গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়াই শিশু-কিশোরেরা চালাচ্ছে অটোরিকশাসহ তিন চাকার গাড়ি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রী নিয়ে ছুটছে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অদক্ষ এসব শিশু-কিশোর চালকদের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে আতঙ্কে থাকেন যাত্রী ও পথচারীরা।
তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া ট্রাক্টর ও মিনিট্রাক নিয়েও সড়কে দেখা যায় এসব অপ্রাপ্তবয়স্ককে।
সরেজমিনে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে, উপজেলার তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই কিশোর। আবার তাদের মধ্যে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা চলে। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
এদিকে এসব অদক্ষ চালকের কারণে বাড়ছে যানজট। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক; চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীরা আতঙ্কে রয়েছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ায় গাড়ির মালিকদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
পৌর এলাকার করিম উদ্দিন বলেন, গ্রাম এলাকায় যাত্রীরা এত কিছু বোঝে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। একটা দুর্ঘটনার শিকার হলে কেবল ভুক্তভোগীরা বোঝে এর কত যন্ত্রণা।
উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ ইউনিয়নের কালীর বাজার এলাকার অটোরিকশাচালক বাবু (১৩) বলে, সে তিন বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে। ৩৫০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান বলেন, পৌরসভা থেকে অপ্রাপ্তবয়স্ক কাউকে অটোরিকশার লাইসেন্স দেওয়া হয় না। অনেক সময় যানবাহনের মালিকেরা এ ধরনের ভুল করেন। তাঁরা অটোরিকশার মালিকদের সবসময় অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য সতর্ক করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তাঁরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়াই শিশু-কিশোরেরা চালাচ্ছে অটোরিকশাসহ তিন চাকার গাড়ি। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রী নিয়ে ছুটছে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অদক্ষ এসব শিশু-কিশোর চালকদের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে আতঙ্কে থাকেন যাত্রী ও পথচারীরা।
তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া ট্রাক্টর ও মিনিট্রাক নিয়েও সড়কে দেখা যায় এসব অপ্রাপ্তবয়স্ককে।
সরেজমিনে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে, উপজেলার তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই কিশোর। আবার তাদের মধ্যে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা চলে। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
এদিকে এসব অদক্ষ চালকের কারণে বাড়ছে যানজট। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক; চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীরা আতঙ্কে রয়েছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ায় গাড়ির মালিকদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
পৌর এলাকার করিম উদ্দিন বলেন, গ্রাম এলাকায় যাত্রীরা এত কিছু বোঝে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। একটা দুর্ঘটনার শিকার হলে কেবল ভুক্তভোগীরা বোঝে এর কত যন্ত্রণা।
উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ ইউনিয়নের কালীর বাজার এলাকার অটোরিকশাচালক বাবু (১৩) বলে, সে তিন বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে। ৩৫০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান বলেন, পৌরসভা থেকে অপ্রাপ্তবয়স্ক কাউকে অটোরিকশার লাইসেন্স দেওয়া হয় না। অনেক সময় যানবাহনের মালিকেরা এ ধরনের ভুল করেন। তাঁরা অটোরিকশার মালিকদের সবসময় অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য সতর্ক করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, তাঁরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে