বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গরু চুরি বেড়েছে। প্রতিরাতেই সংঘবদ্ধ চোরের দল কোনো না কোনো এলাকায় গরু চুরি করছে।
গরু চোর চক্রের অপতৎপরতায় কৃষক ও খামারিদের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে। অনেক এলাকায় পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। আবার কিছু এলাকায় গরু পাহারা দিতে গরুর সঙ্গে গোয়ালঘরে ঘুমাচ্ছেন গৃহস্থরা। গত ১৫ দিনে এ উপজেলায় ১০ থেকে ১২টি গরু চুরি হয়েছে বলে কৃষক ও খামারিরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি), মোকারিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি), চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রভৃতি এলাকায় চোরের উপদ্রব বেশি। প্রায় প্রতি রাতে গোয়ালঘরে চোর দল চুরি করছে। এ ছাড়া এসব এলাকায় ভ্যান, সাইকেল, পানি তোলার পাম্পসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। এর মধ্যে চাঁদগ্রামের হবিল সর্দারের দুটি গরু, বিপ্লবের দুটি, হরিপুরের মহিউদ্দিনের একটি, জুনিয়াদহ গ্রামের ফিরোজের একটি, মোকারিমপুর ইউপির গোলাপনগর গোরস্থানপাড়ার কাসেম উদ্দিনের একটি এবং পৌরসভার ফারাকপুরের মজিবর মৃধার দুটি গরু চুরি হয়েছে। এ ছাড়া গরু চুরির সময় ধাওয়া খেয়ে ফেলে যাওয়া প্রায় পাঁচটি গরু উদ্ধার করতে সক্ষম হন গৃহস্থরা।
ভুক্তভোগীরা জানান, গরু চুরির পর কোথায় নিয়ে যায় তাও বুঝতে পারছে না কেউ। এসব ঘটনায় থানায় খুব কম অভিযোগ জমা পড়ে। অনেক সময় ক্ষতিগ্রস্তরা প্রতিকার না পাওয়ায় থানায় অভিযোগ করেন না। গত এক মাসে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁরা জানান। এ ঘটনায় গরু হারিয়ে হতদরিদ্র কৃষক পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
জুনিয়াদহ গ্রামের খন্দকার এজাজ বলেন, প্রতিদিন চুরির মাত্রা বাড়ছে। গরু ছাড়াও ভ্যান, নছিমন, অটোরিকশা এমনকি গাছের ডাব পর্যন্ত চুরি হচ্ছে। পদ্মাপাড় ও উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে চুরির ঘটনা বেশি ঘটছে।
রাত জেগে পালাক্রমে এলাকা পাহারা দিচ্ছেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদের খেমিরদিয়ার গ্রামের কৃষক আনতাজ আলী, মাজদার হোসেন, স্বপন ও সোহেল। তাঁরা বলেন, `ফেলা নামে একজনের বাড়িতে গরু চুরি করতে আসে চোর। পরে ধাওয়া দিয়ে গরু উদ্ধার করা হয়। রাজিব ও মজিবের ভ্যান, সাইকেল ও রুবেলের পাম্প মেশিন চুরি হয়েছে। আমরা প্রতিদিন রাত জেগে পাহারা দিচ্ছি।’
চাঁদগ্রামের কৃষক বিপ্লব হোসেন বলেন, গত শনিবার রাতে আমার বাড়ি থেকে গাভি ও বাছুর চুরি করে নিয়ে যায় চোরচক্র। এর কয়েক দিন আগে আমার চাচার গোয়াল থেকে গাভি ও বাছুর চোর চুরি করে নিয়ে যায়। আমি গাভি পালন করে দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালাতাম। চুরি যাওয়া দুই গরুর দাম প্রায় দুই লাখ টাকা বলে তিনি জানান।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আকিবুল ইসলাম বলেন, সবে মাত্র এ থানায় যোগদান করেছি। চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি আন্তরিক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তিনি জানান।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গরু চুরি বেড়েছে। প্রতিরাতেই সংঘবদ্ধ চোরের দল কোনো না কোনো এলাকায় গরু চুরি করছে।
গরু চোর চক্রের অপতৎপরতায় কৃষক ও খামারিদের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে। অনেক এলাকায় পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। আবার কিছু এলাকায় গরু পাহারা দিতে গরুর সঙ্গে গোয়ালঘরে ঘুমাচ্ছেন গৃহস্থরা। গত ১৫ দিনে এ উপজেলায় ১০ থেকে ১২টি গরু চুরি হয়েছে বলে কৃষক ও খামারিরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি), মোকারিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি), চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রভৃতি এলাকায় চোরের উপদ্রব বেশি। প্রায় প্রতি রাতে গোয়ালঘরে চোর দল চুরি করছে। এ ছাড়া এসব এলাকায় ভ্যান, সাইকেল, পানি তোলার পাম্পসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। এর মধ্যে চাঁদগ্রামের হবিল সর্দারের দুটি গরু, বিপ্লবের দুটি, হরিপুরের মহিউদ্দিনের একটি, জুনিয়াদহ গ্রামের ফিরোজের একটি, মোকারিমপুর ইউপির গোলাপনগর গোরস্থানপাড়ার কাসেম উদ্দিনের একটি এবং পৌরসভার ফারাকপুরের মজিবর মৃধার দুটি গরু চুরি হয়েছে। এ ছাড়া গরু চুরির সময় ধাওয়া খেয়ে ফেলে যাওয়া প্রায় পাঁচটি গরু উদ্ধার করতে সক্ষম হন গৃহস্থরা।
ভুক্তভোগীরা জানান, গরু চুরির পর কোথায় নিয়ে যায় তাও বুঝতে পারছে না কেউ। এসব ঘটনায় থানায় খুব কম অভিযোগ জমা পড়ে। অনেক সময় ক্ষতিগ্রস্তরা প্রতিকার না পাওয়ায় থানায় অভিযোগ করেন না। গত এক মাসে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁরা জানান। এ ঘটনায় গরু হারিয়ে হতদরিদ্র কৃষক পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
জুনিয়াদহ গ্রামের খন্দকার এজাজ বলেন, প্রতিদিন চুরির মাত্রা বাড়ছে। গরু ছাড়াও ভ্যান, নছিমন, অটোরিকশা এমনকি গাছের ডাব পর্যন্ত চুরি হচ্ছে। পদ্মাপাড় ও উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে চুরির ঘটনা বেশি ঘটছে।
রাত জেগে পালাক্রমে এলাকা পাহারা দিচ্ছেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদের খেমিরদিয়ার গ্রামের কৃষক আনতাজ আলী, মাজদার হোসেন, স্বপন ও সোহেল। তাঁরা বলেন, `ফেলা নামে একজনের বাড়িতে গরু চুরি করতে আসে চোর। পরে ধাওয়া দিয়ে গরু উদ্ধার করা হয়। রাজিব ও মজিবের ভ্যান, সাইকেল ও রুবেলের পাম্প মেশিন চুরি হয়েছে। আমরা প্রতিদিন রাত জেগে পাহারা দিচ্ছি।’
চাঁদগ্রামের কৃষক বিপ্লব হোসেন বলেন, গত শনিবার রাতে আমার বাড়ি থেকে গাভি ও বাছুর চুরি করে নিয়ে যায় চোরচক্র। এর কয়েক দিন আগে আমার চাচার গোয়াল থেকে গাভি ও বাছুর চোর চুরি করে নিয়ে যায়। আমি গাভি পালন করে দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালাতাম। চুরি যাওয়া দুই গরুর দাম প্রায় দুই লাখ টাকা বলে তিনি জানান।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আকিবুল ইসলাম বলেন, সবে মাত্র এ থানায় যোগদান করেছি। চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি আন্তরিক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তিনি জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে