নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
মাহমুদউল্লাহ রিয়াদের পোস্ট করা ছবিটা ভাইরাল। যদিও পুরাতন, ২০১৯ সালে তোলা–হোটেল রুমে দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ তথা তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের আড্ডা। চট্টগ্রামে বিশ্রামের দিনে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিল! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো’।
সেই মধুর সময় এই মুহূর্তে ফেরানো কঠিনই! তার চেয়ে বরং আজ সহজ কাজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতে সিরিজে এগিয়ে যাওয়া। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের ভাবনায় সে চিন্তাই। সিরিজ ওপেনারে জয়ের পর গতকাল দলের হোটেলে বিশ্রামেই কাটিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুপুরে হোটেলের লবিতে তাসকিন আহমেদকে ছুটতে দেখা গেল ছেলের পেছনে। পরে পরিবার নিয়ে গেলেন ঘুরতে।
সবাই যখন বিশ্রামে, পুরোপুরি ফিট হওয়ার তাগিদে একক অনুশীলন করেছেন সিরিজের চট্টগ্রাম পর্বে দলে জায়গা না পাওয়া সৌম্য সরকার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাঁহাতি ওপেনারকে পুরোপুরি ফিট করে তুলতে কোচদের পুরো বহরই মাঠে, সৌম্যর সঙ্গে। বাংলাদেশ দল বিশ্রাম নিলেও গতকাল অবশ্য অনুশীলন করেছে জিম্বাবুয়ে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিসংখ্যান জিম্বাবুয়েকে আশ্বস্ত করছে না। এই সিরিজের আগে এখানে হওয়া একমাত্র টি-টোয়েন্টিতে হেরেছিল সফরকারীরা। আর পরশু তো একরকম অসহায় আত্মসমর্পণই করেছে তারা। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে হলে প্রস্তুত হয়েই মাঠে নামতে হবে তাদের। দলটির মিডল অর্ডার ব্যাটার ক্লাইভ মাদান্দে অন্তত তেমনই মনে করেন, ‘পরের ম্যাচে আমাদের আরও ভালো হয়ে আসতে হবে। কিছু জায়গা আছে যেখানে আমাদের উন্নতি দরকার। বিশেষ করে শুরুর ব্যাটিং। শুরুতেই এত উইকেট হারানো যাবে না। এখানেই আমাদের কাজ করতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উইকেট বুঝে ভালো খেলতে হবে।’
আর বাংলাদেশের কোথায় উন্নতি করতে হবে—একপেশে ম্যাচে সেটা অবশ্য ঢাকা পড়ে গেছে! তাসকিন, শরীফুল ইসলামের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের কম্বিনেশনে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের ধারটাকে শাণিতই মনে হয়েছে। ব্যাটিংয়ে সৌম্যর অভাব বুঝতে দেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো শুরু পাওয়ার জন্য চিন্তা শুধু ছন্দহারা লিটন দাসকে নিয়ে। রানে ফেরাটা জরুরি তাঁর।
লিটন আগের ম্যাচে রান না পেলেও সহজে জিতেছে বাংলাদেশ। রান পেয়েছেন তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রা। তাঁরা ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশের সিরিজ না জেতার কোনো কারণ নেই। তবে ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বললেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘আসলে এ মুহূর্তে (সিরিজ জয় নিয়ে) চিন্তা করছি না। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরম্যান্স ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি।’
আগের ম্যাচে দুই দফায় হানা দিয়েছিল বৃষ্টি। গতকালও চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। হালকা বৃষ্টিও হয়েছে একবার। আজও চট্টগ্রামে একই অবস্থা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
মাহমুদউল্লাহ রিয়াদের পোস্ট করা ছবিটা ভাইরাল। যদিও পুরাতন, ২০১৯ সালে তোলা–হোটেল রুমে দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ তথা তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের আড্ডা। চট্টগ্রামে বিশ্রামের দিনে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিল! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো’।
সেই মধুর সময় এই মুহূর্তে ফেরানো কঠিনই! তার চেয়ে বরং আজ সহজ কাজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতে সিরিজে এগিয়ে যাওয়া। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের ভাবনায় সে চিন্তাই। সিরিজ ওপেনারে জয়ের পর গতকাল দলের হোটেলে বিশ্রামেই কাটিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুপুরে হোটেলের লবিতে তাসকিন আহমেদকে ছুটতে দেখা গেল ছেলের পেছনে। পরে পরিবার নিয়ে গেলেন ঘুরতে।
সবাই যখন বিশ্রামে, পুরোপুরি ফিট হওয়ার তাগিদে একক অনুশীলন করেছেন সিরিজের চট্টগ্রাম পর্বে দলে জায়গা না পাওয়া সৌম্য সরকার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাঁহাতি ওপেনারকে পুরোপুরি ফিট করে তুলতে কোচদের পুরো বহরই মাঠে, সৌম্যর সঙ্গে। বাংলাদেশ দল বিশ্রাম নিলেও গতকাল অবশ্য অনুশীলন করেছে জিম্বাবুয়ে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিসংখ্যান জিম্বাবুয়েকে আশ্বস্ত করছে না। এই সিরিজের আগে এখানে হওয়া একমাত্র টি-টোয়েন্টিতে হেরেছিল সফরকারীরা। আর পরশু তো একরকম অসহায় আত্মসমর্পণই করেছে তারা। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে হলে প্রস্তুত হয়েই মাঠে নামতে হবে তাদের। দলটির মিডল অর্ডার ব্যাটার ক্লাইভ মাদান্দে অন্তত তেমনই মনে করেন, ‘পরের ম্যাচে আমাদের আরও ভালো হয়ে আসতে হবে। কিছু জায়গা আছে যেখানে আমাদের উন্নতি দরকার। বিশেষ করে শুরুর ব্যাটিং। শুরুতেই এত উইকেট হারানো যাবে না। এখানেই আমাদের কাজ করতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উইকেট বুঝে ভালো খেলতে হবে।’
আর বাংলাদেশের কোথায় উন্নতি করতে হবে—একপেশে ম্যাচে সেটা অবশ্য ঢাকা পড়ে গেছে! তাসকিন, শরীফুল ইসলামের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের কম্বিনেশনে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের ধারটাকে শাণিতই মনে হয়েছে। ব্যাটিংয়ে সৌম্যর অভাব বুঝতে দেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো শুরু পাওয়ার জন্য চিন্তা শুধু ছন্দহারা লিটন দাসকে নিয়ে। রানে ফেরাটা জরুরি তাঁর।
লিটন আগের ম্যাচে রান না পেলেও সহজে জিতেছে বাংলাদেশ। রান পেয়েছেন তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রা। তাঁরা ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশের সিরিজ না জেতার কোনো কারণ নেই। তবে ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বললেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘আসলে এ মুহূর্তে (সিরিজ জয় নিয়ে) চিন্তা করছি না। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরম্যান্স ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি।’
আগের ম্যাচে দুই দফায় হানা দিয়েছিল বৃষ্টি। গতকালও চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। হালকা বৃষ্টিও হয়েছে একবার। আজও চট্টগ্রামে একই অবস্থা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে