নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে