মো. ফজলুল আলম
সৌদি আরবের প্রতিনিধিত্বকারী ফল খেজুর। আতিথেয়তার জন্য বিখ্যাত আরবরা প্রধানত খেজুর ও আরবি কফি দিয়ে আপ্যায়ন করেন। রমজানে ইফতারের প্রধান উপকরণও এই খেজুর। দুই শতাধিক জাতের খেজুরের প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ, আকৃতি, রং। মিষ্টতায় রয়েছে বৈচিত্র্য।
সরাসরি খাওয়া ছাড়া খেজুরের রয়েছে বৈচিত্র্যময় ব্যবহার। সৌদি আরবের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ‘মামুল রুটি’ তৈরি, কোমল পানীয়সমূহকে প্রাকৃতিক উপায়ে মিষ্টি করা এবং সালাদ সাজানো ইত্যাদি কাজেও খেজুরের ব্যবহার লক্ষণীয়। অন্যান্য খাবারের সঙ্গে খেজুরের সঠিক সমন্বয় সব সময় সুন্দর অভিজ্ঞতা প্রদান করে।
খেজুরকে আরবরা এত গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হলো, তাঁরা বিশ্বাস করেন, খেজুর দিয়েই মহানবী (সা.) ইফতার করতেন। ফলে রমজান মাসে খেজুর খাওয়া হাজার বছরের মুসলিম ঐতিহ্য। মহানবী (সা.)-এর সুন্নত হিসেবে বিশ্বব্যাপী রোজাদারেরা এটি পালন করেন।
খালিদ আল-রমাদান পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তবে তিনি অবসরে খেজুরের ব্যবসা করেন। ‘কাহারামান ডেইটস’ নামে তাঁর খেজুরের ব্র্যান্ড রয়েছে। তিনি তাঁর খেজুর ব্যবসার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার জন্ম আল-আহসায়। আমার চারপাশে সব সময় খেজুরগাছের সমাহার দেখেছি। শখের বশেই আমি খেজুরের ব্যবসা শুরু করেছি।’
খালিদ আরও বলেন, ‘খেজুরের ব্যবসা করতে গিয়ে আমি অনেক চাষি ও খেজুরবাগানের মালিকদের সঙ্গে পরিচিত হয়েছি। তাঁদের এই পবিত্র ফলের উৎপাদনের কাজকে আমি বেশ মূল্যবান মনে করি। যে ব্যক্তি খেজুরের মতো সুন্দর ও অভিজাত ফল উৎপাদন করেন, তিনি অবশ্যই প্রশংসা ও সমর্থন পাওয়ার যোগ্য। আমাদের উচিত তাঁদের কাছ থেকে খেজুর কিনে বাজারজাত করা। আমরা সাধারণত সর্বনিম্ন আধা ডলার বা ৫২ টাকায় প্রতি কেজি খেজুর কিনে থাকি।’
খালিদের সবচেয়ে পছন্দের খেজুর ‘রাজিজ’। এই খেজুর সাধারণত ‘সাফসিফ’ নামের এক ঐতিহ্যবাহী খাবারে খেজুরের গুড় ও তিলের সঙ্গে পরিবেশন করা হয়। তিনি বলেন, ‘যেকোনো বিশ্বস্ত খেজুর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, তাঁরা রাজিজকেই সেরা খেজুর বলবেন। এটি অত্যন্ত মিষ্টি; পুষ্টিমান আর স্বাদেও অনন্য।’
খালিদ সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় চারটি খেজুরের কথাও জানিয়েছেন। তা হলো—
আজওয়া: আজওয়া খেজুর সবচেয়ে বেশি জনপ্রিয়। এটি প্রধানত সৌদি আরবের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় উৎপাদিত হয়, যা সবচেয়ে ব্যয়বহুল খেজুরগুলোর একটি। এর স্থানীয় নাম ‘পবিত্র খেজুর’। কালো বা গাঢ় বাদামি রঙের এই খেজুরের রয়েছে স্বতন্ত্র স্বাদ ও আবেদন। এটি কিছুটা মিষ্টি ও দারুণ ভিটামিনে ভরপুর।
খালাস: খালাস খেজুর সৌদি আরবের অভিজাত জাতের খেজুরগুলোর একটি। এটি গাঢ় বাদামি, মিষ্টি মাখনের গন্ধসমৃদ্ধ ডিম্বাকৃতির একটি খেজুর। খালিদ বলেন, ‘খালাস খেজুর সৌদি আরবের পূর্বাঞ্চলের সবচেয়ে বিখ্যাত খেজুর। আল-আহসাতে খালাস খেজুরের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয়। আরবের প্রায় সব সামাজিক অনুষ্ঠানে খালাস খেজুর বিশেষভাবে উপস্থিত থাকে।’
সোকারি: মিষ্টি মিছরির স্বাদ পেতে সোকারি খেজুর খাওয়ার পরামর্শ দেন খালিদ আল-রমাদান। তিনি জানিয়েছেন, এটি আঁশজাতীয় খাবারের বড় উৎস এবং হার্টের রোগীদের জন্য বেশ উপকারী। অধিক মিষ্টি হওয়ায় একে সোকারি বলা হয়। খেজুরের এই জাত আরবে বেশ জনপ্রিয়। একে ‘রাজকীয় খেজুর’ও বলা হয়।
সেগাই: সেগাই খেজুরের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটির একটি অংশ নরম এবং অপর অংশ কুঁচকানো ও শুকনো হয়। এর স্বাদ লাল চিনির মতো।
সূত্র: আরব নিউজ
সৌদি আরবের প্রতিনিধিত্বকারী ফল খেজুর। আতিথেয়তার জন্য বিখ্যাত আরবরা প্রধানত খেজুর ও আরবি কফি দিয়ে আপ্যায়ন করেন। রমজানে ইফতারের প্রধান উপকরণও এই খেজুর। দুই শতাধিক জাতের খেজুরের প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ, আকৃতি, রং। মিষ্টতায় রয়েছে বৈচিত্র্য।
সরাসরি খাওয়া ছাড়া খেজুরের রয়েছে বৈচিত্র্যময় ব্যবহার। সৌদি আরবের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ‘মামুল রুটি’ তৈরি, কোমল পানীয়সমূহকে প্রাকৃতিক উপায়ে মিষ্টি করা এবং সালাদ সাজানো ইত্যাদি কাজেও খেজুরের ব্যবহার লক্ষণীয়। অন্যান্য খাবারের সঙ্গে খেজুরের সঠিক সমন্বয় সব সময় সুন্দর অভিজ্ঞতা প্রদান করে।
খেজুরকে আরবরা এত গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হলো, তাঁরা বিশ্বাস করেন, খেজুর দিয়েই মহানবী (সা.) ইফতার করতেন। ফলে রমজান মাসে খেজুর খাওয়া হাজার বছরের মুসলিম ঐতিহ্য। মহানবী (সা.)-এর সুন্নত হিসেবে বিশ্বব্যাপী রোজাদারেরা এটি পালন করেন।
খালিদ আল-রমাদান পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তবে তিনি অবসরে খেজুরের ব্যবসা করেন। ‘কাহারামান ডেইটস’ নামে তাঁর খেজুরের ব্র্যান্ড রয়েছে। তিনি তাঁর খেজুর ব্যবসার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার জন্ম আল-আহসায়। আমার চারপাশে সব সময় খেজুরগাছের সমাহার দেখেছি। শখের বশেই আমি খেজুরের ব্যবসা শুরু করেছি।’
খালিদ আরও বলেন, ‘খেজুরের ব্যবসা করতে গিয়ে আমি অনেক চাষি ও খেজুরবাগানের মালিকদের সঙ্গে পরিচিত হয়েছি। তাঁদের এই পবিত্র ফলের উৎপাদনের কাজকে আমি বেশ মূল্যবান মনে করি। যে ব্যক্তি খেজুরের মতো সুন্দর ও অভিজাত ফল উৎপাদন করেন, তিনি অবশ্যই প্রশংসা ও সমর্থন পাওয়ার যোগ্য। আমাদের উচিত তাঁদের কাছ থেকে খেজুর কিনে বাজারজাত করা। আমরা সাধারণত সর্বনিম্ন আধা ডলার বা ৫২ টাকায় প্রতি কেজি খেজুর কিনে থাকি।’
খালিদের সবচেয়ে পছন্দের খেজুর ‘রাজিজ’। এই খেজুর সাধারণত ‘সাফসিফ’ নামের এক ঐতিহ্যবাহী খাবারে খেজুরের গুড় ও তিলের সঙ্গে পরিবেশন করা হয়। তিনি বলেন, ‘যেকোনো বিশ্বস্ত খেজুর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, তাঁরা রাজিজকেই সেরা খেজুর বলবেন। এটি অত্যন্ত মিষ্টি; পুষ্টিমান আর স্বাদেও অনন্য।’
খালিদ সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় চারটি খেজুরের কথাও জানিয়েছেন। তা হলো—
আজওয়া: আজওয়া খেজুর সবচেয়ে বেশি জনপ্রিয়। এটি প্রধানত সৌদি আরবের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় উৎপাদিত হয়, যা সবচেয়ে ব্যয়বহুল খেজুরগুলোর একটি। এর স্থানীয় নাম ‘পবিত্র খেজুর’। কালো বা গাঢ় বাদামি রঙের এই খেজুরের রয়েছে স্বতন্ত্র স্বাদ ও আবেদন। এটি কিছুটা মিষ্টি ও দারুণ ভিটামিনে ভরপুর।
খালাস: খালাস খেজুর সৌদি আরবের অভিজাত জাতের খেজুরগুলোর একটি। এটি গাঢ় বাদামি, মিষ্টি মাখনের গন্ধসমৃদ্ধ ডিম্বাকৃতির একটি খেজুর। খালিদ বলেন, ‘খালাস খেজুর সৌদি আরবের পূর্বাঞ্চলের সবচেয়ে বিখ্যাত খেজুর। আল-আহসাতে খালাস খেজুরের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয়। আরবের প্রায় সব সামাজিক অনুষ্ঠানে খালাস খেজুর বিশেষভাবে উপস্থিত থাকে।’
সোকারি: মিষ্টি মিছরির স্বাদ পেতে সোকারি খেজুর খাওয়ার পরামর্শ দেন খালিদ আল-রমাদান। তিনি জানিয়েছেন, এটি আঁশজাতীয় খাবারের বড় উৎস এবং হার্টের রোগীদের জন্য বেশ উপকারী। অধিক মিষ্টি হওয়ায় একে সোকারি বলা হয়। খেজুরের এই জাত আরবে বেশ জনপ্রিয়। একে ‘রাজকীয় খেজুর’ও বলা হয়।
সেগাই: সেগাই খেজুরের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটির একটি অংশ নরম এবং অপর অংশ কুঁচকানো ও শুকনো হয়। এর স্বাদ লাল চিনির মতো।
সূত্র: আরব নিউজ
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে