বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশে নেই প্রায় পাঁচ মাস। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। সেখানেই স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন শাকিব। যেটি তৈরি হবে তাঁরই প্রযোজনায়। ‘রাজকুমার’ নামে ওই সিনেমার গল্প, লোকেশন থেকে শুরু করে নির্মাতা, অভিনেত্রী, কলাকুশলী—সবাই আছেন যুক্তরাষ্ট্রে। সিনেমাটির জন্য দেশে আসার প্রয়োজন পড়বে না শাকিবের। ‘রাজকুমার’-এর শুটিং শেষ হওয়ার আগে তিনি ঢাকায় ফিরবেন, এমন সম্ভাবনাও নেই।
এদিকে ঈদের সিনেমা মুক্তি নিয়ে জেগে উঠেছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। রমজানের প্রথম সপ্তাহেই প্রযোজক পরিবেশক সমিতিতে জমা পড়েছে চারটি সিনেমা মুক্তির আবেদন—‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’। চারটির মধ্যে দুটি সিনেমার নায়ক শাকিব খান (বিদ্রোহী ও গলুই)। ফলে দেশে না থাকলেও ঈদের সিনেমাকেন্দ্রিক আলোচনায় শাকিবের নামটিই ঘুরেফিরে আসছে। ঈদের সিনেমা-বাণিজ্যেও তিনি এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এবার ঈদে শাকিবকে টেক্কা দেবেন শাকিব নিজেই। তাঁর গলুই নিয়ে ভক্তদের মধ্যে প্রথম থেকেই আলোচনা তুঙ্গে। গত মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশ হওয়ার পর আগ্রহ আরও বেড়েছে। গলুই নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘টিজার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা শুরু হলো। ঈদের দিন পর্যন্ত নিয়মিত আপডেট পাবেন দর্শকেরা। ৯ এপ্রিল প্রকাশ পাবে সিনেমার প্রথম গান। পরের সপ্তাহেই প্রকাশ পাবে ইমরান-কনার গাওয়া সিনেমার আরেকটি গান। আশা করছি, গলুই এবার ঈদে দর্শকদের মন ভরিয়ে দেবে।’ এ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব। তাঁর ডাবিং করাতে দুই দফায় যুক্তরাষ্ট্রে ছুটেছেন অলীক।
ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের আরেক সিনেমা ‘বিদ্রোহী’ বানিয়েছেন শাহীন সুমন। এ সিনেমার ট্রেলার বেরিয়েছিল মাস দশেক আগে। গতকাল প্রকাশ করা হয়েছে ‘বিদ্রোহী’র দ্বিতীয় ট্রেলার। কী ধরনের প্রচারণার পরিকল্পনা করছেন জানতে চাইলে শাহীন সুমন বলেন, ‘এটা ডিস্ট্রিবিউটর হাউস ভালো জানে। সিনেমাটি তো আগেই রিলিজ করার কথা ছিল। তখন ফার্স্টলুক, ট্রেলার প্রকাশ করেছিলাম। এখন নতুন করে আবারও ট্রেলার, গান প্রকাশ করা হবে। আর্টিস্ট নিয়ে প্রচারণার তো সুযোগ নেই। আগেই হল বুকিং ছিল অনেক। নতুন করে আরও অনেক হল যুক্ত হচ্ছে।’
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশে নেই প্রায় পাঁচ মাস। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। সেখানেই স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন শাকিব। যেটি তৈরি হবে তাঁরই প্রযোজনায়। ‘রাজকুমার’ নামে ওই সিনেমার গল্প, লোকেশন থেকে শুরু করে নির্মাতা, অভিনেত্রী, কলাকুশলী—সবাই আছেন যুক্তরাষ্ট্রে। সিনেমাটির জন্য দেশে আসার প্রয়োজন পড়বে না শাকিবের। ‘রাজকুমার’-এর শুটিং শেষ হওয়ার আগে তিনি ঢাকায় ফিরবেন, এমন সম্ভাবনাও নেই।
এদিকে ঈদের সিনেমা মুক্তি নিয়ে জেগে উঠেছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। রমজানের প্রথম সপ্তাহেই প্রযোজক পরিবেশক সমিতিতে জমা পড়েছে চারটি সিনেমা মুক্তির আবেদন—‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’। চারটির মধ্যে দুটি সিনেমার নায়ক শাকিব খান (বিদ্রোহী ও গলুই)। ফলে দেশে না থাকলেও ঈদের সিনেমাকেন্দ্রিক আলোচনায় শাকিবের নামটিই ঘুরেফিরে আসছে। ঈদের সিনেমা-বাণিজ্যেও তিনি এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এবার ঈদে শাকিবকে টেক্কা দেবেন শাকিব নিজেই। তাঁর গলুই নিয়ে ভক্তদের মধ্যে প্রথম থেকেই আলোচনা তুঙ্গে। গত মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশ হওয়ার পর আগ্রহ আরও বেড়েছে। গলুই নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘টিজার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা শুরু হলো। ঈদের দিন পর্যন্ত নিয়মিত আপডেট পাবেন দর্শকেরা। ৯ এপ্রিল প্রকাশ পাবে সিনেমার প্রথম গান। পরের সপ্তাহেই প্রকাশ পাবে ইমরান-কনার গাওয়া সিনেমার আরেকটি গান। আশা করছি, গলুই এবার ঈদে দর্শকদের মন ভরিয়ে দেবে।’ এ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব। তাঁর ডাবিং করাতে দুই দফায় যুক্তরাষ্ট্রে ছুটেছেন অলীক।
ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের আরেক সিনেমা ‘বিদ্রোহী’ বানিয়েছেন শাহীন সুমন। এ সিনেমার ট্রেলার বেরিয়েছিল মাস দশেক আগে। গতকাল প্রকাশ করা হয়েছে ‘বিদ্রোহী’র দ্বিতীয় ট্রেলার। কী ধরনের প্রচারণার পরিকল্পনা করছেন জানতে চাইলে শাহীন সুমন বলেন, ‘এটা ডিস্ট্রিবিউটর হাউস ভালো জানে। সিনেমাটি তো আগেই রিলিজ করার কথা ছিল। তখন ফার্স্টলুক, ট্রেলার প্রকাশ করেছিলাম। এখন নতুন করে আবারও ট্রেলার, গান প্রকাশ করা হবে। আর্টিস্ট নিয়ে প্রচারণার তো সুযোগ নেই। আগেই হল বুকিং ছিল অনেক। নতুন করে আরও অনেক হল যুক্ত হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে