রুবায়েত হোসেন, খুবি
আজ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। ১৯৯১ সালের ২৫ নভেম্বর শিক্ষাকার্যক্রম শুরু হয় দক্ষিণাঞ্চলের অন্যতম এই বিদ্যাপীঠের। ৩৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার নানা আয়োজন হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। ইতিমধ্যে ক্যাম্পাসের ভবনগুলো রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে। দিবস পালনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ।
এই দিনে চারটি ডিসিপ্লিনে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খুবি। বর্তমানে প্রায় সাত হাজার শিক্ষার্থী এবং পাঁচ শতাধিক শিক্ষক রয়েছেন। প্রতিবছর ২৯টি ডিসিপ্লিনের অধীনে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রমবিকাশের ধারায় এখন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনায় বিশ্বমান অর্জনে জোর দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাস ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
এগিয়ে নেওয়া হচ্ছে। গবেষণার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টি এ বছর আন্তর্জাতিক র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, টাইমস্ হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।
গবেষণার পাশাপাশি জোর দেওয়া হয়েছে ডিজিটালাইজেশনের জন্য নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিকসহ সামগ্রিক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করতে ডি-নথি চালু, সফট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় হাইস্পিড ইন্টারনেট ব্যাকবোন, সিকিউরিটি সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন এবং আধুনিক সুবিধাসংবলিত স্মার্ট ক্লাসরুম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন, আবাসিক হলের সিট বুকিং, অ্যাপস্ ব্যবহার করে ঢাকার অতিথি হাউসের রুম বুকিং, অনলাইনে চাকরির আবেদন, আধুনিক সুবিধাসংবলিত প্রশিক্ষণ কক্ষ, ল্যাব উল্লেখযোগ্য। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শিগগির স্মার্ট কার্ডের আওতায় আনা হচ্ছে। বর্তমানে নেই কোনো সেশনজটও।
খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতিমধ্যে আস্থার জায়গা সৃষ্টিতে সক্ষম হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা ধারণ করেই এ বিশ্ববিদ্যালয় বিশ্বমান অর্জনের পথে এগিয়ে যাবে। সরকারের ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে একে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নেওয়া হচ্ছে।
দিবস উদ্যাপনে কর্মসূচির মধ্যে রয়েছে কালজয়ী মুজিব ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তমঞ্চে অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপন।
আজ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। ১৯৯১ সালের ২৫ নভেম্বর শিক্ষাকার্যক্রম শুরু হয় দক্ষিণাঞ্চলের অন্যতম এই বিদ্যাপীঠের। ৩৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার নানা আয়োজন হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। ইতিমধ্যে ক্যাম্পাসের ভবনগুলো রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে। দিবস পালনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ।
এই দিনে চারটি ডিসিপ্লিনে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খুবি। বর্তমানে প্রায় সাত হাজার শিক্ষার্থী এবং পাঁচ শতাধিক শিক্ষক রয়েছেন। প্রতিবছর ২৯টি ডিসিপ্লিনের অধীনে শিক্ষার্থী ভর্তি করানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রমবিকাশের ধারায় এখন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনায় বিশ্বমান অর্জনে জোর দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাস ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
এগিয়ে নেওয়া হচ্ছে। গবেষণার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টি এ বছর আন্তর্জাতিক র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, টাইমস্ হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।
গবেষণার পাশাপাশি জোর দেওয়া হয়েছে ডিজিটালাইজেশনের জন্য নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিকসহ সামগ্রিক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করতে ডি-নথি চালু, সফট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় হাইস্পিড ইন্টারনেট ব্যাকবোন, সিকিউরিটি সার্ভিল্যান্স সিস্টেম স্থাপন এবং আধুনিক সুবিধাসংবলিত স্মার্ট ক্লাসরুম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন, আবাসিক হলের সিট বুকিং, অ্যাপস্ ব্যবহার করে ঢাকার অতিথি হাউসের রুম বুকিং, অনলাইনে চাকরির আবেদন, আধুনিক সুবিধাসংবলিত প্রশিক্ষণ কক্ষ, ল্যাব উল্লেখযোগ্য। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শিগগির স্মার্ট কার্ডের আওতায় আনা হচ্ছে। বর্তমানে নেই কোনো সেশনজটও।
খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতিমধ্যে আস্থার জায়গা সৃষ্টিতে সক্ষম হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটা ধারণ করেই এ বিশ্ববিদ্যালয় বিশ্বমান অর্জনের পথে এগিয়ে যাবে। সরকারের ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে একে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নেওয়া হচ্ছে।
দিবস উদ্যাপনে কর্মসূচির মধ্যে রয়েছে কালজয়ী মুজিব ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্তমঞ্চে অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে