন্ন পয়েন্টে শত শত তিন চাকার যানের (ব্যাটারিচালিত রিকশা ও সাধারণ রিকশা) জট সৃষ্টি হয়।
সিটি করপোরেশনের তথ্যমতে, নগরীতে অনুমোদিত ইজিবাইক রয়েছে ৭ হাজার। ব্যাটারিচালিত রিকশা রয়েছে ১২ হাজার। এর মধ্যে চার ব্যাটারির মোটা চাকার রিকশা ৫ হাজার ৬০০টি। বাকিগুলো চিকন চাকার রিকশা-ভ্যান।
তবে প্রকৃত অবস্থা হলো, ব্যাটারিচালিত এসব অযান্ত্রিক যানের সংখ্যা সিটি কর্তৃপক্ষের হিসাবের কয়েক গুণ বেশি।
নগরের ভেতর থেকে পুরোপুরি সরানো হয়নি ত্রিশাল বাসস্ট্যান্ড। বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ৩০টি বাস চলাচল করে শহর থেকে। রয়েছে ১০টি লেভেল ক্রসিং। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রেলপথে ২৪টি ট্রেন ৪৮ বার চলাচল করে। এতে প্রতিবার কমপক্ষে ১০ মিনিট করে যান চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ মহানগর সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আলী ইউসুফ বলেন, নগরীতে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত মানুষকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে। সরু রাস্তায় দেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত তিন চাকার বাহন চলাচলের অনুমোদন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, শহরে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষ মাত্র ৩০০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে। প্রকল্পের নাম ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়নসহ নাগরিক সেবার মান উন্নয়ন।’ প্রকল্পটি ২০২০ সালের ডিসেম্বরে একনেকে পাস হয়। এই প্রকল্পের অগ্রগতি ২৩ শতাংশ। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।
এদিকে ২০১৮ সালের সিটি করপোরেশন ঘোষণার আগে ২১টি ওয়ার্ড নিয়ে ছিল ময়মনসিংহ পৌরসভা। ১২টি ওয়ার্ড গঠন করে মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে হয় সিটি করপোরেশন। নতুন যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের বাসিন্দারা জানান, সিটি করপোরেশন হওয়ার পর কঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সবচেয়ে বেশি বঞ্চিত ব্রহ্মপুত্র নদের ওপারের ৩১, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ড।
৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকরাম বলেন, শহরেই উন্নয়ন চলছে ধীরগতিতে। নদীর ওপারে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে সময় লাগবে।
যদিও পাঁচ মেয়রের মধ্যে আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থী বলছেন, নির্বাচিত হলে তাঁদের প্রথম লক্ষ্য ওয়ার্ডভিত্তিক উন্নয়ন করা।
নগরীর উন্নয়ন থমকে থাকার জন্য সদ্য সাবেক মেয়র মো. ইকরামুল হক করোনা মহামারিকেই দুষছেন। যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ কারও একার পক্ষে সম্ভব নয়। সেখানে জড়িত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ।
এক কিলোমিটার যেতে এক ঘণ্টা লাগে। রাস্তা ছোট, অতিরিক্ত রিকশার কারণে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া-আসা দুষ্কর। কথাগুলো বলছিলেন ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনালসংলগ্ন হোটেলমালিক মো. জসিম।
যানজটের কথা শুনলে সবার আগে মনে আসে রাজধানী ঢাকার কথা। তবে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন শহরে যানজট বিরক্তির কারণ। এমনই একটি শহর ময়মনসিংহ বিভাগীয় শহর। গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ অনুযায়ী, বিশ্বে যানজটে নবম ছিল এ শহর।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, পৌরসভা থেকে সিটি করপোরেশন হওয়ার পর নাগরিক সুবিধা বেড়েছে কম। বরং বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহ এখনো জেলা শহরের মতোই রয়ে গেছে। রাস্তা প্রশস্ত হয়নি। বৃষ্টির সময় জলাবদ্ধতা হয়।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চরপাড়া, গাঙ্গিনারপাড়, নওমহল গরুর খামার মোড়, বাউন্ডারি মোড়, পাটগুদাম, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড় এলাকায় যানজট বেশি। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দীন বলেন, সকালে অফিসের সময় ও দুপুরে বিভিন্ন পয়েন্টে শত শত তিন চাকার যানের (ব্যাটারিচালিত রিকশা ও সাধারণ রিকশা) জট সৃষ্টি হয়।
সিটি করপোরেশনের তথ্যমতে, নগরীতে অনুমোদিত ইজিবাইক রয়েছে ৭ হাজার। ব্যাটারিচালিত রিকশা রয়েছে ১২ হাজার। এর মধ্যে চার ব্যাটারির মোটা চাকার রিকশা ৫ হাজার ৬০০টি। বাকিগুলো চিকন চাকার রিকশা-ভ্যান।
তবে প্রকৃত অবস্থা হলো, ব্যাটারিচালিত এসব অযান্ত্রিক যানের সংখ্যা সিটি কর্তৃপক্ষের হিসাবের কয়েক গুণ বেশি।
নগরের ভেতর থেকে পুরোপুরি সরানো হয়নি ত্রিশাল বাসস্ট্যান্ড। বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ৩০টি বাস চলাচল করে শহর থেকে। রয়েছে ১০টি লেভেল ক্রসিং। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রেলপথে ২৪টি ট্রেন ৪৮ বার চলাচল করে। এতে প্রতিবার কমপক্ষে ১০ মিনিট করে যান চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ মহানগর সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আলী ইউসুফ বলেন, নগরীতে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত মানুষকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে। সরু রাস্তায় দেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত তিন চাকার বাহন চলাচলের অনুমোদন।
সিটি করপোরেশন সূত্র বলেছে, শহরে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষ মাত্র ৩০০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে। প্রকল্পের নাম ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়নসহ নাগরিক সেবার মান উন্নয়ন।’ প্রকল্পটি ২০২০ সালের ডিসেম্বরে একনেকে পাস হয়। এই প্রকল্পের অগ্রগতি ২৩ শতাংশ। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।
এদিকে ২০১৮ সালের সিটি করপোরেশন ঘোষণার আগে ২১টি ওয়ার্ড নিয়ে ছিল ময়মনসিংহ পৌরসভা। ১২টি ওয়ার্ড গঠন করে মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে হয় সিটি করপোরেশন। নতুন যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডের বাসিন্দারা জানান, সিটি করপোরেশন হওয়ার পর কঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সবচেয়ে বেশি বঞ্চিত ব্রহ্মপুত্র নদের ওপারের ৩১, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ড।
৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকরাম বলেন, শহরেই উন্নয়ন চলছে ধীরগতিতে। নদীর ওপারে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে সময় লাগবে।
যদিও পাঁচ মেয়রের মধ্যে আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থী বলছেন, নির্বাচিত হলে তাঁদের প্রথম লক্ষ্য ওয়ার্ডভিত্তিক উন্নয়ন করা।
নগরীর উন্নয়ন থমকে থাকার জন্য সদ্য সাবেক মেয়র মো. ইকরামুল হক করোনা মহামারিকেই দুষছেন। যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ কারও একার পক্ষে সম্ভব নয়। সেখানে জড়িত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে