সংস্কারের জন্য লেন বন্ধ ১৫ কিলোমিটার যানজট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ১২: ৪৫

সংস্কারের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ থাকায় সীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে গতকাল রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়। জটে আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই সংস্কারকাজ চলছে। সকাল নয়টা থেকে শুরু হয় এই যানজট। প্রায় আট ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়ক সংস্কার কাজে নিয়োজিত কর্মীরা বলেন, মহাসড়কের বাংলাবাজার এলাকা থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী লেনে সংস্কারকাজ চলছে। এতে ওই এক কিলোমিটার অংশে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। আর ওই লেন দিয়ে চলা যানবাহনগুলোও ঢাকামুখী লেন দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকেলে কাজ বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে জটে আটকে থাকা একটি লরির চালক রফিকুল ইসলাম জানান, সংস্কার কাজের কারণেই সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজটে আটকা পড়েন তিনি। টানা ছয় ঘণ্টা যানজটে আটকা থাকার পর অনেকটা মন্থর গতিতে থেমে থেমে  ঢাকামুখী লেন দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহানো সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, চট্টগ্রাম শহরে যেতে বেলা ১১টায় বার আউলিয়া এলাকা থেকে বাসে ওঠেন তিনি। কিন্তু যানজটে আটকা পড়ে দুই ঘণ্টা পর ফৌজদারহাট এলাকায় পৌঁছান। সেখানে দুই ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরও জট থেকে মুক্তি পাননি। এরপর উল্টো পথে চলা গাড়িতে করে তিনি চট্টগ্রামে পৌঁছান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সড়কের এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে জটে আটকা পড়ে কিছুটা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে বিকেলে কাজ বন্ধ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত