নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কিডনি রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এই সেবা বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিডেট। পরে সাড়ে ৫ ঘণ্টা পর আবারও ডায়ালাইসিস সেবা চালু হয়। স্যানডোর কর্মকর্তাদের দাবি, বকেয়া টাকা না দেওয়ায় তাঁরা বাধ্য হয়ে সেবা বন্ধ করে দেন।
রোগীদের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের নিচতলা ও সামনের সড়কে অবস্থান নেন।
স্যান্ডর মেডিকেইডসের সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল আহসান বলেন, ‘টাকার অভাবে কর্মচারীর বেতনও দিতে পারছি না। আমরা কাঁচামাল কিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে সেবা বন্ধ করতে হয়।’ এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন ওই কর্মকর্তা।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে। ওই টাকা আদায়ে এর আগে ৪ জানুয়ারি সেবা বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ে কথা বলেছি। তাঁরা বিষয়টি দেখছেন।’
দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের সেবা দিতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটটি চালু করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসা খুব কম খরচে দিয়ে আসছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। তারা প্রতি প্রথম ডায়ালাইসিসে ২ হাজার ৬০০ টাকা নিত। দ্বিতীয় ডায়ালাইসিসের জন্য ৫০০ টাকা করে নিত। মাসে মাত্র ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচে এখানে কিডনি ডায়ালাইসিস সুবিধা পেতেন রোগীরা।
হাসপাতালের উপপরিচালক আফতাব আহমেদ এর আগে বলেছিলেন, ‘স্যান্ডরের সঙ্গে ২০১৭ সালে সরকারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তারা এত দিন সেবা দিয়ে আসছে।’
কিডনি রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এই সেবা বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিডেট। পরে সাড়ে ৫ ঘণ্টা পর আবারও ডায়ালাইসিস সেবা চালু হয়। স্যানডোর কর্মকর্তাদের দাবি, বকেয়া টাকা না দেওয়ায় তাঁরা বাধ্য হয়ে সেবা বন্ধ করে দেন।
রোগীদের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের নিচতলা ও সামনের সড়কে অবস্থান নেন।
স্যান্ডর মেডিকেইডসের সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল আহসান বলেন, ‘টাকার অভাবে কর্মচারীর বেতনও দিতে পারছি না। আমরা কাঁচামাল কিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে সেবা বন্ধ করতে হয়।’ এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন ওই কর্মকর্তা।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে। ওই টাকা আদায়ে এর আগে ৪ জানুয়ারি সেবা বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ে কথা বলেছি। তাঁরা বিষয়টি দেখছেন।’
দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের সেবা দিতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটটি চালু করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসা খুব কম খরচে দিয়ে আসছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। তারা প্রতি প্রথম ডায়ালাইসিসে ২ হাজার ৬০০ টাকা নিত। দ্বিতীয় ডায়ালাইসিসের জন্য ৫০০ টাকা করে নিত। মাসে মাত্র ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচে এখানে কিডনি ডায়ালাইসিস সুবিধা পেতেন রোগীরা।
হাসপাতালের উপপরিচালক আফতাব আহমেদ এর আগে বলেছিলেন, ‘স্যান্ডরের সঙ্গে ২০১৭ সালে সরকারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তারা এত দিন সেবা দিয়ে আসছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে