আয়নাল হোসেন, ঢাকা
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানেরা সারা দিন রোজা পালন শেষে ইফতারির সঙ্গে নানা ধরনের খাবার খেয়ে থাকেন। দেশের অধিকাংশ মানুষই ইফতারিতে ছোলা-মুড়ি খান। এ সময়ে ছোলার চাহিদা বাড়ায় দামও বাড়ান ব্যবসায়ীরা। এবার রোজার আগে পণ্যটির দাম বেড়েছে খুচরায়। যদিও পাইকারিতে দাম কমেছে বা অপরিবর্তিত আছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি ছোলা খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল মানভেদে ৬৫-৭০ টাকায়। চলতি বছরের ১ জানুয়ারি তা বিক্রি হয়েছিল ৭০-৭৫ টাকা। বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ছোলার দাম বেড়েছে সর্বোচ্চ ১০ টাকা।
পুরান ঢাকার নয়াবাজারের মুদি দোকানি আবুল কালাম জানান, মাসখানেক আগে তাঁদের বাজারে মানভেদে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০-৭২ টাকা। বর্তমানে তা ৭২-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসের তথ্যানুযায়ী, দেশে বছরে ছোলার মোট চাহিদা ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা রয়েছে ৮০ হাজার মেট্রিক টনের। দেশে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার একটি বড় অংশ আমদানি হয় এবং চট্টগ্রামের ব্যবসায়ীরাই বেশির ভাগ আমদানি করেন। তবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরাও ছোলা আমদানি করে থাকেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, তাঁদের বাজারে ছোলা বর্তমানে কম দামে বিক্রি হচ্ছে। মাস খানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৬৫-৬৮ টাকা। যা বর্তমানে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রহমতগঞ্জের পাইকারি ছোলা ব্যবসায়ীরা জানান, রমজান মাসকে সামনে রেখে প্রায় প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ ছোলার মজুত রয়েছে। বর্তমানে তাদের বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। যা কিছুদিন আগেও ৬৩-৬৫ টাকা ছিল। রমজান মাসকে সামনে রেখে অনেকেই ছোলা আমদানি করেছেন।
ছোলার মজুত ও দাম সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ বছর টিসিবি ২০ হাজার টন ছোলা কিনেছে। যা গত বছর কিনেছিল ৫ হাজার টন। ছোলার দাম এখনো পাইকারিতে সহনীয় রয়েছে। তবে রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়ান। এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সেজন্য আমদানিকারক, পাইকারি ও খুচরা—সব পর্যায়ে বাজার তদারকি করা হবে। কেউ অতিরিক্ত মুনাফা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানেরা সারা দিন রোজা পালন শেষে ইফতারির সঙ্গে নানা ধরনের খাবার খেয়ে থাকেন। দেশের অধিকাংশ মানুষই ইফতারিতে ছোলা-মুড়ি খান। এ সময়ে ছোলার চাহিদা বাড়ায় দামও বাড়ান ব্যবসায়ীরা। এবার রোজার আগে পণ্যটির দাম বেড়েছে খুচরায়। যদিও পাইকারিতে দাম কমেছে বা অপরিবর্তিত আছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি ছোলা খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল মানভেদে ৬৫-৭০ টাকায়। চলতি বছরের ১ জানুয়ারি তা বিক্রি হয়েছিল ৭০-৭৫ টাকা। বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ছোলার দাম বেড়েছে সর্বোচ্চ ১০ টাকা।
পুরান ঢাকার নয়াবাজারের মুদি দোকানি আবুল কালাম জানান, মাসখানেক আগে তাঁদের বাজারে মানভেদে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০-৭২ টাকা। বর্তমানে তা ৭২-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসের তথ্যানুযায়ী, দেশে বছরে ছোলার মোট চাহিদা ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা রয়েছে ৮০ হাজার মেট্রিক টনের। দেশে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার একটি বড় অংশ আমদানি হয় এবং চট্টগ্রামের ব্যবসায়ীরাই বেশির ভাগ আমদানি করেন। তবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরাও ছোলা আমদানি করে থাকেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, তাঁদের বাজারে ছোলা বর্তমানে কম দামে বিক্রি হচ্ছে। মাস খানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৬৫-৬৮ টাকা। যা বর্তমানে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রহমতগঞ্জের পাইকারি ছোলা ব্যবসায়ীরা জানান, রমজান মাসকে সামনে রেখে প্রায় প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ ছোলার মজুত রয়েছে। বর্তমানে তাদের বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। যা কিছুদিন আগেও ৬৩-৬৫ টাকা ছিল। রমজান মাসকে সামনে রেখে অনেকেই ছোলা আমদানি করেছেন।
ছোলার মজুত ও দাম সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ বছর টিসিবি ২০ হাজার টন ছোলা কিনেছে। যা গত বছর কিনেছিল ৫ হাজার টন। ছোলার দাম এখনো পাইকারিতে সহনীয় রয়েছে। তবে রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়ান। এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সেজন্য আমদানিকারক, পাইকারি ও খুচরা—সব পর্যায়ে বাজার তদারকি করা হবে। কেউ অতিরিক্ত মুনাফা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে