আশরাফুল আলম আপন, বদরগঞ্জ
একটু খাবারের আশায় এবার আর অন্যের বাড়িতে উঁকি দিতে হয়নি ১০ বছরের সুমন ও তার ছোট ভাই সিমনকে। অন্যের কটুকথা থেকে বাঁচতে তাদের পায়ে আর শিকল পরিয়ে রাখেননি মা। কারণ হতদরিদ্র পরিবারটির করুণ কাহিনি পত্রিকায় প্রকাশের পর অনেকেই উপহারের বন্যা বইয়ে দিয়েছেন।
তাদের বাবা আমির হোসেন ও মা শেফালী বেগম এবং আরও তিন ভাইবোনকে দেওয়া হয়েছে নতুন পোশাক। চাল, ডাল, তেল, পেঁয়াজ, মাংস, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার মিলেছে অঢেল। ঈদের দিন তাই রংপুরের বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকার রেল বস্তির ঝুপড়িতে বয়ে যায় আনন্দের জোয়ার।
সুমন ও সিমনের বাবা আমির হোসেন বলেন, ‘১০ মাস আগোত কোরবানির ঈদোত মানুষ একনা গরুর গোশত দিচিল। ওই খাচি। পেপার হওয়ার পর ম্যালায় মানুষ বাড়িত খাবার নিয়া আলচে। কায়ও মুরগি, আবার কায়ও গরুর গোশত কিনে দিচে। এখন সেগুলো খাচ্ছি।’
আমির হোসেন অন্যের গরু বেচাকেনায় সহযোগিতা করেন। এতে কোনো দিন ২০০-৪০০ টাকা পান। কোনো দিন কিছুই পান না। আর ছোট ছোট সন্তান থাকায় তাঁর স্ত্রী শেফালী বেগমকে কেউ ঝিয়ের কাজও দিতেন না। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শিশু সুমন ও তার ভাই সিমন এর ওর বাড়িতে যেত। অনেক সময় অন্যের ফলগাছে ঢিল ছুড়ত। এ নিয়ে মা-বাবাকে শুনতে হতো কটুকথা। তাই তাঁরা সুমন ও সিমনকে পায়ে শিকল পরিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন। এ নিয়ে গত ২৬ এপ্রিল আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই ঝুপড়িতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ ও পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। দুই শিশুর পায়ের শিকল খুলে দেওয়া হয়। তাঁরা পরিবারটিকে শুকনো খাবার ও টাকা উপহার দেন। গত রোববার সস্ত্রীক পরিবারটির কাছে যান দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ) মো. কামরুজ্জামান।
তিনি পরিবারের সদস্যদের নতুন পোশাক ও টাকা দেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ৪২ হাজার টাকা দামের একটি নতুন চার্জার ভ্যান উপহার দিয়েছেন আমির হোসেনকে। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ওই পরিবারের হাতে শুকনো খাবার ও ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। ঢাকা জজ কোর্টের আইনজীবী ওয়ালিউর রহমান দোলন এম এ মতিন সরকারের পক্ষে শুকনো খাবার দেওয়া হয়। পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়। রংপুর-২ আসনের সাবেক সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল ছয় মাসের দুই বেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে অনেকে নানা সহযোগিতা দিচ্ছেন। পরিবারের প্রত্যেক সদস্য ৬ থেকে ৭ সেট করে কাপড় পেয়েছে। পরিবারটি ১৭৫ কেজি চাল ও ২০ লিটার সয়াবিন তেল পেয়েছে।
শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে আগে ঈদের দিন নতুন শাড়ি পরতে পারিনি। ছইলগুলোকেও নতুন পিরান দিতে পারি নাই। ঈদের দিন সকাল-বিকাল গরু ও মুরগির গোশত ও পোলাও রান্না করে খাইছি। এই প্রথম ছইলগুলো নিয়া ঈদ ভালোমতো কাটল।’
একটু খাবারের আশায় এবার আর অন্যের বাড়িতে উঁকি দিতে হয়নি ১০ বছরের সুমন ও তার ছোট ভাই সিমনকে। অন্যের কটুকথা থেকে বাঁচতে তাদের পায়ে আর শিকল পরিয়ে রাখেননি মা। কারণ হতদরিদ্র পরিবারটির করুণ কাহিনি পত্রিকায় প্রকাশের পর অনেকেই উপহারের বন্যা বইয়ে দিয়েছেন।
তাদের বাবা আমির হোসেন ও মা শেফালী বেগম এবং আরও তিন ভাইবোনকে দেওয়া হয়েছে নতুন পোশাক। চাল, ডাল, তেল, পেঁয়াজ, মাংস, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার মিলেছে অঢেল। ঈদের দিন তাই রংপুরের বদরগঞ্জ পৌরশহরের পকিহানা এলাকার রেল বস্তির ঝুপড়িতে বয়ে যায় আনন্দের জোয়ার।
সুমন ও সিমনের বাবা আমির হোসেন বলেন, ‘১০ মাস আগোত কোরবানির ঈদোত মানুষ একনা গরুর গোশত দিচিল। ওই খাচি। পেপার হওয়ার পর ম্যালায় মানুষ বাড়িত খাবার নিয়া আলচে। কায়ও মুরগি, আবার কায়ও গরুর গোশত কিনে দিচে। এখন সেগুলো খাচ্ছি।’
আমির হোসেন অন্যের গরু বেচাকেনায় সহযোগিতা করেন। এতে কোনো দিন ২০০-৪০০ টাকা পান। কোনো দিন কিছুই পান না। আর ছোট ছোট সন্তান থাকায় তাঁর স্ত্রী শেফালী বেগমকে কেউ ঝিয়ের কাজও দিতেন না। এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শিশু সুমন ও তার ভাই সিমন এর ওর বাড়িতে যেত। অনেক সময় অন্যের ফলগাছে ঢিল ছুড়ত। এ নিয়ে মা-বাবাকে শুনতে হতো কটুকথা। তাই তাঁরা সুমন ও সিমনকে পায়ে শিকল পরিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন। এ নিয়ে গত ২৬ এপ্রিল আজকের পত্রিকায় ‘চুরির অপবাদ এড়াতে পায়ে শিকল শিশুদের’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই ঝুপড়িতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ ও পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। দুই শিশুর পায়ের শিকল খুলে দেওয়া হয়। তাঁরা পরিবারটিকে শুকনো খাবার ও টাকা উপহার দেন। গত রোববার সস্ত্রীক পরিবারটির কাছে যান দিনাজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ) মো. কামরুজ্জামান।
তিনি পরিবারের সদস্যদের নতুন পোশাক ও টাকা দেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ৪২ হাজার টাকা দামের একটি নতুন চার্জার ভ্যান উপহার দিয়েছেন আমির হোসেনকে। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ওই পরিবারের হাতে শুকনো খাবার ও ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। ঢাকা জজ কোর্টের আইনজীবী ওয়ালিউর রহমান দোলন এম এ মতিন সরকারের পক্ষে শুকনো খাবার দেওয়া হয়। পরিবারের সব সদস্যকে নতুন পোশাক দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়। রংপুর-২ আসনের সাবেক সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল ছয় মাসের দুই বেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে অনেকে নানা সহযোগিতা দিচ্ছেন। পরিবারের প্রত্যেক সদস্য ৬ থেকে ৭ সেট করে কাপড় পেয়েছে। পরিবারটি ১৭৫ কেজি চাল ও ২০ লিটার সয়াবিন তেল পেয়েছে।
শেফালী বেগম বলেন, ‘অভাবের কারণে আগে ঈদের দিন নতুন শাড়ি পরতে পারিনি। ছইলগুলোকেও নতুন পিরান দিতে পারি নাই। ঈদের দিন সকাল-বিকাল গরু ও মুরগির গোশত ও পোলাও রান্না করে খাইছি। এই প্রথম ছইলগুলো নিয়া ঈদ ভালোমতো কাটল।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে