দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
করোনাকালে বন্ধ হওয়া লোকাল-২৫২ ট্রেনটি এখনো চালু না হওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। স্বল্প টাকায় ঢাকায় যাতায়াতে এ অঞ্চলের দরিদ্র মানুষের ভরসা ছিল এই ট্রেনটি। প্রায় আড়াই বছর ধরে ট্রেনটি বন্ধ থাকায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। ট্রেনটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দেওয়ানগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ রেলপথে চলাচলকারী লোকাল-২৫২ ট্রেনটির চলাচল বন্ধ হয় ২০১৯ সালে।
ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ রেলস্টেশন থেকে সকাল সোয়া ছয়টায় দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত এবং বিকেল পাঁচটায় দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে আসত।
ট্রেনটিতে দেওয়ানগঞ্জ, মোশাররফগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, জামালপুর, নান্দিনা, নুরুন্দি, পিয়ারপুর, বিদ্যাগঞ্জ, বাইগনবাড়ী, ময়মনসিংহে চলাচলকারী যাত্রী ও পণ্য পরিবহন করা হতো। কিন্তু ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ওই সব অঞ্চলের হাজারো মানুষ। ভাড়া কম হওয়ায় সাধারণ যাত্রীসহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের যোগাযোগের ভরসা ছিল এই ট্রেনটি।
আরও জানা গেছে, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে প্রতিদিন দুটি আন্তনগর ও দুটি কমিউটার ট্রেন জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা চলাচল করে। কিন্তু এসব ট্রেনে মালামাল পরিবহন করা যায় না এবং ট্রেনগুলো সব স্টেশনে থামে না।
উপজেলার কালিকাপুর এলাকার আহসান হাবিব মুকি জানান, ভাড়া কম হওয়ায় ট্রেনটি ছিল সাধারণ যাত্রীদের কাছে যোগাযোগের ভরসা। ট্রেনটি লোকাল হওয়ায় ছোট-বড় সব স্টেশনেই থামত এবং যাত্রীরা ওঠানামা করতে পারত। এতে সহজে পণ্যও পরিবহন করা যেত। ট্রেনটি বন্ধ হওয়ায় তাদের দুর্ভোগে পড়তে হয়েছে।
উপজেলার সুগার মিল এলাকার আবুল কালাম আজাদ বলেন, আন্তনগর ও কমিউটার ট্রেনগুলো দূরপাল্লার। লোকাল-২৫২ ট্রেনটি আন্তবিভাগীয় চলাচলে বিরাট ভূমিকা রেখেছে। ট্রেনটি বন্ধ হওয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। দ্রুত ট্রেনটি চালু করার দাবি জানান তিনি।
এ বিষয়ে রেলওয়ের দেওয়ানগঞ্জ স্টেশন মাস্টার মো. আব্দুল বাতেন বলেন, ‘ট্রেনটিতে স্থানীয়ভাবে যাতায়াতকারীরা চলাচলসহ মালামাল আনা-নেওয়া করত। তবে যাত্রীদের মধ্যে টিকিট করে ভ্রমণের প্রবণতা কম ছিল। তারপরও জরুরি বিবেচনায় ট্রেনটি চালু করা প্রয়োজন।’
করোনাকালে বন্ধ হওয়া লোকাল-২৫২ ট্রেনটি এখনো চালু না হওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। স্বল্প টাকায় ঢাকায় যাতায়াতে এ অঞ্চলের দরিদ্র মানুষের ভরসা ছিল এই ট্রেনটি। প্রায় আড়াই বছর ধরে ট্রেনটি বন্ধ থাকায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। ট্রেনটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দেওয়ানগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ রেলপথে চলাচলকারী লোকাল-২৫২ ট্রেনটির চলাচল বন্ধ হয় ২০১৯ সালে।
ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ রেলস্টেশন থেকে সকাল সোয়া ছয়টায় দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত এবং বিকেল পাঁচটায় দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে আসত।
ট্রেনটিতে দেওয়ানগঞ্জ, মোশাররফগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, জামালপুর, নান্দিনা, নুরুন্দি, পিয়ারপুর, বিদ্যাগঞ্জ, বাইগনবাড়ী, ময়মনসিংহে চলাচলকারী যাত্রী ও পণ্য পরিবহন করা হতো। কিন্তু ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ওই সব অঞ্চলের হাজারো মানুষ। ভাড়া কম হওয়ায় সাধারণ যাত্রীসহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের যোগাযোগের ভরসা ছিল এই ট্রেনটি।
আরও জানা গেছে, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে প্রতিদিন দুটি আন্তনগর ও দুটি কমিউটার ট্রেন জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা চলাচল করে। কিন্তু এসব ট্রেনে মালামাল পরিবহন করা যায় না এবং ট্রেনগুলো সব স্টেশনে থামে না।
উপজেলার কালিকাপুর এলাকার আহসান হাবিব মুকি জানান, ভাড়া কম হওয়ায় ট্রেনটি ছিল সাধারণ যাত্রীদের কাছে যোগাযোগের ভরসা। ট্রেনটি লোকাল হওয়ায় ছোট-বড় সব স্টেশনেই থামত এবং যাত্রীরা ওঠানামা করতে পারত। এতে সহজে পণ্যও পরিবহন করা যেত। ট্রেনটি বন্ধ হওয়ায় তাদের দুর্ভোগে পড়তে হয়েছে।
উপজেলার সুগার মিল এলাকার আবুল কালাম আজাদ বলেন, আন্তনগর ও কমিউটার ট্রেনগুলো দূরপাল্লার। লোকাল-২৫২ ট্রেনটি আন্তবিভাগীয় চলাচলে বিরাট ভূমিকা রেখেছে। ট্রেনটি বন্ধ হওয়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। দ্রুত ট্রেনটি চালু করার দাবি জানান তিনি।
এ বিষয়ে রেলওয়ের দেওয়ানগঞ্জ স্টেশন মাস্টার মো. আব্দুল বাতেন বলেন, ‘ট্রেনটিতে স্থানীয়ভাবে যাতায়াতকারীরা চলাচলসহ মালামাল আনা-নেওয়া করত। তবে যাত্রীদের মধ্যে টিকিট করে ভ্রমণের প্রবণতা কম ছিল। তারপরও জরুরি বিবেচনায় ট্রেনটি চালু করা প্রয়োজন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে