নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটটি ইউপির ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এদিকে গতকাল শনিবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নমুনা ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ইভিএম নিয়ে শঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মক ভোটে অংশ নেওয়া ভোটাররা।
নিয়ামতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপির মোট ৯০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগামীকাল সোমবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হাজিনগর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি, চন্দননগর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, ভাবিচাতে ৯টির মধ্যে ঝুঁকিপূর্ণ ৭টি, নিয়ামতপুর সদরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, রসুলপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৯টি, পাঁড়ইলে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, শ্রীমন্তপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি এবং বাহাদুরপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ওসি হুমায়ুন কবির আরও বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য ৮টি ইউপিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তিনি আশা করছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।
এদিকে নওগাঁর নিয়ামতপুরে গতকাল শনিবার ইভিএমে নমুনা ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট নিয়ে শঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মক ভোটে অংশ নেওয়া ভোটাররা।
নিয়ামতপুর সদর ইউপির ভোটার হাসনাত বলেন, ‘আমি নতুন ভোটার। প্রথম ভোটটিই দিতে হবে ইভিএমে। কিন্তু কীভাবে দিতে হবে জানি না। নমুনা ভোট দিয়ে মনের মধ্যে যে অজানা আশঙ্কা ছিল তা কেটে গেছে। ৩১ জানুয়ারি ভোট দিতে আর সমস্যা হবে না।’
স্থানীয় অনেক ভোটার অনিয়মের আশঙ্কা করছেন। আবার কেউ এর সুবিধার কথা জানিয়ে বলছেন, ভোট দিতে সময় কম লাগবে। তা ছাড়া ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যাবে।
ভাবিচা গ্রামের ভোটার রনজিত বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। তিনি আরও বলেন, লোকমুখে শুনেছেন যে ভোট যেখানেই দেবেন তা অন্য প্রতীকে চলে যাবে। নমুনা ভোটে সংশয় দূর হয়েছে কিন্তু মনের ভেতরের আশঙ্কা দূর হচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, ৩১ জানুয়ারি ইউপি ভোট উপলক্ষে গতকাল শনিবার একযোগে ৯০টি কেন্দ্রে ইভিএমে নমুনা ভোট নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট পদ্ধতি দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ব্যালটে ভোট দিয়ে অভ্যস্ত অনেকে। কিন্তু ইভিএম সম্পর্কে না জানার কারণে শঙ্কা তৈরি হয়েছিল। এখন মক ভোটে অংশগ্রহণ করে সে আশঙ্কা দূর হয়ে যাবে। ভোটের পরিবেশ ভালো রয়েছে। তিনি আশা করছেন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটটি ইউপির ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এদিকে গতকাল শনিবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নমুনা ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ইভিএম নিয়ে শঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মক ভোটে অংশ নেওয়া ভোটাররা।
নিয়ামতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপির মোট ৯০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগামীকাল সোমবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হাজিনগর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি, চন্দননগর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, ভাবিচাতে ৯টির মধ্যে ঝুঁকিপূর্ণ ৭টি, নিয়ামতপুর সদরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, রসুলপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৯টি, পাঁড়ইলে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি, শ্রীমন্তপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫টি এবং বাহাদুরপুরে ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ওসি হুমায়ুন কবির আরও বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য ৮টি ইউপিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তিনি আশা করছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে।
এদিকে নওগাঁর নিয়ামতপুরে গতকাল শনিবার ইভিএমে নমুনা ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট নিয়ে শঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মক ভোটে অংশ নেওয়া ভোটাররা।
নিয়ামতপুর সদর ইউপির ভোটার হাসনাত বলেন, ‘আমি নতুন ভোটার। প্রথম ভোটটিই দিতে হবে ইভিএমে। কিন্তু কীভাবে দিতে হবে জানি না। নমুনা ভোট দিয়ে মনের মধ্যে যে অজানা আশঙ্কা ছিল তা কেটে গেছে। ৩১ জানুয়ারি ভোট দিতে আর সমস্যা হবে না।’
স্থানীয় অনেক ভোটার অনিয়মের আশঙ্কা করছেন। আবার কেউ এর সুবিধার কথা জানিয়ে বলছেন, ভোট দিতে সময় কম লাগবে। তা ছাড়া ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যাবে।
ভাবিচা গ্রামের ভোটার রনজিত বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। তিনি আরও বলেন, লোকমুখে শুনেছেন যে ভোট যেখানেই দেবেন তা অন্য প্রতীকে চলে যাবে। নমুনা ভোটে সংশয় দূর হয়েছে কিন্তু মনের ভেতরের আশঙ্কা দূর হচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, ৩১ জানুয়ারি ইউপি ভোট উপলক্ষে গতকাল শনিবার একযোগে ৯০টি কেন্দ্রে ইভিএমে নমুনা ভোট নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট পদ্ধতি দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ব্যালটে ভোট দিয়ে অভ্যস্ত অনেকে। কিন্তু ইভিএম সম্পর্কে না জানার কারণে শঙ্কা তৈরি হয়েছিল। এখন মক ভোটে অংশগ্রহণ করে সে আশঙ্কা দূর হয়ে যাবে। ভোটের পরিবেশ ভালো রয়েছে। তিনি আশা করছেন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে