শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিডিউল মেনে লোডশেডিংয়ের কথা থাকলেও মানা হচ্ছে না। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকেরা।
পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে আমাদের কাজের সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।’
পৌরশহরের একটি ওয়ার্কশপের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘বিদ্যুতের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে। কিছুদিন ধরে বিদ্যুৎ খুবই সমস্যা করছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কাস্টমারদের সঠিক সময়ে মালামাল ডেলিভারি দিতে পারছি না।’
মিল মালিক দুদু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমন করে কীভাবে চলব বুঝতে পারছি না।’
জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘কী কমু বাবা? কারেন্ট থাহে না, জমিতে পানি কেমনে দিমু? জমি হাল বাইছি, মেঘ বৃষ্টি নাই, পানি নাই। কারেনের নাইগি পানি দিতে পারতেছি না। এবার কেমনে ফসল করমু? খুবই চিন্তাই আছি।’
মাটিয়াকুড়া গ্রামের কৃষক ইউছুব আলী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালাতে পারছি না। দুশ্চিন্তায় পড়েছি। এ সময় বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করতাম, এবারতো বৃষ্টিও নেই।’
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী আ. মুমিন বলেন, ‘আমরা শিডিউল মেনে লোডশেডিং দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’
শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিডিউল মেনে লোডশেডিংয়ের কথা থাকলেও মানা হচ্ছে না। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকেরা।
পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে আমাদের কাজের সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।’
পৌরশহরের একটি ওয়ার্কশপের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘বিদ্যুতের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে। কিছুদিন ধরে বিদ্যুৎ খুবই সমস্যা করছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কাস্টমারদের সঠিক সময়ে মালামাল ডেলিভারি দিতে পারছি না।’
মিল মালিক দুদু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমন করে কীভাবে চলব বুঝতে পারছি না।’
জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘কী কমু বাবা? কারেন্ট থাহে না, জমিতে পানি কেমনে দিমু? জমি হাল বাইছি, মেঘ বৃষ্টি নাই, পানি নাই। কারেনের নাইগি পানি দিতে পারতেছি না। এবার কেমনে ফসল করমু? খুবই চিন্তাই আছি।’
মাটিয়াকুড়া গ্রামের কৃষক ইউছুব আলী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালাতে পারছি না। দুশ্চিন্তায় পড়েছি। এ সময় বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করতাম, এবারতো বৃষ্টিও নেই।’
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী আ. মুমিন বলেন, ‘আমরা শিডিউল মেনে লোডশেডিং দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে