তিন জুটির কাছে আসার গল্প

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮: ৫৬

বরাবরের মতো এবারও ক্লোজআপ নিয়ে আসছে ‘কাছে আসার গল্প’। সময় সময়ের মতো বয়ে যায়, বদলে যায় আশপাশের সবকিছু। প্রজন্মের পর প্রজন্ম আসে, সাথে আসে নতুন নিয়ম-কানুন, নতুন চিন্তাধারা। নতুন সময়ে পুরোনো হয়ে যায় কাছে আসার ধারণাও। নতুন প্রজন্মের এমন তিনটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’।

নতুনত্ব রয়েছে আরও। প্রতিবার কাছে আসার গল্প তৈরি হয় দর্শকদের গল্পে। তাঁদের কাছে গল্প চাওয়া হয়। দর্শকদের পাঠানো হাজার হাজার গল্পের মধ্য থেকে সেরা তিনটি গল্প বেছে নিয়ে তৈরি হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। তবে এবার দর্শকদের কাছ থেকে গল্প নেওয়া হয়নি। প্রথমবারের মতো পরিচালকের গল্পে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যগুলো। অভিনয়েও রয়েছেন বেশ কিছু নতুন মুখ।

কাছে আসার গল্প সিরিজের এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী, সাকিব ফাহাদ ও রাকা নোশিন নাওয়ার। অমিতাভ রেজার পরিচালনায় অভিনয় করেছেন তামিম মৃধা ও প্রিয়ন্তী উর্বী। আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপকে নিয়ে আরেকটি গল্প বানাচ্ছেন রাকা নোশিন নাওয়ার। আর সাকিব ফাহাদের নির্দেশনায় তৈরি গল্পে অভিনয় করছেন শাশ্বত দত্ত ও তানজিম সাইয়ারা তটিনী।

এর মধ্যে প্রিয়ন্তী, তটিনী ও শাশ্বত প্রথমবারের মতো অভিনয় করছেন ক্লোজআপের বিশেষ এই আয়োজনে। কাছে আসার গল্পে প্রথমবার হলেও এ অভিনয়শিল্পীরা ইতিমধ্যেই ছোট পর্দা ও ওয়েব কনটেন্টে নিজেদের প্রতিভার জানান দিয়েছেন। তামিম মৃধা ও দীপ আগে থেকেই পরিচিত মুখ। অন্যদিকে আইশা, তটিনী, প্রিয়ন্তী ও শাশ্বত কয়েক বছর ধরে কাজ করছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে। কয়েকটি কাজে বেশ প্রশংসিত হয়েছেন তাঁরা।

এবার ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড শূন্য। ব্যান্ডটির ১৫ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার আইসিসিবিতে আয়োজিত কনসার্টে প্রকাশ করা হয় থিম সংটি। এ সময় ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর এবারের অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন। থিম সং ছাড়া এবার চলচ্চিত্রগুলোর গানের সুর ও সংগীতায়োজনে রয়েছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিও। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। আসছে ভালোবাসা দিবসে দেশের একাধিক টিভি চ্যানেল ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত