কানাইঘাট ও জকিগঞ্জ প্রতিনিধি
কানাইঘাট ও জকিগঞ্জের ১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। গত সোমবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করে। এর আগে রোববার বিকেল ৪টায় মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয়।
প্রকাশিত তালিকায় সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউপির ৪টিতে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থীরা উপেক্ষিত হয়েছেন। এ নিয়ে কানাইঘাট উপজেলার ৪টি ইউপিতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে জকিগঞ্জের একটি ইউপিতে তৃণমূলের ভোটে নিবার্চিত প্রার্থী উপেক্ষিত হন।
কানাইঘাট প্রতিনিধি: এ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে জেমস লিও ফারগুশন নানকা, দীঘিরপাড় পূর্ব ইউপিতে আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপিতে আব্দুল মন্নান, বড়চতুল ইউপিতে মুবশ্বির আলী চাচাই, সদর ইউপিতে প্রভাষক আফসার উদ্দিন আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপিতে সায়েম আহমদ, রাজাগঞ্জ ইউপিতে বিলাল আহমদ।
মনোনীতদের মধ্যে ৩০ নভেম্বর তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে তোতা মিয়া, দীঘিরপাড় পূর্ব ইউপিতে আব্দুল বাছিত, ঝিংগাবাড়ী ইউপিতে হারুন রশিদ ও রাজাগঞ্জ ইউপিতে আলী আকবর চৌধুরী কোহিনুর নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া দক্ষিণ বাণীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ ও বাবুল রানা সমান সমান ভোট পেয়েছিলেন।
তৃণমূল পর্যায়ের নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁদের দেওয়া সিদ্ধান্ত উপেক্ষিত হয়েছে। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে মাঠ পর্যায়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করলেও এবার উপজেলার বিভিন্ন ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
কানাইঘাট উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বলেন, ‘তৃণমূলের ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। তারপরও কেন্দ্রীয় সিদ্ধান্ত আমার প্রতিকূলে চলে গেছে। তৃণমূল নেতাদের কাছে আমি কৃতজ্ঞতার পাশাপাশি কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই।’
উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া বলেন, ‘দল যা মনে করে তাই ভালো। কেন্দ্রীয় কমিটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাহলে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতা-কর্মীদের ভোটের কি প্রয়োজন ছিল? তারপরও কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগ নেতা হারুন রশিদ বলেন, ‘স্থানীয়ভাবে আমি নির্বাচিত হয়েছি। এতে তৃণমূলের জয় হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত তালিকায় আমার নাম না এলেও আমি খুবই খুশি।’
রাজাগঞ্জ ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর চৌধুরী কোহিনুর বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বাদ দিলেও তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে ভোট দিয়েছে এতেই আমি খুশি।’
জকিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, বারহাল ইউপিতে মনজুরুল হামিদ চৌধুরী, বীরশ্রী ইউপিতে আব্দুস সাত্তার, কাজলসার ইউপিতে জুলকার নাইন লস্কর, খলাছড়া ইউপিতে কবির আহমদ, জকিগঞ্জ ইউপিতে আফতাব আহমদ, সুলতানপুর ইউপিতে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরী ইউপিতে মহসীন মুতর্জা চৌধুরী, কসকনকপুর ইউপিতে আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুর ইউপিতে আবু জাফর মো. রায়হান।
এর মধ্যে বারঠাকুরী ইউপিতে তৃণমূল নেতাদের ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভাকর দেশমুখ্য বিজয়ী হন। তবে কেন্দ্র বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীন মুর্তুজা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। মানিকপুর ইউনিয়নে আবু জাফর রায়হান ও রিলন আহমদ চৌধুরী তৃণমূলের সমান সমান ভোট পেলেও কেন্দ্রের সিদ্ধান্তে এখানে সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান মনোনয়ন পেয়েছেন।
কানাইঘাট ও জকিগঞ্জের ১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। গত সোমবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করে। এর আগে রোববার বিকেল ৪টায় মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয়।
প্রকাশিত তালিকায় সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউপির ৪টিতে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থীরা উপেক্ষিত হয়েছেন। এ নিয়ে কানাইঘাট উপজেলার ৪টি ইউপিতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে জকিগঞ্জের একটি ইউপিতে তৃণমূলের ভোটে নিবার্চিত প্রার্থী উপেক্ষিত হন।
কানাইঘাট প্রতিনিধি: এ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপিতে তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে জেমস লিও ফারগুশন নানকা, দীঘিরপাড় পূর্ব ইউপিতে আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপিতে আব্দুল মন্নান, বড়চতুল ইউপিতে মুবশ্বির আলী চাচাই, সদর ইউপিতে প্রভাষক আফসার উদ্দিন আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপিতে সায়েম আহমদ, রাজাগঞ্জ ইউপিতে বিলাল আহমদ।
মনোনীতদের মধ্যে ৩০ নভেম্বর তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপিতে তোতা মিয়া, দীঘিরপাড় পূর্ব ইউপিতে আব্দুল বাছিত, ঝিংগাবাড়ী ইউপিতে হারুন রশিদ ও রাজাগঞ্জ ইউপিতে আলী আকবর চৌধুরী কোহিনুর নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া দক্ষিণ বাণীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ ও বাবুল রানা সমান সমান ভোট পেয়েছিলেন।
তৃণমূল পর্যায়ের নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁদের দেওয়া সিদ্ধান্ত উপেক্ষিত হয়েছে। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে মাঠ পর্যায়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করলেও এবার উপজেলার বিভিন্ন ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
কানাইঘাট উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বলেন, ‘তৃণমূলের ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। তারপরও কেন্দ্রীয় সিদ্ধান্ত আমার প্রতিকূলে চলে গেছে। তৃণমূল নেতাদের কাছে আমি কৃতজ্ঞতার পাশাপাশি কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই।’
উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া বলেন, ‘দল যা মনে করে তাই ভালো। কেন্দ্রীয় কমিটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাহলে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতা-কর্মীদের ভোটের কি প্রয়োজন ছিল? তারপরও কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
ঝিংগাবাড়ী ইউপি আওয়ামী লীগ নেতা হারুন রশিদ বলেন, ‘স্থানীয়ভাবে আমি নির্বাচিত হয়েছি। এতে তৃণমূলের জয় হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত তালিকায় আমার নাম না এলেও আমি খুবই খুশি।’
রাজাগঞ্জ ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর চৌধুরী কোহিনুর বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বাদ দিলেও তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে ভোট দিয়েছে এতেই আমি খুশি।’
জকিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, বারহাল ইউপিতে মনজুরুল হামিদ চৌধুরী, বীরশ্রী ইউপিতে আব্দুস সাত্তার, কাজলসার ইউপিতে জুলকার নাইন লস্কর, খলাছড়া ইউপিতে কবির আহমদ, জকিগঞ্জ ইউপিতে আফতাব আহমদ, সুলতানপুর ইউপিতে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরী ইউপিতে মহসীন মুতর্জা চৌধুরী, কসকনকপুর ইউপিতে আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুর ইউপিতে আবু জাফর মো. রায়হান।
এর মধ্যে বারঠাকুরী ইউপিতে তৃণমূল নেতাদের ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভাকর দেশমুখ্য বিজয়ী হন। তবে কেন্দ্র বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীন মুর্তুজা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। মানিকপুর ইউনিয়নে আবু জাফর রায়হান ও রিলন আহমদ চৌধুরী তৃণমূলের সমান সমান ভোট পেলেও কেন্দ্রের সিদ্ধান্তে এখানে সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান মনোনয়ন পেয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে