আবদুল আযীয কাসেমি
ইসলাম সব সময় জ্ঞানার্জনে উৎসাহ দেয়। নবী (সা.)-এর কাছে প্রথম যে অহি এসেছে তা হলো, ‘পড়ো তোমার প্রতিপালকের নামে।’ এখানে যে পড়ার এবং জ্ঞানার্জনের কথা বলা হয়েছে, তার মধ্যে সবার আগে থাকবে ধর্মীয় জ্ঞান। যেমনটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।’ (ইবনে মাজাহ: ২২৪)
এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদেরা বিস্তর আলাপ করেছেন। সংক্ষেপে বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বলতে হবে যে বিধানের দিক থেকে ধর্মীয় জ্ঞান দুই প্রকার।
এক. ফরজে কেফায়া তথা যা কিছু মানুষ আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। দুই. ফরজে আইন তথা যা অর্জন করা প্রত্যেকের জন্য আবশ্যক।
যে জ্ঞান শেখা ফরজে কেফায়া, তার উদাহরণ হলো—কোরআন, সুন্নাহ ও ইসলামি জ্ঞানের বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করা, ধর্মীয় নানা বিষয়ে ও সংকটে সমাধান দিতে পারা। এই জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক না হলেও মুসলমানদের মধ্যে এ বিষয়ের পণ্ডিত ও বিশেষজ্ঞ থাকা আবশ্যক। যদি কোনো অঞ্চলে একজনও এমন ব্যক্তি না থাকেন, তাহলে সেখানকার সবাই গুনাহগার হবেন। কারণ এমন ব্যক্তির অনুপস্থিতির কারণে সমাজে কুসংস্কার ছড়িয়ে পড়বে। ফলে ইসলামের আসল রূপটাই মানুষের মানসপট থেকে হারিয়ে যাবে।
আরেক প্রকার জ্ঞান হলো ফরজে আইন, অর্থাৎ যা না জানলেই নয়। প্রত্যেক মুসলমানকেই তা জানতে হবে। যেমন আকিদা-বিশ্বাসের মৌলিক বিষয়গুলো। যেমন আল্লাহ তাআলার একত্ববাদ, নবীজির নবুয়ত ও সর্বশেষ নবী হওয়া ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
একইভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই পবিত্রতা, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক। এ ছাড়া সব পেশার মানুষকে তার পেশা-সম্পর্কিত ইসলামের বিধানগুলো জানতে হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
ইসলাম সব সময় জ্ঞানার্জনে উৎসাহ দেয়। নবী (সা.)-এর কাছে প্রথম যে অহি এসেছে তা হলো, ‘পড়ো তোমার প্রতিপালকের নামে।’ এখানে যে পড়ার এবং জ্ঞানার্জনের কথা বলা হয়েছে, তার মধ্যে সবার আগে থাকবে ধর্মীয় জ্ঞান। যেমনটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।’ (ইবনে মাজাহ: ২২৪)
এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদেরা বিস্তর আলাপ করেছেন। সংক্ষেপে বিষয়টি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বলতে হবে যে বিধানের দিক থেকে ধর্মীয় জ্ঞান দুই প্রকার।
এক. ফরজে কেফায়া তথা যা কিছু মানুষ আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। দুই. ফরজে আইন তথা যা অর্জন করা প্রত্যেকের জন্য আবশ্যক।
যে জ্ঞান শেখা ফরজে কেফায়া, তার উদাহরণ হলো—কোরআন, সুন্নাহ ও ইসলামি জ্ঞানের বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করা, ধর্মীয় নানা বিষয়ে ও সংকটে সমাধান দিতে পারা। এই জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক না হলেও মুসলমানদের মধ্যে এ বিষয়ের পণ্ডিত ও বিশেষজ্ঞ থাকা আবশ্যক। যদি কোনো অঞ্চলে একজনও এমন ব্যক্তি না থাকেন, তাহলে সেখানকার সবাই গুনাহগার হবেন। কারণ এমন ব্যক্তির অনুপস্থিতির কারণে সমাজে কুসংস্কার ছড়িয়ে পড়বে। ফলে ইসলামের আসল রূপটাই মানুষের মানসপট থেকে হারিয়ে যাবে।
আরেক প্রকার জ্ঞান হলো ফরজে আইন, অর্থাৎ যা না জানলেই নয়। প্রত্যেক মুসলমানকেই তা জানতে হবে। যেমন আকিদা-বিশ্বাসের মৌলিক বিষয়গুলো। যেমন আল্লাহ তাআলার একত্ববাদ, নবীজির নবুয়ত ও সর্বশেষ নবী হওয়া ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
একইভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই পবিত্রতা, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক। এ ছাড়া সব পেশার মানুষকে তার পেশা-সম্পর্কিত ইসলামের বিধানগুলো জানতে হবে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে