কয়রা প্রতিনিধি
কয়রায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পরিযায়ী পাখি শিকার। বিষটোপ কিংবা ফাঁদ পেতে অবাধে শিকার করা হচ্ছে বিশ্বের শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা প্রজাতির পরিযায়ী পাখি। প্রশাসনিক তৎপরতার অভাবের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র পাখি শিকার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর বলছে, পরিযায়ী পাখি শিকারের ফলে পরিবেশের ওপর বিরূপ পড়তে পারে। পাশাপাশি দেশে পরিযায়ী পাখির আগমন কমে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর শীত মৌসুমের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখি খুলনার বিভিন্ন অঞ্চলে আসে। হাওর ও বিল পরিবেষ্টিত অঞ্চলে পাখিগুলো আশ্রয় নেয়। শীত শেষে সেগুলো আবার নিজেদের আবাসে ফিরে যায়।
আরও জানা গেছে, এই শীতে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের নদী-নালা, খাল-বিল, ঝোপঝাড় ও সুন্দরবনসহ গড়ে তোলা সামাজিক বনায়ন গুলোতে ডাহুক, তীরশুল, নলকাক, ভাঁড়ই, রাঙ্গাবনী, গাঙচিল, রাতচড়া, হুটটিটি, হাড়গিলা, বালিহাঁস, সরালি কাস্তে, হুরহুরসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সেই সঙ্গে অপতৎপরতা বেড়েছে পাখি শিকারিদের। শীতের শুরু থেকেই এ অঞ্চলে চলছে পাখি শিকারের মহোৎসব।
উপজেলার বামিয়া ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের তহুরা পারভিন বলেন, আমার বসতবাড়ির সঙ্গে দেড় বিঘা জমিতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। কয়েক বছর ধরে শীতের শুরুতেই সেখানে পরিযায়ী পাখির আগমন ঘটে। প্রতিদিন বিকেলে পাখিরা যখন দিন শেষে এই বাগানে ফিরে আসে তখন এলাকার মানুষ ছাড়াও বাইরের এলাকা থেকে অনেকে দেখতে আসেন। সবাই মুগ্ধ হয়ে পাখিদের নীড়ে ফেরা দেখেন। কিন্তু এক শ্রেণির অসাধু শিকারি রাতের আঁধারে এয়ারগান আর গুলতি দিয়ে এসব পাখি শিকার করেন। এ জন্য গত বছর আমার বাগান থেকে পরিযায়ী পাখি চলে গিয়েছিল।
তহুরা পারভিন আরও বলেন, ‘এ বছর আমার বাগানে আসা পরিযায়ী পাখি শিকার প্রতিহত করতে বাগান পাহারা দিচ্ছি। এরপরও গভীর রাতে অনেকে আমাকে ফাঁকি দিয়ে পাখি শিকারের চেষ্টা করছেন। প্রশাসনের সাহায্য ছাড়া আমার একার পক্ষে পাখি শিকারিদের ঠেকানো সম্ভব না।’
স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন ফরাদ বলেন, ‘উপজেলার মদিনাবাদ লঞ্চঘাটের চর এলাকায় মানব কল্যাণ ইউনিটির পক্ষ থেকে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। সেখানে হাজার হাজার পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে। এলাকার অসাধু কিছু শিকারি রাতের আঁধারে এয়ারগান দিয়ে এসব পাখি শিকার করেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
সাইফুল ইসলাম নামের এক পাখি প্রেমী বলেন, ‘প্রতিবার শীত মৌসুমে আমাদের উপজেলায় পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়ে যায়। এবারও কিছু অসাধু শিকারি রাতের আঁধারে ফাঁদ পেতে, গুলতি, ইয়ারগান ও দিনের বেলায় বিষ টোপ দিয়ে এসব পাখি শিকার করছেন।’ তিনি আরও বলেন, ‘অতিথি পাখির আশ্রয়স্থলে প্রশাসনিক নজরদারির সঙ্গে সঙ্গে পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও প্রচার চালালে পরিযায়ী পাখি শিকার কমানো সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, ‘বন্যপ্রাণী নিধন দণ্ডনীয় অপরাধ। পরিযায়ী পাখি শিকার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সভা করেছি। পাশাপাশি সামাজিক বনায়নে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মাটির ভাঁড় বেঁধে বাসা তৈরি করে দিয়েছি। কেউ যদি অতিথি পাখি শিকার করেন তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
কয়রায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পরিযায়ী পাখি শিকার। বিষটোপ কিংবা ফাঁদ পেতে অবাধে শিকার করা হচ্ছে বিশ্বের শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা প্রজাতির পরিযায়ী পাখি। প্রশাসনিক তৎপরতার অভাবের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র পাখি শিকার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর বলছে, পরিযায়ী পাখি শিকারের ফলে পরিবেশের ওপর বিরূপ পড়তে পারে। পাশাপাশি দেশে পরিযায়ী পাখির আগমন কমে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর শীত মৌসুমের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখি খুলনার বিভিন্ন অঞ্চলে আসে। হাওর ও বিল পরিবেষ্টিত অঞ্চলে পাখিগুলো আশ্রয় নেয়। শীত শেষে সেগুলো আবার নিজেদের আবাসে ফিরে যায়।
আরও জানা গেছে, এই শীতে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের নদী-নালা, খাল-বিল, ঝোপঝাড় ও সুন্দরবনসহ গড়ে তোলা সামাজিক বনায়ন গুলোতে ডাহুক, তীরশুল, নলকাক, ভাঁড়ই, রাঙ্গাবনী, গাঙচিল, রাতচড়া, হুটটিটি, হাড়গিলা, বালিহাঁস, সরালি কাস্তে, হুরহুরসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সেই সঙ্গে অপতৎপরতা বেড়েছে পাখি শিকারিদের। শীতের শুরু থেকেই এ অঞ্চলে চলছে পাখি শিকারের মহোৎসব।
উপজেলার বামিয়া ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের তহুরা পারভিন বলেন, আমার বসতবাড়ির সঙ্গে দেড় বিঘা জমিতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। কয়েক বছর ধরে শীতের শুরুতেই সেখানে পরিযায়ী পাখির আগমন ঘটে। প্রতিদিন বিকেলে পাখিরা যখন দিন শেষে এই বাগানে ফিরে আসে তখন এলাকার মানুষ ছাড়াও বাইরের এলাকা থেকে অনেকে দেখতে আসেন। সবাই মুগ্ধ হয়ে পাখিদের নীড়ে ফেরা দেখেন। কিন্তু এক শ্রেণির অসাধু শিকারি রাতের আঁধারে এয়ারগান আর গুলতি দিয়ে এসব পাখি শিকার করেন। এ জন্য গত বছর আমার বাগান থেকে পরিযায়ী পাখি চলে গিয়েছিল।
তহুরা পারভিন আরও বলেন, ‘এ বছর আমার বাগানে আসা পরিযায়ী পাখি শিকার প্রতিহত করতে বাগান পাহারা দিচ্ছি। এরপরও গভীর রাতে অনেকে আমাকে ফাঁকি দিয়ে পাখি শিকারের চেষ্টা করছেন। প্রশাসনের সাহায্য ছাড়া আমার একার পক্ষে পাখি শিকারিদের ঠেকানো সম্ভব না।’
স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন ফরাদ বলেন, ‘উপজেলার মদিনাবাদ লঞ্চঘাটের চর এলাকায় মানব কল্যাণ ইউনিটির পক্ষ থেকে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। সেখানে হাজার হাজার পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে। এলাকার অসাধু কিছু শিকারি রাতের আঁধারে এয়ারগান দিয়ে এসব পাখি শিকার করেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
সাইফুল ইসলাম নামের এক পাখি প্রেমী বলেন, ‘প্রতিবার শীত মৌসুমে আমাদের উপজেলায় পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়ে যায়। এবারও কিছু অসাধু শিকারি রাতের আঁধারে ফাঁদ পেতে, গুলতি, ইয়ারগান ও দিনের বেলায় বিষ টোপ দিয়ে এসব পাখি শিকার করছেন।’ তিনি আরও বলেন, ‘অতিথি পাখির আশ্রয়স্থলে প্রশাসনিক নজরদারির সঙ্গে সঙ্গে পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও প্রচার চালালে পরিযায়ী পাখি শিকার কমানো সম্ভব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, ‘বন্যপ্রাণী নিধন দণ্ডনীয় অপরাধ। পরিযায়ী পাখি শিকার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সভা করেছি। পাশাপাশি সামাজিক বনায়নে পাখিদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মাটির ভাঁড় বেঁধে বাসা তৈরি করে দিয়েছি। কেউ যদি অতিথি পাখি শিকার করেন তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে