টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ধর্মঘট ডেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার দুপুরে জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ শেষে সমাবেশ করে।
এতে ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা, লাইসেন্সসহ আট দফা দাবিতে পৌর উদ্যানে সমাবেশের আয়োজন করেন শ্রমিকেরা। এতে বক্তব্য দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আ. লতিফ মিয়া, সদস্যসচিব লুৎফুল কবির, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।
গ্রাম ও শহরের সহস্রাধিক শ্রমিক ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ রেখে সমাবেশে যোগ দেন। রিকশা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, বুধবার এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পর্বের পরীক্ষা ছিল।
এইচএসসি পরীক্ষার্থী শারমিন বলেন, ‘সকাল বেলা রিকশা না পেয়ে বাজিতপুর থেকে হেঁটে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এতে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয়। পরীক্ষা শেষে বাড়ি যাচ্ছি, তা-ও রিকশা পাচ্ছি না। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
পরীক্ষার্থী শুভ বলেন, ‘পরিবহন বন্ধ করে বিক্ষোভ হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এর দায়ভার কে নেবে? শ্রমিকেরা না শ্রমিক নেতারা?’
অভিভাবক মোজাম্মেল হক বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ থাকায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য দিন বিক্ষোভ করলে মেনে নেওয়া যেত।’
ব্যাংক কর্মকর্তা শিবলি সাদিক বলেন, ‘পরিবহন ধর্মঘট চলছে, তা জানতাম না। এতে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ব্যাংকে ঢুকতে হয়েছে। অটোরিকশা না পেয়ে হেঁটে অফিসে আসতে হয়েছে।’
শ্রমিক নেতারা বলেন, রাজধানীর অনেক এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটো চলে না। তারপরও ওইসব এলাকায় যানজট সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, অটোরিকশা, মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়নে বেড়ে যাবে বেকার সমস্যা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ পেশার শ্রমিকেরা। এ ছাড়াও এ ধরনের পরিবহনে চলাচল করা সাধারণ মানুষের খরচ বেড়ে যাবে।
সমস্যা সমাধানে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবি জানিয়েছেন তাঁরা।
টাঙ্গাইলে ধর্মঘট ডেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার দুপুরে জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ শেষে সমাবেশ করে।
এতে ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা, লাইসেন্সসহ আট দফা দাবিতে পৌর উদ্যানে সমাবেশের আয়োজন করেন শ্রমিকেরা। এতে বক্তব্য দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটোরিকশা, ট্যাক্সি ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আ. লতিফ মিয়া, সদস্যসচিব লুৎফুল কবির, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।
গ্রাম ও শহরের সহস্রাধিক শ্রমিক ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ রেখে সমাবেশে যোগ দেন। রিকশা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা জানান, বুধবার এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পর্বের পরীক্ষা ছিল।
এইচএসসি পরীক্ষার্থী শারমিন বলেন, ‘সকাল বেলা রিকশা না পেয়ে বাজিতপুর থেকে হেঁটে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এতে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয়। পরীক্ষা শেষে বাড়ি যাচ্ছি, তা-ও রিকশা পাচ্ছি না। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
পরীক্ষার্থী শুভ বলেন, ‘পরিবহন বন্ধ করে বিক্ষোভ হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এর দায়ভার কে নেবে? শ্রমিকেরা না শ্রমিক নেতারা?’
অভিভাবক মোজাম্মেল হক বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ও অটো বন্ধ থাকায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অন্য দিন বিক্ষোভ করলে মেনে নেওয়া যেত।’
ব্যাংক কর্মকর্তা শিবলি সাদিক বলেন, ‘পরিবহন ধর্মঘট চলছে, তা জানতাম না। এতে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ব্যাংকে ঢুকতে হয়েছে। অটোরিকশা না পেয়ে হেঁটে অফিসে আসতে হয়েছে।’
শ্রমিক নেতারা বলেন, রাজধানীর অনেক এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটো চলে না। তারপরও ওইসব এলাকায় যানজট সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, অটোরিকশা, মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়নে বেড়ে যাবে বেকার সমস্যা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ পেশার শ্রমিকেরা। এ ছাড়াও এ ধরনের পরিবহনে চলাচল করা সাধারণ মানুষের খরচ বেড়ে যাবে।
সমস্যা সমাধানে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবি জানিয়েছেন তাঁরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে