পটুয়াখালী ও মির্জাগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জের শিক্ষার্থী আরিফুর রহমান অপি হত্যাকারীদের দ্রুত বিচার ও হত্যার সূত্র উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী।
গতকাল শনিবার সকালে উপজেলার চরখালী বাজারে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সামনে নিহত শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তাঁরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরিবার সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। গত রোববার দুপুরে অপির অর্ধগলিত লাশ পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই কাকড়াবুনিয়া বাজারসংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ের চর থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফুর রহমান অপি (২৩) বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের বাবা আলতাফ হোসেন, মা মিনারা বেগম, বোন জেসমিন আখতার, ছোট বোন ফারজানা আক্তার।
অপির ছোট বোন ফারজানা বলেন, বাড়ির পাশে জাফর নামের এক ব্যক্তি অপিকে বিদেশে নেওয়ার কথা বলে দুই লাখের বেশি টাকা নেয়। এ নিয়ে ২৭ ডিসেম্বর অপি ও তাঁর মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে একপর্যায়ে অপিকে হুমকি-ধমকি দেয়। এদিকে ২৮ ডিসেম্বর সকালে অপি তাঁর বন্ধু লিমনের বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার খান ও অপির বোন ফারজানার সঙ্গে লিমনের কথা হয়। বিকেলে অপিকে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরে লিমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অপি বিকেলে আমাদের সঙ্গে পায়রা নদীর পাড়ে আড্ডা দিচ্ছিল, ওর ফোন আসায় চলে যায়। রাতে লিমনকে সঙ্গে নিয়ে পায়রা নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
অপির ছোট ভগ্নিপতি রাসেল হোসেন বলেন, ‘অপির লাশ পাওয়ার পর থেকে ওই দুই বন্ধুর ফোন বন্ধ। আমরা অজ্ঞাত নাম দিয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘অপিকে আমি চিনতাম। অপি নিখোঁজ হওয়ার আগের দিন দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে বলে ‘‘আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছে আপনাকে একটু আসতে হবে।’’ পরে আমি ব্যস্ত থাকায় ওরে উপজেলায় আসতে বলেছি ও আর আসেনি। পরে ২৯ ডিসেম্বর ওর বাবা ফোন করে জানায় অপি নিখোঁজ।’
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘তদন্তে বেশকিছু তথ্য বেরিয়ে এসেছে। বিষয়টি তদন্তাধীন, জড়িতদের নাম প্রকাশ করা যাবে না। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জের শিক্ষার্থী আরিফুর রহমান অপি হত্যাকারীদের দ্রুত বিচার ও হত্যার সূত্র উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী।
গতকাল শনিবার সকালে উপজেলার চরখালী বাজারে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সামনে নিহত শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তাঁরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরিবার সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দুপুরে অপি রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নিখোঁজের ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। গত রোববার দুপুরে অপির অর্ধগলিত লাশ পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই কাকড়াবুনিয়া বাজারসংলগ্ন পায়রা নদীর পূর্ব পাড়ের চর থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফুর রহমান অপি (২৩) বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স (ইতিহাস) তৃতীয় বর্ষের ছাত্র ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আলতাফ মৃধার ছেলে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিহতের বাবা আলতাফ হোসেন, মা মিনারা বেগম, বোন জেসমিন আখতার, ছোট বোন ফারজানা আক্তার।
অপির ছোট বোন ফারজানা বলেন, বাড়ির পাশে জাফর নামের এক ব্যক্তি অপিকে বিদেশে নেওয়ার কথা বলে দুই লাখের বেশি টাকা নেয়। এ নিয়ে ২৭ ডিসেম্বর অপি ও তাঁর মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে একপর্যায়ে অপিকে হুমকি-ধমকি দেয়। এদিকে ২৮ ডিসেম্বর সকালে অপি তাঁর বন্ধু লিমনের বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার খান ও অপির বোন ফারজানার সঙ্গে লিমনের কথা হয়। বিকেলে অপিকে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। পরে লিমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অপি বিকেলে আমাদের সঙ্গে পায়রা নদীর পাড়ে আড্ডা দিচ্ছিল, ওর ফোন আসায় চলে যায়। রাতে লিমনকে সঙ্গে নিয়ে পায়রা নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
অপির ছোট ভগ্নিপতি রাসেল হোসেন বলেন, ‘অপির লাশ পাওয়ার পর থেকে ওই দুই বন্ধুর ফোন বন্ধ। আমরা অজ্ঞাত নাম দিয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, ‘অপিকে আমি চিনতাম। অপি নিখোঁজ হওয়ার আগের দিন দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে বলে ‘‘আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছে আপনাকে একটু আসতে হবে।’’ পরে আমি ব্যস্ত থাকায় ওরে উপজেলায় আসতে বলেছি ও আর আসেনি। পরে ২৯ ডিসেম্বর ওর বাবা ফোন করে জানায় অপি নিখোঁজ।’
মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘তদন্তে বেশকিছু তথ্য বেরিয়ে এসেছে। বিষয়টি তদন্তাধীন, জড়িতদের নাম প্রকাশ করা যাবে না। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে