মাদারীপুর প্রতিনিধি
কালকিনিতে বাদীর চাচা লিয়াকত আলী খানকে (৫৮) পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামে ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে থানা-পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটার মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেন আসামিরা।
আহত লিয়াকত খানের ভাতিজা কালাম খান বলেন, ‘আমার ভাই মিরাজ খানের পা কেটে নেয় আপাং কাজীর লোকজন। তাই আমি আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা করেছি। আদালত আসামিদের নামে পরোয়ানা জারি করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার চাচা লিয়াকত খানের দুই পা ভেঙে দিয়েছেন আসামিরা।’
তবে অভিযোগের বিষয় আপাং কাজী বলেন, ‘পা ভাঙার বিষয় আমি কিছু জানি না। কে বা কারা তাঁর পায়ে আঘাত করেছেন, সেটা আমার জানারও কথা না। এখন তাঁরা শত্রুতার কারণে আমাদের জড়িয়ে মিথ্যে ও বানোয়াট কথা বলছেন।’
কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়া বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তার করতে গেলে, তা টের পেয়ে আসামিরা পালিয়ে যান। তবে শুনেছি, পরে সেখানে হামলার ঘটনা ঘটেছে।’
কালকিনিতে বাদীর চাচা লিয়াকত আলী খানকে (৫৮) পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামে ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে থানা-পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটার মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেন আসামিরা।
আহত লিয়াকত খানের ভাতিজা কালাম খান বলেন, ‘আমার ভাই মিরাজ খানের পা কেটে নেয় আপাং কাজীর লোকজন। তাই আমি আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা করেছি। আদালত আসামিদের নামে পরোয়ানা জারি করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার চাচা লিয়াকত খানের দুই পা ভেঙে দিয়েছেন আসামিরা।’
তবে অভিযোগের বিষয় আপাং কাজী বলেন, ‘পা ভাঙার বিষয় আমি কিছু জানি না। কে বা কারা তাঁর পায়ে আঘাত করেছেন, সেটা আমার জানারও কথা না। এখন তাঁরা শত্রুতার কারণে আমাদের জড়িয়ে মিথ্যে ও বানোয়াট কথা বলছেন।’
কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়া বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তার করতে গেলে, তা টের পেয়ে আসামিরা পালিয়ে যান। তবে শুনেছি, পরে সেখানে হামলার ঘটনা ঘটেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে